নতুন টুইটার শিখেছি। বেশ ইন্টারেস্টিং জিনিস, জামাতির পেছন দিয়ে বংশদন্ড প্রবেশের জন্য উত্তম হাতিয়ার। ভেবে দেখলাম জামাতির গুষ্টি বাঁশেরকেল্লা গড়বে তাতে আশ্চর্যের কিছু নাই, যে হারে লোকে এগুলিরে বাঁশ দেয় দুইচারটা কেল্লা বানানো তেমন কঠিন নয়।
সে যাই হোক, টুইটারের কথা হচ্ছিল। যে বাংলাদেশে বড় হয়েছি সেই দেশ কেমন বদলে গেছে মনে হয়, ডাইনে বাঁয়ে ব্লগে ফেসবুকে টুইটারে ঘরে বাইরে চতুর্দিকে খালি বিচার চাই কিন্তু...র দল। কেউ সোজাসাপ্টা কেউ একটু পেঁচিয়ে পেঁচিয়ে এই যা। তাদের ঝাড় সব জায়গার মতন টুইটারেও প্রচুর, ঘন্টার পর ঘন্টা কেটে যায় অবাক হয়ে আমি ফোনে বিবিধ কেল্লার টুইট পড়ি। আল্লামা সাইদি নির্দোষ, তিরিশ লাখ না তিন লাখ, কিম্বা তিরিশ হাজারই হয়তো, রিকন্সিলিয়েশন, নাস্তিক, কম্যুনাল হেট্রেড, হ্যাশ সেভবাংলাদেশ (শালা বেকুব ফাইট করলি যেই দেশের অস্তিত্বের বিপক্ষে এখন টুপি পালটায় সেই দেশ সেভ করতে চাস কেমুন বলদ), শাহবাগে রেপ, বার্গম্যানের আর্টিকল ইত্যাদি নানান হাবিজাবি। এমনই বিরক্তিকর ালছাল যে উত্তর দেওয়াও এক সময় নষ্ট। তারা সেটা জানেও।
পুরাতন বইপত্র খবরের কাগজের কাটিং পড়া আমার প্রিয় পাসটাইম। মাথার মধ্যে ৭১ ঘুরছে যখন আসেন জেনোসাইড আর্কাইভে যাই। এইখানে নিউ ইয়র্ক টাইমসের একটা প্রতিবেদন পড়ি, পাকিস্তান আর্মি ফরিদপুরে হিন্দুদের দোকানে হলুদ রঙে H লিখে দাগিয়ে রাখছে। কেল্লার শিবির ভায়েরা, হলুদ দাঁতওলা শক্ত খাড়া ইমানের বিদেশি সিপাই যে কিনা দেশের ভাষাটাই জানেনা, সে ফরিদপুরে গিয়ে হিন্দু দোকান চিনল কিভাবে? তাকে তো মুসলমান চিনতে লোকের লুঙ্গি খুলে দেখতে হয়, হিন্দু মুসলমান কি আলাদা করে ছাতুখোরের চিনার কথা? তাকে হিন্দুঘর চিনিয়েছে জামাত।
এইখানে কেল্লার লোকে বলবে উঁহু সবই প্রোপাগান্ডা। টোবি ক্যাডম্যান হাঁ হাঁ করে উঠবে আন্তর্জাতিক স্বচ্ছ প্রমান কুথায়? তাদের কথা হল জামাত তখন ফরিদপুরে নামাজ পড়ে তসবি জপতেছিল এইসব মার্কিং বিজিনেসে সে নাই। রাজাকার শান্তি বাহিনী বলে কিছু ছিলনা এগুলি মিছা কথা। থাকলেও সেগুলি পাকিস্তান সরকারের ব্যাপারস্যাপার জামাত এর মধ্যে নাই।
দুইচারটা চড় খাওয়ার পরে তারা স্বীকার করে হ্যাঁ রাও ফরমান আলীর সাথে গোলাম আজম দেখা করেছিল ঠিকই কিন্তু সেটা রাজাকার শান্তি বাহিনী জনিত কিছু নয়। প্রমাণ কোথায়? অথবা আরেক অসামান্য যুক্তি কে কবে কোথায় গোলামকে খুন করতে রেপ করতে দেখেছে? হ্যাঁ? বললেই হল?
