আসমান শুকোর মাহুত

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: শনি, ১৫/০৬/২০১৩ - ১২:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আব্বা তুমি নাকি হাতির খেলা দেখাও?

শিশু নাসিরুদ্দিনের কথায় একটু হাসে আজিম, হ দেখাই। এখন খা।

আলুভাজি রুটির দিকে তাকালোই না নাসিরুদ্দিন। মুগ্ধ চোখে পিতার মুখের দিকে তাকিয়ে বলল, আমারে নিয়া যাইবা আব্বা হাতির খেলায়? আমি তোমার মত হইতে চাই। আমারে খেল শিখাইবা?

পাশে বসা নাসিরুদ্দিনের মা একটু শিউরে উঠে ছেলেকে একহাতে জড়িয়ে বলে না না, হাতির খেল তোরে শিখতে হইব না। তুই লেখাপড়া কইরা কাছারিতে যাবি, দেখবি তোর কত সম্মান হইব।

কাছারিতে কি হাতি আছে আম্মা?

মৃদু হেসে আজিম খাওয়ায় মন দেয়। আলো ফুটেছে কিছুক্ষণ হয়, বের হতে হবে এখনই। নাসিরুদ্দিন বায়না ধরল তাকে হাতি দেখাতে হবে, কিন্তু আজকে বিচার আছে। গোলমালের মধ্যে নাসিরুদ্দিন হারিয়ে যাবে কি এদিকওদিক দৌড়াবে। ঝামেলা। তাকে বরং আজিজুলের বাড়ি পর্যন্ত নেওয়া যাক, পিলখানার ভিতরেই থাকে আজিজুল। পরে কাজ শেষে আবার তাকে নিয়ে ঘরে আসা যাবে।

মাথায় পাগড়ি বেঁধে ছেলেকে কাঁধে চড়িয়ে আজিম পিলখানার পথ ধরল। বেশী দূর নয় তার বাড়ি থেকে। নাসিরুদ্দিন প্রশ্ন করে আব্বা তুমি হাতি কই পাইছ? আজিম জবাব দেয়, এই হাতি বাংলা থেকে আসছেরে ব্যাটা। খুব তাগড়া হাতি। জঙ্গলে খেদায় ধরছে।

খেদায় কেমনে আব্বা? হাতি না বিশাল?

ছেলের বুদ্ধিতে হাসে আজিম, হ রে ব্যাটা। বিশালই। তয় বুদ্ধি কম। কাঠ দিয়া তিনদিক বেড়া দিয়া রাখে, তারপরে হাতির পাল আইলে পিছন থিকা ঢোলঢাক্কি বাজায়া অস্থির কইরা ফেলে। হাতির পাল ভয়ে পিছনের আওয়াজ থেকে পালানোর ধান্দায় সামনে গিয়া পড়ে সেই বেড়ার মাঝখানে আর অগোরে আটকায় ফেলায়।

ও বুজছি, নাসিরুদ্দিন মাথা নাড়ে। তারপর বলে, হাতি দিয়া তুমি কি খেল দেখাও আব্বা? উত্তর দিতে গিয়ে থেমে যায় মাহুত আজিমুদ্দিন। কি খেল দেখায় সে হাতি দিয়ে? কথা ঘুরানোর জন্য ছেলেকে বলে, ওই দেখ পিলখানা আইসা গেছি। ঐযে হাতি গোসল দিতেছে দেখসস?

চোখ বিস্ফোরিত করে নাসিরুদ্দিন দেখে চারটে হাতি প্রকাণ্ড শুঁড় দিয়ে একে অপরে গায়ে মহানন্দে পানি ছিটাচ্ছে পুকুরের পাড়ে। উত্তেজিত হয়ে সে বলে আব্বা তোমার হাতি কোনটা?

অবজ্ঞার হাসি হেসে আজিম বলে, এগুলি আমার হাতি না রে ব্যাটা। এগুলি তো ছুটো হাতি, ভার টানে। আমার হাতি খাসের ভিতর, চল তোরে নিতেছি।

খাস কি আব্বা?

খাসমহল হইল পিলখানার ভিতরে একটা জায়গা। ওইখানে হিন্দুস্তানের বাদশার হাতি রাখে, আমার হাতি বাদশার বহুত পিয়ারের হাতি। বাদশার নাম কি জানোস? আমাগো বাদশার নাম জাহাঙ্গীর।

জাহাঙ্গীর?

