• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

নটে গাছটি মুড়োলঃ ছাগল, বাঘ আর হনুমানের কিচ্ছা

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: বিষ্যুদ, ০৬/০৬/২০১৩ - ৪:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

উইলিয়াম ম্যাকালক সম্পাদিত ১৯১২ সালে প্রকাশিত Bengali Household Tales অবলম্বনে আজকের গপ্পো ছাগল, বাঘ আর হনুমানের কিচ্ছা।

…........................................................................

একপাল ছাগল নিয়ে কিছু লোক শহরে যাচ্ছিল বেচতে। পথে এক মাদী আর মদ্দা ছাগলের হল প্রেমপিরীতি। প্রেমিক ছাগল বলল, “হে ভালোবাসা। এই দুষ্টলোকেরা আমাদের নিয়ে বেচে দিবে বাজারে, তারপরে যারা কিনবে তারা বাসায় নিয়ে আমাদের কেটেকুটে ভুনা করে খাবে। গ্রামগঞ্জে পলায়াও লাভ নাই আবার এরা ধরে বেচে দিবে বা কেটেকুটে ভুনা কষাবে। হায় নিষ্ঠুর জীবন, বাঁচার উপায় কি?”

দুইজনে মিলে কিছুক্ষন ভাবল। তারপরে প্রেমিকা ছাগল বলল, “দেখো জানের টুকরাটি, মানুষ থাকে এরকম জায়গায় আমি আর যেতে চাইনা। মানুষেরা অমানুষ হয়। চল জঙ্গলে পলাই।”

“জঙ্গল?” প্রেমিক ছাগল খাবি খেল, “জঙ্গলে তো খালি দুষ্ট জানোয়ার, এরা তো গেলেই কাঁচা খেয়ে ফেলবে আমাদের।”

"উহু", প্রেমিকা বলল, "জঙ্গলে অন্তত ঝেড়ে দৌড় দেওয়ার রাস্তা খোলা আছে। বেচাল দেখলেই দিব ছুট। শহরবন্দরে লুকানোর জায়গা নাই জঙ্গলে অন্তত সেই সমস্যা হবেনা। ব্যবস্থা হয়ে যাবে ঠিক।"

গভীর রাতে দুই ছাগল দিল কাট্টি। ছুটতে ছুটতে একবারে গভীর জঙ্গলের ভিতর দেখল এক জায়গায় বিশাল পিপুল গাছ, তার কোটরে গভীর গর্ত। তারা দুইজন রাতে সেই কোটরে ঘুমাতে গিয়ে ঐসব করল আর কয়দিন পর তাদের হল একহালি পোলাপান।

কিছুদিন পরের কথা, সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল এক বাঘ। সে বাচ্চাদের আওয়াজ শুনে এগিয়ে এল, আর মা ছাগলের হল চক্ষুস্থির। এত সাধের বাচ্চাগুলি বাঘের পেটে যাবে? সে এক ফন্দী আঁটল আর কোটরের ভিতর থেকে চিৎকার করে বলল, “কত? আর কত? এতো খাই খাই কেন তোদের? এইমাত্র না পাঁচটা বাঘ, তিনটে ভালুক, দুইটা গণ্ডার আর ছয়টা মহিষ খেলি? আবার খিদা? শোন, বাইরে দেখলাম একটা বাঘ আসছে, ঐটা ধরে দিচ্ছি দাঁড়া। কিন্তু আর কিছু পাবিনা কিন্তু!”

বাঘ ভাবল ওরে নারে, ইকি কথা! এ কিরকম আশ্চর্য জানোয়ার রে ভাই, পোলাপান খাওয়ায় পাঁচটা বাঘ তিনটা ভালুক আরো জানি কি কি! খাইছে টু দি পাওয়ার ইনফিনিটি, সোজা পলাই।

ছুটতে ছুটতে বাঘ সেই সাতাশ মাইল দূরে গিয়ে থেমে হাঁপাতে থাকল একটা গাছের নিচে, সেই গাছে বসে কলা খাচ্ছিল এক ধাড়ি হনুমান। সে কইল, "কি বাঘমামা হাঁফাচ্ছো কেন?" বাঘ বলল, "বাপরে বিশ্বাস করবি না রে বান্দর, সে এক আশ্চর্য ঘটনা। এক জানোয়ারের পাল্লায় পড়েছিলাম, ছাগলের মত দেখতে কিন্তু সে এক পালোয়ান বটে। ছেলেপিলের খাবারে তার লাগে পাঁচটা হাতি আটটা গণ্ডার পনেরোটা বাঘ আরো জানি কিসব। চিন্তা করা যায়, আমি হইলাম বাঘ আমার কাজ বাকীদের খাওয়া, এ কিনা বাঘ খায়! কি দিন পড়লরে হনুমান।"