এদিকে লাল দাড়িয়াল সাঈদি ফোনসেক্স করতে করতে অস্থির, দুঃখের সাথে আমরা সকলেই জেনে গেছি তার মেশিনের সাইজসংক্রান্ত দাবী। হায়রে ময়না পাখি বেচারারা এখন উড়তেই পারেনা লজ্জায়। সেই সাঈদি প্রকাশ্যে অন্য ধর্মের নামে অবিশ্রান্ত কুৎসা রটিয়ে বেড়ায় আর বলে শরীর থেকে পাইখানা বেরিয়ে যাওয়া যেমন স্বাস্থ্যকর তেমনি হিন্দুরা দেশ ছেড়ে চলে যাওয়াই উত্তম। এই লোক নাকি আল্লামা।
পাকিস্তানি নাগরিক গোলাম আজম আর নিজামি সাইদি আলি আহসান মুজাহিদ এরা ৭১ এ কিছু করে নাই বলে জামাত যতই তম্বি করে ততই বোঝা যায় এরা কত অসহায়। শিবির খুব ভালো করেই জানে তাদের বাপ জামাত ৭১ এ খুন করেছে লুট করেছে রেপ করেছে, সেইটে ঢাকার জন্যেই তারা গলা চড়ায় আরো বেশী।
তাই পাঠক আসেন কেল্লার শিবিরের দিকে তাকায় মুচকি হাসি। শালারা ধরা খেয়ে গেছে, তবে সেই খবর বিশ্বে ঠিকমত পৌঁছে দেয়া জরুরি বটে। টুইটার অ্যাকাউন্ট খুলেছেন কি? এইখানে টিবি দিয়ে পড়ে দেখেন সব খোলাসা হয়ে যাবে। ৭১ এ রাজাকারের পোলাপান সক্রিয়, তাদের ঠেকিয়ে দিতে হবে যেমনটি করেছিলেন আপনার আমার পূর্বপুরুষ।
শহীদ রুমীর নামে একবুক সাহস নিয়ে কয়টা ছেলে জামাত নিষিদ্ধ করার দাবীতে অনশনে চলে গেছে, আর আমরা কিছু টুইট করতে পারবো না?
মন্তব্য
অনশনের সাথে আছি, এই কথাটা কইতে নিজের কাছে খুবই লজ্জা লাগতেছে। বাচ্চা কয়েকটা ছেলে আক্ষরিক অর্থেই মারা যাইতে বসছে, আমি শুধু কয়েকটা টুইট আর ফেসবুক স্ট্যাটাস আর দুই-একটা ডেমোনেস্ট্রেশান করে বাসায় এসে লেবু চা খাইতে খাইতে জামাত-শিবিররে মুখ খারাপ করে গালি দিতে দিতে, মতিকণ্ঠ পড়তে পড়তে পরের দিনের কী অ্যাসাইনমেন্ট আছে এইটা ভাবতেছি। আমি রুমী স্কোয়াডের সাথে নাই, এতটা সাহস বা দেশপ্রেম কোনটাই আমার নাই, আমি একজন স্বার্থপর মানুষ, দুর্বল মানুষ।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
একটা আর্মিতে সবাই ফ্রন্ট লাইনে থাকেনা। সবাই ফ্রন্ট লাইন সোলজার হওয়াটা তেমন কাজের কথাও নয়। আর্মি তে কেউ রান্না করে কেউ ঘর ঝাঁট দেয় কেউ কেঁচি হাতে এগিয়ে ঝোপঝাড় পরিষ্কার করে যেন সিপাইরা এগিয়ে যেতে পারে বাধাহীন। যে যার জায়গায় থেকে যা যার সামর্থ্যমত কাজ করে। এখানেও তাই। আমরা রুমী স্কোয়াড হতে পারিনি পারবোওনা, কিন্তু কিছু একটা অবশ্যই আছে যা আপনি আমি করতে পারি। দুর্বলভাবেই না হয় এই মহান কাজগুলার সাথে থাকলাম কবি?
..................................................................
#Banshibir.