হ জাহাঙ্গীর। তার দাদার নাম আছিল তর নামে, নাসিরুদ্দিন। বাদশা নাসিরুদ্দিন মুহম্মদ হুমায়ুন।

শিশু নাসিরুদ্দিন খুশিতে ডগোমগো হয়ে বলে, বাদশা নাসিরুদ্দিন? বাদশা নাসিরুদ্দিন কই আব্বা? ওরে দেখতে নিয়া চল।

হো হো করে হেসে ওঠে আজিম ছেলের কথায়, ওই বাদশায় মইরা গেছেরে ব্যাটা। ওই বাদশায় মইরা গেছে। এক বাদশা না মরলে আরেক বাদশা আসার নিয়ম নাই।

খাসের ভিতর ঢুকে সোজা বাঁয়ে গেলেই তার হাতি বাঁধা। সেইখানে নিয়ে আজিম নাসিরুদ্দিনকে ঘাড় থেকে নামিয়ে বসল একটু। তারপর বলল, এইটা আমার হাতি। এর নাম আসমান শুকো। শুকো মানে হইল সম্মান। আসমানের সমান সম্মান তাই এই নাম। এ আর আরেক পালোয়ান হাতি ফতে গজ মিল্যা তিনশ ঘোড়ারে পিটাইছিল, বিরাট কামেল হাতি এইটা। বাদশা এক নামে চিনেন। আচ্ছা শুন, আব্বা এখন কামে যামু। তোরে আজিজুল চাচার ঘরে রাইখা আস্তেছি, তুই খ্যাল কামরানের লগে। আমি পরে আসতেছি।

ছেলেকে রেখে ফিরে এসে আজিম আসমান শুকোর ঘাড়ে চড়ে বসল। আজকের দিন উপলক্ষ্যে তাকে সাজানো হয়েছে সোনার ঝালর দেওয়া লাল চাদরে, দুই লম্বা দাঁতে পরানো হয়েছে সোনার খাপ। শুঁড়ে বিশেষ পরিধান। হাল্কা লাথি দিতেই ফোঁস ফোঁস শব্দে নিশ্বাস ফেলে মৃদুমন্দ পায়ে সে রওনা দিল দরবারের দিকে। আস্তে আস্তে ঘাড়ে চাপড় দিতে দিতে আজিম গাঢ় গলায় বলল, আসমান। আসমান।

দরবারে তখন লোকে লোকারণ্য। প্রশিক্ষিত হাতি আসমান শুকো নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়াতেই আস্তে আস্তে সবাই চুপ হয়ে গেল। দূর থেকে দেখা যাচ্ছিল সম্রাটের পাত্রে সুরা ঢেলে দিতে দিতে পাশের উজির কিছু একটা বলল, তারপর ডাইনে তাকিয়ে হাত দিয়ে ইশারা করল। দেখা গেল সেদিক দিয়ে শক্ত করে চেন দিয়ে বাঁধা এক লোককে পাকড়ে নিয়ে আসছে দুই তাগড়া সিপাই। স্থির দৃষ্টিতে সেদিক তাকিয়ে আজিম নিশ্বাস ফেলল অল্প। কালকে মতি বলছিল এই লোকের কথা, মতির দেশের বাড়ির রাজা এইটা। খাজনা দেয়নাই আড়াই বছর। তার এলাকায় নাকি বৃষ্টিবাদলা হয়নাই ঠিকমত, লোকে না খেয়ে মরছিল এমনিতেই। তবে মতির ধারণা এই রাজারও দোষ আছে, পিটিয়ে খাজনা আদায় করার বদলে নাকি প্রজার দুঃখে অল্পস্বল্প মাফ করে দিত এই লোক।

খাজনা কেলেঙ্কারি ছাড়াও আরো ঘটনা আছে সম্ভবত, আজিম ভাবে। যে মহারাজা সম্রাটের সাথে তিনমাস আগে যুদ্ধ করেছিল তার বউ এই রাজার বোন হয়, সেইজন্যও সম্রাটের মেজাজ বিলা হয়ে থাকতে পারে। কে জানে। রাজাগজার ব্যাপার।

বন্দীকে সামনে ফেলার পর আজিম তাকালো দরবারের দিকে। সম্রাটের আবছা নির্দেশে একজন তার দিকে তাকিয়ে হাত ঘুরিয়ে ইশারা দিল। দীর্ঘশ্বাস ফেলল আজিম সেই ইশারা দেখে, বেচারা রাজা। আরামে মরতেও পারল না। সে ডানহাতের লাঠি উঁচিয়ে বিশেষ ইশারা করতেই আসমান শুকো মাথা ঝুঁকিয়ে শুঁড় দিয়ে পেঁচিয়ে ধরল লোকটাকে। ব্যথায় আর্তনাদ করে উঠল বন্দী।