পুরো ঘটনা মন দিয়ে শুনল হনুমান কলা খেতে খেতে, তারপর ছিলকা ছুঁড়ে ফেলে গম্ভীর গলায় বলল, "মামু, তুমি প্রতারণার শিকার। এইটা একটা ভণ্ড ছাগল। ভয়ের কিছু নাই।"

"এহ ভয়ের কিছু নাই," মুখ বিকৃত করে বাঘ বলল, "তোর আর কি ভয় সে তো আর হনুমান খায়না। বাঘ হলে টের পেতি কেমন অস্থির বিষয় এইটা।" হনুমান বলল, "আচ্ছা চল মামু, দেখে আসি তোমার ভয়াল ছাগল।" বাঘ বলল, "হ তোর আর কি, কিছু হইলে গাছে উঠে দিবি চম্পট। আমার তো আর সেই উপায় নাই, আমি ধরা খেয়ে যাবো ঠিক।" তখন হনুমান বলল, "আরে না আমি সাথেই আছি মামু। আচ্ছা এক কাজ কর, আমাদের দুইজনের লেজে মারো কড়া গিট্যা। তাইলে তো বিশ্বাস হবে যে আমি পালাবোনা? আমরা একসাথেই থাকব সুখেদুঃখে।"

বাঘ রাজি হল। দুইজনের লেজে শক্ত গিঁট মেরে তারা রওনা দিল ছাগলের বাসার উদ্দেশ্যে। দূর থেকে লেজবাঁধা বাঘ আর হনুমান দেখে মা ছাগল বুঝল খবর হ্যাজ। সে নতুন ফন্দী আঁটল, বাঘ আর হনুমান কাছে আসতেই চেঁচিয়ে উঠল, “ওরে বুদ্ধু হনুমান, তোকে বুঝি মোটে একটা বাঘ আনতে বলেছি? রাতেরবেলা আমার বর এসে খাবে কি?”

এইনা শুনে বাঘের তো চক্ষুস্থির। এই তাহলে আসল ঘটনা, বান্দর এক নিষ্ঠুর প্রতারক বাঘখাউকার এজেন্ট যার বুকটা একটুও কাঁপেনা শিকারীর হাতে অবুঝ বাঘ হাতি তুলে দিতে। বাঘ আর দেরী না করে আকাশ বাতাস কাঁপিয়ে দিল দৌড়। সামনে যা ছিল যে ছিল সবকিছু শক্ত হাতে সরাতে সরাতে বনজঙ্গল ভেদ করে বাঘের এই দৌড়ে হনুমানের অবস্থা হল কেরোসিন। সে কি আর লেজের গিট্টু ছুটাতে পারে, বাঘের সাথে উড়তে উড়তে সে গাছপালা বাঁশ মাটি পাথরের বাড়ি খেয়ে অস্থির। মরিয়া হয়ে গিট্টু ধরে টানতে টানতে হনুমান ফট করে বাঘের ল্যাজ ছিঁড়ে নিয়ে এল। বাঘ সেসব কিছুর পরোয়া না করে ছুটতে ছুটতে পালাল সোজা তিব্বত।

এদিকে হনুমানের লেজে আধাছেঁড়া বাঘের লেজ লাগানো দেখে হনুমান সমাজে সকলে তাকে নিয়ে শুরু করল ব্যাপক হাসাহাসি। সমাজে তার আর কোন সম্মানই রইল না, মনের দুঃখে সেও তিব্বত রওনা দিল। আর দুই ছাগল হাঁফ ছেড়ে তাদের বাচ্চাদের নিয়ে সুখেশান্তিতে দিন কাটাতে লাগল।


মন্তব্য

তারেক অণু এর ছবি

:)) (Y)

সত্যপীর এর ছবি

তিব্বত গেছেন?

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

বাঘটার সাথে দেখা হইছে? ):)

মন মাঝি এর ছবি

হা হা হা! পাঁচতারা! =)) (Y)

****************************************

সত্যপীর এর ছবি

:p

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

:))
গল্প টা আগে পড়েছি। তবুও দারুণ বিনুদিত হইলাম!!
=DX

--------------------------
সুবোধ অবোধ
--------------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!