(ভুল জায়গায় মন্তব্য এসে গেছে দেখি। সরায়ে নিচে পোস্ট করলাম।)
হুম সেইটাই করতেছি রে ভাই, কিন্তু মন মানেনা
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কলকাতায় বসে এই লেখা পড়ছি। বর্ডারের এই পারে ওপারের ঘটনার কোনো আঁচ নেই, - খবরের কাগজ খুলে শুধু এদিককার গন্তব্যহীন রাজনীতির নানান কথা দেখতে পাই। তবে এইখানে আভাস পাচ্ছি। আমি এপার-ওপার মানি না, চুপচাপ দর্শক হয়ে বসে থাকতে রাজি নই। কী করলে সাহায্য হবে জানান।
- সম্রাট দাশুগুপ্ত
আমি শুক্রবার শাহবাগে গিয়েছিলাম, কিন্তু শহীদ রুমি স্কোয়াডের অনশনরত যোদ্ধাদের সামনে যেতে পারি নাই। লজ্জা বা সাহস যে কোন কারনে। গতকাল সারাদিন খুবই অস্থির দিন গেছে, ভেবেছি এই ছেলেমেয়েগুলো তাদের জীবন দিয়ে দিচ্ছে আর আমি কি করছি। কিচ্ছু ভালো লাগছে না।
আমি গতকাল গিয়েছিলাম ক্যাম্পাসে। আমারও একই অবস্থা লজ্জায় জেতে পারিনি নিলয় দের সামনে ।
না পারি টুইট করতে, না পারি অনশন করতে, সত্যিই বৃথা জন্ম।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
অনশন না পারেন, ঠিকাছে, টুইট কেন পারবেন না? এই ছেলেগুলির খবর দুনিয়ায় ছড়ায় দিতে হবে না, আমরা চুপ থাকলে ছাগু গুলি এসে টুইটার লেদায়ে ফেলে এ কথা লিখে " শাহবাহে বিরিয়ানি সাপ্লাই বন্ধ দেখে এরা না খেয়ে আছে" আমরা টুইট পারি না বলে কুই কুই করি আর এরা ফাঁকা মাঠে গোল দেয়।
এক্ষণ টুইটারে লগিন করেন কইলাম। এক্ষণ!
~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~
সত্যি আপু এরা যে ক্যাম্নে এত টেকি হয়। এতদিন শেখার প্রয়োজন মনে হয়নি। এখন মনে হচ্ছে ভীষণ দরকার।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
আমার মতো টেকি মুর্খও এখন 'সকালে উঠিয়া আমি টুইট টুইট খেলি' হয়ে যাচ্ছে দিন দিন... আর আপনি এখনো বসে আছেন?
জলদি যোগ দিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
টুইট পারবেন না ক্যান? এইটা দেখেন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
facebook
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
"ভেবে দেখলাম জামাতির গুষ্টি বাঁশেরকেল্লা গড়বে তাতে আশ্চর্যের কিছু নাই, যে হারে লোকে এগুলিরে বাঁশ দেয় দুইচারটা কেল্লা বানানো তেমন কঠিন নয়।"
অফুরান বাঁশ রে ভাই এদের।
..................................................................
#Banshibir.
টুইট করা খুব সহজ কাজ । টুকে দিলেই হয় । শুধু “রিটুইট” চাপতে চাপতে আঙ্গুল ব্যথা হওয়ার আশঙ্কা আছে
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
ঠিক কথা। তবে টুইট করা রিটুইটের থেকেও সোজা। একটা নিউজ বা ভিডিও বের করেন জামাত শিবিরের বিপক্ষে (এই নিউজ দেশের বাড়ির পুকুরপাড়ের মশার মত, হাত পাতলেই দেখবেন হাজির বেশী খুঁজাখুঁজি করতে হয়না)। তারপর দেন টুইটার বাটনে টিবি, সব নিউজ ভিডিওতেই এখন টুইটার বাটন আছে। আর স্মার্টফুন থাকলে আরো সুবিধা, শেয়ার বাটন টিবি দেন আর টুইট করেন ব্রাউজার থেকেই। ইউট্যুব অ্যাপ থেকেও ডাইরেক্ট টুইট মারা যায়।
রিটুইট করেন টুইটও মারেন। আঙুল বেশী ব্যথা হইলে গুপন বার্তায় ঠিকানা দেন এক নম্বুরি মলম পাঠায় দিমু
..................................................................
#Banshibir.
স্মার্টফুন নাই । ওল্ড ফ্যাশন মানুষ আমি । একটা ভাঙ্গা মুঠাফুন আছে, যা দিয়া কুন কিছু করন যায় না । সেই আমার শান্তি
কে যেন কইছিল আপ্নে একটা ভূয়া পীর । না, আসলেই আপ্নে একজন "সত্য" পীর
পানি পড়া/কলা পড়া/ তেল পড়ে আছেনি, পীরসাহেব ?
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
গ্যারান্টি সহকারে বাটি চালান দেই। পেপ্যাল গ্রহণ করা হয়।
..................................................................
#Banshibir.
বাটি চালান খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু । তুলা রাশির জাতকরাই শুধু বাটি চালান দিতে পারে । যদিও চালানের বাটি ক্রিমিনাল এর কাছে গিয়ে থেমে যাওয়ার কথা, প্রায়শই তুলা রাশির জাতকসহ বাটি পুকুর/নদীর দিকে রওনা করে । তো আপনার চালানের বাটি কোথায় গিয়ে পড়ে ? অন্টারিও হ্রদে ?