শক্ত করে পেঁচিয়ে ধরা হয়নি, সেভাবেই প্রশিক্ষণ দেয়া। বন্দীর আর্তনাদের কারন শুঁড়ে লাগানো বিশেষ পরিধান। পাতলা লোহার তৈরি এই পরিধানে সূক্ষ্মভাবে লাগান আছে অসংখ্য ছোট চোখা লোহার পেরেক আর ব্লেড। পেঁচানো অবস্থায় বন্দীর শরীর কেটেকুটে একাকার করার জন্য এই ব্যবস্থা। নিয়মমাফিক তিনবার পেঁচিয়ে চাপ দিয়ে চতুর্থবার শক্ত চাপ দিয়ে আসমান শুকো পেছনের দুই পায়ে ভর দিয়ে আধা দাঁড়িয়ে জোরে আওয়াজ দিল, সেই আওয়াজে ঢাকা পড়ল বন্দীর আর্তনাদ আর জনতার উল্লাস।

তারপর রক্তাক্ত শরীরটাকে মাটিতে ধপ করে ফেলে সোজা হয়ে দাঁড়াল আসমান শুকো। আজিম তাকাল দরবারের দিকে পরবর্তী নির্দেশের জন্য, দুই সিপাই দৌড়ে এসে বন্দীর পায়ের চেনে শক্ত দড়ি বাঁধা শুরু করল। জনতা বুঝে গেল পরের খেলা কি, তারা পিছিয়ে জায়গা করে দিল। হাতির পেছনের পায়ে বেঁধে দেয়া হল বন্দীর পায়ের দড়ির অপর প্রান্ত, মাহুতের ইশারায় ঘুরে ঘুরে দৌড় শুরু করল হাতি। বন্দীকে টেনে ছেঁচড়ে ঘুরানো হল সাত-আট পাক, জনতার কাছে হাতি আসলেই প্রতিবার তাদের আনন্দধ্বনিতে কান পাতা দায়। দাঁত বের করে হেসে বাদশা জাহাঙ্গীর আরেক পাত্তর মদ নিয়ে মদের জালা হাতে দাঁড়ানো দাসীর বুকটা টিপে দিলেন একটু।

হাতির দৌড় থামল যখন তখন বন্দীর আওয়াজ করার শক্তিও ফুরিয়ে গিয়েছে। মরে গেছে কিনা পরীক্ষা করে দেখল এক সিপাই, তারপর ইশারা দিল বন্দী জীবিত। মাহুতের ইশারায় হাতি আসমান শুকো জায়গামতো আসল, তারপর প্রবল শব্দ করতে করতে পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়াল। জনতা হাততালি দিয়ে চিৎকার করে উৎসাহ দিতে থাকল, সেই প্রবল শব্দে আধমরা বন্দী চোখ মেলে দেখল হাতির বাম পা নেমে আসছে তার মাথা বরাবর।

হাতির পিঠে থাকা মাহুত আজিমুদ্দিন এত আওয়াজ ছাপিয়েও পরিষ্কার শুনতে পেল মাথার খুলি ফাটার শব্দ।


মন্তব্য

মেঘা এর ছবি

এতো নির্মম লেখা!!‍!

পাঁচ তারা দাগালাম এতো মন খারাপ করিয়ে দিতেও যোগ্যতা লাগে যে পীরবাবা মন খারাপ

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

সত্যপীর এর ছবি

হুঁ হুঁ বাবা। পড়েছ মোগলের হাতে।

..................................................................
#Banshibir.

ROWSHON ARA JAHAN এর ছবি

খুব ভালো লাগলো।

সত্যপীর এর ছবি

অনেক ধন্যবাদ রওশন আরা জাহান।

..................................................................
#Banshibir.

সাম্য এর ছবি

বীভৎস!

--------------------------------
বানান ভুল থাকলে ধরিয়ে দিন!

সত্যপীর এর ছবি

ঠিক।

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

মন খারাপ
শুকো

সত্যপীর এর ছবি

শুকো

জটিল কমেন্ট চলুক

..................................................................
#Banshibir.