সত্যপীর এর ছবি

কৈতেছেন?

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

গল্পটি আগে অন্য পরিবেশনায় পড়েছি। কিন্তু সত্যপীর-এর গল্প বলা-টা অত্যন্ত ভালো লেগেছে।
পরের লেখার প্রতীক্ষায় রইলাম।
-
একলহমা

সত্যপীর এর ছবি

হে হে ধৈন্যবাদ।

..................................................................
#Banshibir.

ফয়সাল ইজা এর ছবি

মোরাল অব দ্য স্টোরি: “
ছাগু হইতে সাবধান!’
ইহারা মোমিনের মত মিথ্যা বলিতে পারে।

সত্যপীর এর ছবি

ছাগলকে ভালবাসুন, ছাগুদের বর্জন করুন

..................................................................
#Banshibir.

লুৎফুল আরেফীন এর ছবি

ব্যপক। আমি পড়ছিলাম সমগোত্রীয় একটা গপ্প। গাতায় পরে এক ছাগল সেইখানে বলে, "সিংহের মামা আমি নরহরি দাস, এক এক বাঘে মোর এক এক গ্রাস" ।।। এই শুনে বাঘ মামার হিসু চলে আসছিল।

সত্যপীর এর ছবি

এখন বাঘ মামা তিব্বতে হিসু করতেছে :p

..................................................................
#Banshibir.

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

লুৎফুল আরেফীন ভাইয়ের পড়া গল্পটা আমিও পড়েছিলাম ছোটবেলায় । সেখানে মনে হয় লেখা ছিল "সিংহের মামা আমি নরহরি দাস, 'পঞ্চাশ' বাঘে মোর এক এক গ্রাস" ! :D প্রেমিক ছাগল দেখি আসলেই ছাগু, প্রেমিকা ছাগল তো বাঘের বাচ্চা ! দারুণ দারুণ !

সত্যপীর এর ছবি

উরে খাইছে পঞ্চাশ বাঘে এক গ্রাস?

..................................................................
#Banshibir.

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

:S পঞ্চাশই তো পড়েছিলাম যতদূর মনে পড়ে ! নইলে লোকে আঁতকে উঠবে কেন, বলুন ? :D

অতিথি লেখক এর ছবি

এ গল্পটি কয়েকটি স্থানে ঈষৎ পরিবর্তিত ফরম্যাটে শুনেছি, আপনার ফরম্যাটে নতুন সংজোযন- প্রেম!

সত্যপীর এর ছবি

হুঁ গোলেমালে পিরীত কইরো না।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

হাহাহহাহা - দারুণ গপ্পো, তারচেয়েও মজাদার অনুবাদ! সত্যপীর রক্স!!!!

সত্যপীর এর ছবি

8)

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আহ, উপেন্দ্রিকিশোরের মূল গল্প থেকে এইটাই ভালো :D

(ছাগুদের হাতে বাঘুদের তাড়া খেয়ে পালানোর ইতিহাস দেখি ম্যালা পুরানো...কিন্তু, আর কতদিন ধরে এটা চলবে? :( )

সত্যপীর এর ছবি

ছাগল আর ছাগু এক নয়রে ভাই সত্যানন্দ। ছাগুরা তেলাপোকা।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

:)

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

আপনার সবগুলো গল্প একত্রিত করে "আধুনিক উপেনের গল্প" অথবা "একবিংশ শতাব্দীর নটে গাছ মুড়ানোর গল্প" টাইপের একটা বই বের করা হোক - জোর দাবী জানিয়ে গেলাম।

সত্যপীর এর ছবি

এতো বই পইড়া কি হইব? বাদ্দেন। যেরম আসে সেরমই ভালো।

..................................................................
#Banshibir.

সহৃদয় এর ছবি

"দিলাম তোকে পাঁচ বাঘের কড়ি
নিয়ে এলি এক বাঘ লেজে দিয়ে দড়ি"

উপেন্দ্রিকিশোরের মূল গল্পে এরকমই ছিলো বোধহয়।

সত্যপীর এর ছবি

সেইরকম =DX

..................................................................
#Banshibir.

প্রৌঢ় ভাবনা এর ছবি

হ্যাঁ, যদিও আগে পড়া তবুও ভালই লাগলো। (Y)

সত্যপীর এর ছবি

:D

..................................................................
#Banshibir.

তাসনীম এর ছবি

(Y)

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সত্যপীর এর ছবি

8)

..................................................................
#Banshibir.