পেপ্যাল একাউন্টও ? মঠার্ণ পীরদের ব্যাপারই আলাদা
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
এই নিউজ দেশের বাড়ির পুকুরপাড়ের মশার মত, হাত পাতলেই দেখবেন হাজির বেশী খুঁজাখুঁজি করতে হয়না হ!
লড়াই চলুক! জয় হবেই হবে এইবার প্রতিবার নানাভাবে!
কিছুদিন টুইট করে pinched নার্ভের ব্যথার জ্বলে অফিস ছাড়া কম্পিউটার ব্যবহার পুরা বন্ধ করে দিছি। কিন্তু আপনার লেখাটা পড়ে সিদ্ধান্ত নিলাম দিনে ১০ খানা টুইট/রি-টুইট করবো অন্তত।
অফটপিক: আপনার অনুবাদের চেয়ে মৌলিক লেখার হাত বেশি ভালো।
--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।
চলুক টুইট...
..................................................................
#Banshibir.
জামাত-শিবির-রাজাকারদের বিরুদ্ধে সব উপায়ে, সব মাধ্যমে প্রচার চলুক, আন্দোলন চলুক।
যে শুয়োরগুলো পাকি দানবগুলোকে রাস্তাঘাট চিনিয়ে দেশের ত্রিশ লক্ষ মানুষ মেরেছে। যে সারমেয় নন্দনগুলো চার লক্ষাধিক মা'কে ঘর থেকে তুলে নিয়ে ওই অমানুষদের হাতে তুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে সকল পন্থায় সংগ্রাম চলুক।
-সাব্বির।
sabbironline এট gmail ডট com
"তাই পাঠক আসেন কেল্লার শিবিরের দিকে তাকায় মুচকি হাসি। শালারা ধরা খেয়ে গেছে"
সুবোধ অবোধ
টুইটার আঙিনায় আপনাকে পেয়ে ভালো লাগল। টুইটযুদ্ধ চলুক। সাম্প্রতিক সময়ে অনেক সাফল্য এসেছে এখানে, সামনে আরও আসবে। জয় বাংলা।
হ্যাঁ একটা কাজের জিনিস।
..................................................................
#Banshibir.
হ্যঁ, শিখেছি টুইট করা।
কদিন হল একাউন্ট খুলে ম্যালা বুদ্ধি খর্চা করে টুইট করা শিখেছি কিন্তু কি কাজ হচ্ছে না হচ্ছে বুঝতে পাচ্ছিনা বলে ইস্তফা দিয়ে দিয়েছিলাম। এখন মনে হচ্ছে আবার শুরু করতে হবে।
----------------
স্বপ্ন হোক শক্তি
টুইটারের
পাঞ্জেরিমেডইজি গাইড দেই আশালতা শুনেন। @rakhibo_mukto আর @BanglarTweeter এই দুইটা হ্যান্ডল ফলো মারেন। রিটুইট করতে থাকেন আঙুলের ডগা লাল হওয়া পজ্জন্ত। এরপর কলে ঠাণ্ডা পানি ছেড়ে আঙুল ভিজান। আঙুল মুছে আবার রিটুইট।মিনহোয়্যাইল, এই দুই হ্যান্ডল যারা ফলো মারসে এদেরকেও অ্যাডায়ালান। এরা সাধারণত ভালু লোক হয়। রিটুইট কন্টিনিউস।
এরপর থার্ড অ্যান্ড ফাইনাল স্টেপ। মৌলিক টুইট। সচলের ইংলিশ পুস্ট কিম্বা নিউজসাইটগুলা থেকে সরাসরি টুইট মারেন, সাথে একটা #Shahbag বা #SaveBangladesh কিম্বা #BanJamaat এবং সাথে @BanglarTweeter জুইড়া দেন। দেখবেন আপনেও হইছেন ছ্যাম্পিয়ন।
ফুটনোটঃ পাঞ্জেরি জামাতি গাইড ভুইলা গেছিলাম
..................................................................
#Banshibir.
জনগণের জন্যে একটা টিউটোরিয়াল বানাইছিলাম। উপরে একটা কমেন্টে পোস্ট করছি। ওখান থেকে দেখতে পারেন ক্যাম্নে কী?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মন্তব্যের ঘর তো পুরাই ফাঁকা। কিছুই তো দেখতে পাইনা ।
----------------
স্বপ্ন হোক শক্তি
নতুন মন্তব্য করুন