খেকশিয়াল এর ছবি

নির্মম গল্প মন খারাপ

বেশ ভাল লিখেছেন, লেখা -গুড়- হয়েছে খান হাসি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

চরম উদাস এর ছবি

ভয়ংকর ইয়ে, মানে...

সত্যপীর এর ছবি

ডরাইলেন?

..................................................................
#Banshibir.

মেহবুবা জুবায়ের এর ছবি

এতো তাড়াতাড়ি শেষ! বেশ পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম নিয়ে বসেছিলাম। বুঝলাম না এটা গল্পের শুরু না শেষ চিন্তিত পরের পর্ব চাই।

সত্যপীর এর ছবি

আগে পরে পর্ব নাই। খতম হাসি

..................................................................
#Banshibir.

আলতাইর এর ছবি

বস গদ্য, এজ ইউজুয়াল। আইচ্ছা এইটা কোন জাহাঙ্গীর?? সারাদিন পাগলাপানি লয়া পইরা থাকতো অইটা??

সত্যপীর এর ছবি

নিচ্চয় সেই জাহাঙ্গীর। জাহাঙ্গীর একটাই।

..................................................................
#Banshibir.

আলতাইর এর ছবি

সৈয়দ মুজতবা আলী'র কোন একটা বইতে তো তারে এক্কেরে সার্ফ এক্সেল দিয়া ধুয়া দিছিলো। নামটা মনে পড়তাছে না ইয়ে, মানে...

সত্যপীর এর ছবি

ধোয়াই দরকার।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

মানুষের নির্মমতার কোন সীমা হয় না!
সবার কাছে সব দাবী করা যায় না, কিন্তু যোগ্য লোকের কাছে না করাটা ঠিক নয়। তাই বলছি - সমগ্র গল্পের প্রেক্ষিতে মাহুতের ভাবনা-প্রতিক্রিয়া আরো বেশী আশা করেছিলাম - সে যে শিরোণাম!

সত্যপীর এর ছবি

চমৎকার পয়েন্ট। দেখুন আমি একজন দুর্বল গল্পকার, আমি অণুগল্প লিখি কারণ বড়গল্প লেখার ক্ষমতা আমার নাই। এই গল্প লেখার আগে আমার কিছু হোমওয়ার্ক করা ছিল, সেখানে আপনার মতই আমি ভেবেছিলাম মাহুতের পয়েন্ট অফ ভিউ বেশী থাকবে, এমনকি অল্প হাতির পয়েন্ট অফ ভিউ ও ছিল। গল্প লেখার সময় সে অংশ বাদ দিতে হয় কারন সব সহ গল্পটা দাঁড়াচ্ছিল না। দুঃখিত। একদিন লিখে ফাটিয়ে ফেলব ঠিক হাসি

..................................................................
#Banshibir.

কৌস্তুভ এর ছবি

হ্যাঁ, এইটা একটু ন্যারেশন বেশি হয়ে গেছে, মাহুতের মনের কথা/ব্যাপারস্যাপার/কাজকর্ম কম।

সত্যপীর এর ছবি

কথা সত্য।

..................................................................
#Banshibir.

শিশিরকণা এর ছবি

মন খারাপ

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

সত্যপীর এর ছবি

হ।

..................................................................
#Banshibir.

অতিথি লেখক এর ছবি

ভালো লাগতো আরো যদি এটা শুধুই গল্প হত। মন খারাপ
-নিশিতা

সত্যপীর এর ছবি

হ্যাঁ। শুধুই গল্প নয়।

..................................................................
#Banshibir.

রিক্তা এর ছবি

গল্পটা ভালো হয়েছে। আপনার গল্পের মান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

পোস্ট করার সময় ২:০৫অপরাহ্ন অ্যাঁ যা বুঝলাম আমি খালি অফিসে মন দিয়া কাজ করি খাইছে

--------------------------------
হে প্রগাঢ় পিতামহী, আজো চমৎকার?
আমিও তোমার মত বুড়ো হব – বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনোজলে পার
আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার ।

সত্যপীর এর ছবি

ভুলভাল টাইম দেয় বুঝছো। মুর্শেদ ভাইরে ঠিক করতে কও গিয়া ইয়ে, মানে...

..................................................................
#Banshibir.

অনার্য সঙ্গীত এর ছবি

দুনিয়ায় কি কোনো মানব প্রজাতির রাজা ছিলো? মোঘলেরাতো সবই ইতর পর্যায়ের ছিলো!

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

সত্যপীর এর ছবি

কড়া ইতর একেকটা।

..................................................................
#Banshibir.