তুলিরেখা এর ছবি

দারুণ লাগলো। আপনার গল্প বলার কৌশলটি অসাধারণ!

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সত্যপীর এর ছবি

গল্প শুনতে পাইলে মানুষ আর কিছু চায়না তুলিদি। জাফর ইকবালের কোন এক লেখায় উনি বলছিলেন যে এমনি বাসে কেউ যদি বলে ওঠে "জানিস কি হয়েছে..." ওমনি সবাই একটু কান খাড়া করে গল্পের গন্ধে। এইটা আমাদের ইন্সটিঙ্কট। আমি লিখছি বছর দুই হল, এই অল্প অভিজ্ঞতায় দেখেছি দুই তিন সপ্তা খাটাখাটনি করে নামানো ইতিহাসভিত্তিক আবজাব মানুষ যত পড়ে তার কয়েকগুণ মন দিয়ে পাঠক এই ৪৫ মিনিটে করা গল্প টাইপ লেখা পড়ে। গল্প বলার কৌশল গৌণ অথবা অনুপস্থিত, মূল বিষয় হল মানুষের গল্প শোনার তীব্র ইচ্ছা :)

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

:)

ছাইপাঁশ এর ছবি

আগেও পড়ছিলাম গল্পটা তবে, আপনার লেখার ভঙ্গিটা ফ্যানটাসটিস্ক হইছে!

সত্যপীর এর ছবি

ধইন্যবাদ ভাই।

..................................................................
#Banshibir.

খেকশিয়াল এর ছবি

গল্পটা পড়ছি, কিন্তু যেভাবে আপনে কইলেন চ্রম মজা পাইলাম :))

উপেন্দ্রকিশোরও কিন্তু এই গল্পের আদলে নরহরি দাস লিখছিলো , ওই যে

লম্বা লম্বা দাড়ি
ঘন ঘন নাড়ি ৷
সিংহের মামা আমি নরহরি দাস
পঞ্চাশ বাঘে মোর এক-এক গ্রাস !

:D

পুনশ্চঃ

তারা দুইজন রাতে সেই কোটরে ঘুমাতে গিয়ে ঐসব করল আর কয়দিন পর তাদের হল একহালি পোলাপান

:)) :))

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সত্যপীর এর ছবি

:p

..................................................................
#Banshibir.

আয়নামতি এর ছবি

খুউব মজারু হইছে অনুবাদ =DX (গুড়)

সত্যপীর এর ছবি

ধইন্যবাদ।

..................................................................
#Banshibir.

স্পর্শ এর ছবি

(Y)


ইচ্ছার আগুনে জ্বলছি...

সত্যপীর এর ছবি

8)

..................................................................
#Banshibir.

প্রদীপ্তময় সাহা এর ছবি

:D

সত্যপীর এর ছবি

দাঁত ক্যালানো বন করেন মুখ ব্যথা হয়া যাইব :S

..................................................................
#Banshibir.

মরুদ্যান এর ছবি

এই গল্পটা আগে পড়সি, তাও আপনার স্টাইলে পইড়া মজা পাইসি।

-----------------------------------------------------------------------------------------------------------------
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে

সত্যপীর এর ছবি

ধইন্যবাদ বস।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

=DX আমার মেয়ে এই গল্প শুনলে মহা খুশি হবে

সত্যপীর এর ছবি

ইয়ে একটু সেন্সর কৈরা দিয়েন :S

..................................................................
#Banshibir.

ব্যাঙের ছাতা এর ছবি

ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন। আমার বাবা দুপুরে ভাত খাওয়ার পর প্রতিদিনই এই গল্পটা বলতেন আমাদের দুই ভাই-বোনকে ঘুমের দেশে নিয়ে যেতে, কিন্তু দেখা যেত তিনি নিজেই ... ... ... :)

বাবার কন্ঠে ‘সিংহেঁর মামাঁ আমিঁ নরহরিঁ দাসঁ’ খুব মন খারাপ লাগলে এখন ও স্মৃতির জানালা খুলে খুলে শুনি।

ভালো থাকবেন। একমুঠো শৈশবকে ১০ মিনিটের জন্য ফিরিয়ে দেবার জন্য শুভকামনা জানবেন।

সত্যপীর এর ছবি

প্রতিদিনই এই গল্পটা বলতেন আমাদের দুই ভাই-বোনকে ঘুমের দেশে নিয়ে যেতে, কিন্তু দেখা যেত তিনি নিজেই ... ...

