আলিনগর আর কালীনগর পাশাপাশি। আলিনগরে দশজনে আটজনই হোসেন। সবাই হোসেন এইটা বলা অবশ্য ঠিক হল না, কেউ হোসেন কেউ হুসাইন কেউ হুসেন। নানান তরিকার বানান। যে যার পদবী মেনে চলে, পদবী খুব ভারি জিনিস আলিনগরে। হোসেন ছাড়া সেখানে আছে কিছু আহমেদ, আর গুটিকয় খান কিংবা রহমান। ও না থাকার মতই। আলিনগরে হোসেনই জাতীয় পদবী।
পাশের কালীনগরে অবশ্য আহমেদ প্রচুর। হোসেনও আছে, তবে আহমেদের তুলনায় সংখ্যায় কম। সেইখানে বড় আউলিয়া সুদানি আহমেদের অনুসারীরা চাউল দিয়ে সাদা ভাত রান্না করার সময় বিড়বিড় করে আউলিয়ার নাম নেয় আর প্রতি তেইশবার নাম নেবার পরে মাটির সরা উঠিয়ে ফুঁ দিয়ে বলে হৈঃ হৈঃ। এই না করে ভাত খাওয়া খুব বড় পাপ তাদের কাছে। আলিনগরের হোসেনরা ভারি হাসাহাসি করে আহমেদদের এই কাণ্ড নিয়ে, আর বলে এহ গাধাগুলি ভারি ইতর। হৈ হৈ করে রান্না করার সময় দ্যুৎ শালা বেকুব। হোসেনদের মাঝে ভাত রান্না করে খাবার সময় মন্ত্রতন্ত্র বলার রীতি নেই, তবে কেউ গরম ভাত পাখা দিয়ে বাতাস না করে ফুঁ দিয়ে ঠাণ্ডা করেছে এই কথা শোনা গেলে তাকে তালগাছের ডগায় বেঁধে না খাইয়ে মারা হয়। ভাত ফুঁ দিয়ে ঠাণ্ডা করা মহাপাপ।
আলিনগরের পার্লামেন্ট হুসেনি দালানে তিনশটা মোড়া, তাতে দুইটি মোড়ায় বসে জমাতুল হুসাইনি নামের এক দলের দুই বুড়া। তারা লাল দাঁতের ফাঁক দিয়ে পিচিক করে পানের পিক ফেলে বলে মাননীয় সিঙ্গার, আর তো মানা যায়না। আজকে আমরা যারা হুসাইন তাদের পূর্বপুরুষের নামে আজেবাজে কথা বাজারের বটগাছে লিখে রেখেছে কিছু বিপথগামী। আমরা কি এই আলিনগর চেয়েছিলাম? ডিড উই ওয়ান্ট দিস আলিনগর ইজ দা কুশ্চেন।
সিঙ্গার কইলেন যারা বটগাছে হোসেন পদবী নিয়ে কটু কথা লিখেছে তাদের পিছন দিয়ে বটবৃক্ষ প্রবেশ করানো হউক। এই শুনে সকলে হোসেনি তলোয়ার খুলে রে রে করে ছুটে গেল বাইরে, ভয়ে আহমেদ আর খানেরা কাঁপতে কাঁপতে কানে ধরে বলতে লাগল ভাই হোসেন আমি লিখতে জানিনা আমি বটগাছে কিছু লিখিনাই। কে শোনে কার কথা, ঝপাঝপ তাদের ধরে কল্লা নামিয়ে দেয়া হতে থাকল। সুন্দরী কচি আহমেদ মেয়েবউগুলাকে হোসেনেরা ধপাধপ শুইয়ে তাদের ভেতর উত্থিত হুসেনি তলোয়ার প্রবেশ করাতে করাতে বলল তখনই কয়েছিলাম কালীনগর যা কথা তো শুনিসনি। আলিনগর হোসেনদের জন্য, আজ তোর পাপমোচন করব তুই আজ থেকে হোসেন হবি আয়।
আহমেদদের বাড়ি দোকান লুট করে আগুন ধরিয়ে হোসেনেরা যখন চলে গিয়েছে তখন সন্ধ্যে। ছোট একটি হোসেনঘরের শিশু আগুনের লেলিহান শিখা দেখে জিজ্ঞেস করল মা কি হয়েছে? তার মা তাকে বলল কিছু শয়তানের পাল সেখানে বাস করত তাদের বের করে দেয়া হয়েছে। এখন আমরা শান্তিতে থাকব। শুনে শিশুটি ভারি খুশি হয়ে ঘুমাতে চলে গেল। তাকে কেউ বলে দিল না এতগুলো মানুষ মারা যাবার একমাত্র কারণ লোকগুলোর পিতার নাম হোসেন ছিল না।
মন্তব্য
চমৎকার আইডিয়া।
ধন্যবাদ, শুভকামনা রইল।
তুহিন সরকার।
..................................................................
#Banshibir.