স্পর্শ এর ছবি

চলুক


ইচ্ছার আগুনে জ্বলছি...

সত্যপীর এর ছবি

ধন্যবাদ।

..................................................................
#Banshibir.

তারেক অণু এর ছবি

আজকেই মনে মনে ভাবছিলাম আপনারে মেসেজ দিব- লেখা কুতায় বলে! বাড়ী এসে দেখি হাতি দিয়ে খুলি ফাটিয়ে দিয়েছেন !

সত্যপীর এর ছবি

আমি খুলি ফাটাইলাম কই, সব দোষ জাহাঙ্গীরের।

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

মন খারাপ

সত্যপীর এর ছবি

হ।

..................................................................
#Banshibir.

উজানগাঁ এর ছবি

আপনার মোঘলপ্রীতিতো ভয়াবহ! চোখ টিপি

এই টাইপ গল্পের ক্যানভাস একটু বড় হইলে খারাপ লাগবে না।

সত্যপীর এর ছবি

মোগল আমার ভালোবাসা। ওয়ান ট্রু লাব। হেরেম নিয়া লেখার ধান্দা করতেসি, ঐটা পারলে একটু বড় করব।

..................................................................
#Banshibir.

আসিফ হাসান এর ছবি

অনেকদিন পর আপনার লেখায় কমেন্ট করতে এলাম পীর ব্রাদার। গল্পটা বেশ ভাল লেগেছে কিন্তু খুব খটকা লাগলো একটা বিষয়ে। যতদুর জানি আসমান শুকো বাদশাহ আকবরের হাতি, জাহাঙ্গীরের না। গল্পে বাদশাহের বাবার নাম বলা হচ্ছে হুমায়ুন কিন্তু হুমায়ুন জাহাঙ্গীরের বাবা নয়, আকবরের বাবা মানে জাহাঙ্গীরের দাদা ছিলেন। ভুলটা যদি শুধু নামে হতো তাহলে সমস্যা ছিলোনা, সমস্যা হল বাদশাহের মদ্যপ লুচ্চামীটা আবার জাহাঙ্গীরের ট্রেডমার্ক। খুবই কনফিউজড হয়ে গেলাম। চিন্তিত

আসিফ হাসান এর ছবি

থুক্কু। আপনি দাদার নাম হুমায়ুন লিখেছেন। আমারই ভূল। হাতি জাহাঙ্গীরের উত্তরাধিকার সূত্রে পাওয়া ছিল কি? যদি তাই হয় তাহলে উত্তরাধিকার সূ্ত্রে পাওয়া পাপের "হাতি"য়ার হয়ে গেল কিন্তু! দেঁতো হাসি

সত্যপীর এর ছবি

পাপের "হাতি"য়ার হাহাহাহাহা. নাহ আসমান শুকো জাহাঙ্গীরের আমলেও বেঁচে ছিল এইরকম আমি পড়িনাই, এমনেই নামটা ধার করসি. বেশ জবরদস্ত নাম.

..................................................................
#Banshibir.

সত্যপীর এর ছবি

আসমান শুকো আর ফতে গজ দুইটাই আকবরের হাতি, আপনার পর্যবেক্ষণ সঠিক. এরা এক্সিকিউশন এলিফেন্ট ও ছিলনা, এরা ছিল যুদ্ধের হাতি. গল্পের হাতির জন্য একটা যুতসই নাম দরকার ছিল তাই হাসি

গল্পে বাদশার দাদা নাসিরুদ্দিন হুমায়ুন এটাই বলা আছে কিন্তু.

..................................................................
#Banshibir.

ইয়াসির আরাফাত এর ছবি

গল্প অল্পে শেষ হয়ে গেলে যুত পাই না, বিশেষ করে আপনি এবং আরও কয়েকজন প্রিয় লেখকের। ফাঁকি মারছেন মিয়া ওঁয়া ওঁয়া

কিন্তু প্লট চমৎকার। ভাল্লাগছে বলার ইচ্ছা থাকলেও বলতে পারতেছি না, এমনই ঘটনা মন খারাপ

সত্যপীর এর ছবি

অণুগল্প বেশী লাম্বা করলে পাবলিক দিব মাইর। ছোটই ভাল।

..................................................................
#Banshibir.