:))

আছেন ভালো?

..................................................................
#Banshibir.

ব্যাঙের ছাতা এর ছবি

বুঝতে পারছিনা কেমন আছি, ১৭ আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, সব কিছু কেমন জানি অন্যরকম লাগছে।

দোয়া দিয়েন গো পীরবাবা। :)

সত্যপীর এর ছবি

বাহ চমৎকার। অশেষ শুভকামনা। এই নেন চকলেটঃ

..................................................................
#Banshibir.

ব্যাঙের ছাতা এর ছবি

:p
সবগুলো আমি একাই খাবো; অর্ধাঙ্গ কে ভাগ দিবো না। :)
ধন্যবাদ।

কৌস্তুভ এর ছবি

মরাল অফ দা স্টোরি: দুনিয়াতে সবশেষে ছাগুরাই সুখেশান্তিতে বেঁচেবর্তে থাকে ;)

সত্যপীর এর ছবি

হয় নাই। ছাগলকে ভালবাসুন, ছাগুদের বর্জন করুন

..................................................................
#Banshibir.

উচ্ছলা এর ছবি

কুশ্ন হ্যাজ : বাঘ আর হনুমানের কি পরবর্তীতে দেখা হয়েছিল? এ মর্মান্তিক ভুল বুঝাবুঝির কি অবসান হয়েছিল?

সত্যপীর এর ছবি

অবিশ্যি দেখা হইছিল। ভোরবেলা হনুমান তিব্বত ন্যাশনাল পার্কে হাঁটতেছিল, সেইখানে দেখে সেই লেজ ছিঁড়া বাঘ। বান্দররে দেখে বাঘের হইল চক্ষুস্থির, কি সর্বনাশ এই দূর বিদেশেও বাঘখাউকা তার এজেন্ট পাঠায় দিছে বাঘের তালাশে। ভয়ে চোখমুখ সাদা কইরা বাঘ আবার দিল উত্তরদিকে দৌড়, ছুটতে ছুটতে গেল সুদূর সাইবিরিয়া। সেই থিকা সাইবিরিয়ান বাঘের গায়ের কালার সাদা হয়, এই দেখোঃ

..................................................................
#Banshibir.

উচ্ছলা এর ছবি

তোমার ব্যাখ্যা পাশ মার্ক পায় নাই। রয়েল বেঙ্গল টাইগার সাইবেরিয়ার সাদা রঙের বোরিং বাঘের সাথে 'হাসিখুশি' করেছিল বলে এদের ছানাপুনা এরকম 'মিক্সড' চেহারা পাইছে। সেদিন মিজৌরির ন্যাশনাল টাইগার স্যাংকচুয়ারির হ্যান্ডচম ভলান্টিয়ার ছেলেটা এটা বলেছে। (আমার সাথে সাদা-কালো ডোরাকাটা বাঘের ছবি আছে)

সত্যপীর এর ছবি

রয়েল বেঙ্গলের সাথে ইটিশপিটিশ করার মত সাদা বাঘ সাইবেরিয়ায় আইল কোথা থিকা? সাইবেরিয়ার পত্থম সাদা বাঘই আমাদের ডরপুক বাঘ।

হ্যান্ডচম ভলান্টিয়ারের ছবি নাই?

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

এইটা যে পইচ্চি এবং পড়ে দারুণ লাগছে সেটা বলতে ভুলে গেছিলাম

সত্যপীর এর ছবি

পাঁচ টেকা জরিমানা করলাম।

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

সত্যপীর এর ছবি

ঠিক আছে। টেকা দিয়া ঝালমুড়ি কিঞ্ছি, লন একটাঃ

..................................................................
#Banshibir.

রাত-প্রহরী এর ছবি

ঝালমুড়ি আর একটা আমারে দিবাইন? পুকেটে টেকা নাই কলাম।
রিমিক্স গপ্পে দারুণ সোয়াদ। ^:)^

অতিথি লেখক এর ছবি

এ ছাগল ইজ অলয়েজ অ্যা ছাগল ।
আর
ছাগল= ছাগু (বাঘুইয়েস)

নিকঃ আততায়ী

অতিথি লেখক এর ছবি

বড্ড হাসলাম...

তমাল  এর ছবি

আমরা পড়েছিলাম অন্যভাবে, "সিংহের ভাগিনা ভোম্বলদাস,হাতিমোষ মারিয়াছি শতেক পন্চাস"

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।