হ। আমার নামেও হোসেন নাই, দুশ্চিন্তায় আছি
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
খুপ সাপধান.
..................................................................
#Banshibir.
বারাক ওবামার বাড়ি তার মানে আলিনগর ?!!
এইটা একটা জোস কমেন্ট হৈছে।
..................................................................
#Banshibir.
মাননীয় সিঙ্গাররা এতো বুড়া-সেন্সেটিভ ক্যান কে জানে! গল্প খুব ভালো লেগেছে।
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
ধন্যবাদ সৌরভ।
..................................................................
#Banshibir.
বেশী ছোট হয়ে গেল। আরেকটু বড় করে লিখেন। জর্জ আরওয়েলের এনিমেল ফার্মের মতো!
দারুন লাগলো গল্পটা।
সৌম্য
অবশ্যই চেষ্টা করবো। ধন্যবাদ সৌম্য।
..................................................................
#Banshibir.
মন খারাপ লাগছে পড়ে। দুঃখিত।
বলেন কি?
..................................................................
#Banshibir.
অসাধারন, অসাধারন হইছে । মানুষগুলা এত অবুঝ ক্যান ? খুব কষ্ট লাগে .......
ইস্কুলের পরিবেশ পরিচিতির প্রথম লাইনটা মনে রাখতে হবে। "আমাদের আশেপাশে যা কিছু আছে তা নিয়েই আমাদের পরিবেশ।"
..................................................................
#Banshibir.
হ!
বাংলাদেশে তো আবার রহমান ডাইনেস্টি।
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
ঠিক কথা। অরা অরাই।
..................................................................
#Banshibir.
অনেকদিন পর লিখলেন দেখি। সাবাই ফাঁকি দিলে চল্পে?
কিডা কারে কয়। আপনে শেষ পোস্ট কবে দিসেন?
..................................................................
#Banshibir.
______________________________________
পথই আমার পথের আড়াল
..................................................................
#Banshibir.
প্রথমে হোসেনরা আহমেদদেরকে মারবে। তারপর হুসেন আর হুসাইনদেরকে মারবে। তারপর কার নানা বা দাদা বা তারও আগের পূর্বপুরুষ কালীনগর থেকে এসেছে তাদেরকে মারবে। তারপর যাদের বাড়ি কালীনগরের দিকে মুখ ফেরানো তাদেরকে মারবে। তারপর যাদের বাড়ির দূরত্ব কালীনগর থেকে কাছে তাদেরকে মারবে। তারপর - - - - - - - - - - - - - - - - - - এভাবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে যতদিন পর্যন্ত না শুধু আমি আর রাজার মেয়ে বেঁচে থাকবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হ্যাঁ। মারামারি চলমান...
..................................................................
#Banshibir.
বড়ই দুশ্চিন্তায় আছি।
শেষ নামকি আহমেদ?
..................................................................
#Banshibir.
..................................................................
#Banshibir.
আপনি তো নেহাতই ব্লাসফেমার...
উড়া কথায় কান দিয়েন্না। ডোন্ট গিভ ইয়ার তো ফ্লাইং টক।
..................................................................
#Banshibir.
ভয়াবহ গল্প । কিন্তু এটা ঠিক যে দুনিয়ার সব যুদ্ধেরই সহজ “কোলাটেরাল ড্যামেজ” মেয়েরাই হয় ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
হ্যাঁ।
..................................................................
#Banshibir.
অলস সময়
অটঃ নীলকান্ত, আপনার সিগনেচারটির জন্য ধন্যবাদ। ভাস্কর চক্রবর্তীকে আপনি মনে করিয়ে দিলেন। আহা! আজ শুধু ভাস্কর চক্রবর্তী পড়বো।
প্রত্যেক জানলার পর্দা সরিয়ে
আমি বাড়িয়ে দিই মুখ
আমি দেখি একটা দিন, আরেকটা দিনের মতো
আরেকটা দিন, আরেকটা দিনের মতো
একইরকম, অস্থিসার, ফাঁকা
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পীরসাব, আপ্নাকে সচলের আঙিনায় আগের মত দেখতে পাইনা - কেনু কেনু কেনু
তয় গল্পখান ভালৈছে কিন্তুক।
কত কত খেলাপি চতুর্দিকে মাসের পর মাস লেখেনা, আপ্নের আমারেই খেলাপি মনে হইল? ইন্সাফ নাই।
ভালো থাইকেন
..................................................................
#Banshibir.
হা হা পীরদা, সত্যিই আপ্নেরে মিসাইছি এই কয়দিন, খেলাপি বরখেলাপি অতকিছু বুঝিনা, তবে কানে কানে একখান কথা কই, আপ্নে সচলে আমার প্রিয় লেখিয়েদের একজন।
আপ্নেও ভাল থাকবেন
..................................................................
#Banshibir.
এই অংশটা সবচেয়ে ভাল লাগল।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
ধন্যবাদ।
..................................................................
#Banshibir.
নতুন মন্তব্য করুন