ধুসর গোধূলি এর ছবি

আপনে মুঘলে আযমদের নিয়ে রিমিক্স গল্প লিখেন পীর বাহাদুর। মজার সব নুনচুনআমেরকষ দিয়ে। ইতিহাসের গল্পের বীভৎসতা আর রিমিক্স গল্পের রসিকতায় কাটাকাটি। তারপর হাতে পেন্সিল রেখে বসে বসে দুষ্টু চিন্তা করি আমরা কোমলমতি পাঠকেরা।

সত্যপীর এর ছবি

হেরেম নিয়ে দুষ্টগল্প লেখার ধান্দায় আছি।

..................................................................
#Banshibir.

আলতাইর এর ছবি

পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম ওয়েটাইলাম......

কিষান এর ছবি

ডরাইছি বস মন খারাপ

সত্যপীর এর ছবি

আমিও।

..................................................................
#Banshibir.

তুলিরেখা এর ছবি

ভালো ভালো হাতিগুলোকে বন থেকে ফাঁদ পেতে ধরে এনে ট্রেনিং দিয়ে খুনী বানাতো! মানুষ কী সাংঘাতিক বান্দর !!!!

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

সত্যপীর এর ছবি

মানুষ প্রকৃত সাংঘাতিক বান্দর।

..................................................................
#Banshibir.

eva এর ছবি

এমা!!! কি ভয়ানক!
ভাই আপনার একটুও খারাপ লাগেনি এমন লিখতে? স্পেশালি মাথাটা গুড়িয়ে দেয়ার কথাটা। আর একটা কথা না বলে পারলাম না তা হলো খারাপ মানুষের কর্মকান্ডের বর্ননা লিখতে লিখতে মানুষ কেমন যেন এক ধরনের মাদকতায় ভোগে আর টা থেকে খারাপ কর্মকান্ডের বর্ননা চুরান্তে যায় যেমন আপনি লিখেছেন পাশে দাঁড়িয়ে থাকা দাসীর সঙ্গে সম্রাট কি করেছে , কি জঘন্য ! যাই হোক আপনার লেখা সার্থক। এমন রিএকশান এ হয়তো কাম্য এই লেখার।

সত্যপীর এর ছবি

বকা দিলেন ভাই?

..................................................................
#Banshibir.

eva এর ছবি

না রে ভাই বকা দেব কেন? আপনি একজন সার্থক লেখক তাই বলেছি।

রানা মেহের এর ছবি

গল্পটা কষ্টের, কিন্তু খুব ভাল লাগলোনা।
মোঘল আমলের গল্প হলে মোঘল মোঘল আমেজ পেতে ভাল লাগে, এখানে পাইনি।
আর কিছু আঞ্চলিক আর প্রমিত ভাষার মিশ্রন আছে, পড়তে চোখে ধরে।

হাতির পাল ভয়ে পিছনের আওয়াজ থেকে পালানোর ধান্দায় সামনে গিয়া পড়ে সেই বেড়ার মাঝখানে আর অগোরে আটকায় ফেলায়।

মাঝখানে > মইধ্যে
(কি আর কী দুটো আলাদা বানান আলাদা অর্থ বহন করে)

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সত্যপীর এর ছবি

গল্পে কী আদৌ ব্যবহৃত হয়নাই দেখলাম, দুঃখিত। কয়েকটা জায়গায় দরকার ছিল ঠিকই। পরেরবার খেয়াল রাখব।

মাঝখানে শব্দটা রেখে দিচ্ছি, আমি উচ্চারন করছি মাzখানে (মাjhখানে নয়), আমার মনে হচ্ছে ঠিকই আছে।

..................................................................
#Banshibir.

রাত-প্রহরী এর ছবি

ভালো ভালো ভালো। শুধু খুলি ফাটার শব্দটা কানে বাজছে। মন খারাপ

সত্যপীর এর ছবি

মন খারাপ

..................................................................
#Banshibir.

কল্যাণ এর ছবি

শুকো

_______________
আমার নামের মধ্যে ১৩

সত্যপীর এর ছবি

চাল্লু

..................................................................
#Banshibir.

কল্যাণ এর ছবি

আমি কিন্তু প্রথমে এই শুকোর কে শূকর ভাবছিলাম। চিন্তায় ছিলাম যে পীরদাদা টাইটেলে গালাগালি শুরু কর্লো কেনু, আরো ভাবতেছিলাম যে আপনার কত বুদ্ধি, কেমন কায়দা করে বানানটা আবার পরিবর্তন করে নিছে। পীরদাদা আপনি অদ্ভুদ।

_______________
আমার নামের মধ্যে ১৩

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।