আঁকটোবর ২০২২- প্রথম সপ্তাহ - ২

সত্যপীর এর ছবি
লিখেছেন সত্যপীর (তারিখ: বুধ, ০৫/১০/২০২২ - ৭:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ছবি আঁকতে পারিনা নাইলে নিজেই এঁকে উল্টায় ফেলতাম। সুতরাং প্ল্যান বি - নয় বছরের মেয়েটাকে বললাম তার প্রিয় চরিত্রের একটা ছবি এঁকে দিতে।

এই নেনঃ


মন্তব্য

হিমু এর ছবি

অনেক মাথা চুলকেও পারলাম না। I yield. That's a very nice picture she DREW.

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

সজীব ওসমান এর ছবি

ডিটেকটিভ মেদিগাছ নাকি জিজ্ঞেস করেন তো ওকে। আঁকা বেশ হয়েছে।

সত্যপীর এর ছবি

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

গুরু গুরু

সত্যপীর এর ছবি

ও আল্লা আপনে কুথায় ছিলেন এতোদিন? লম্বর দিয়েন আলাপ হবিনে।

..................................................................
#Banshibir.

নীড় সন্ধানী এর ছবি

ডিটেকটিভ শার্লি হোমস? হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

সত্যপীর এর ছবি

এক্কেরে দশে শুন্য হাহা!

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

পেনসিল আর সর্বকর্মার 'গুপ্তচর সিঁধেল'-কে মনে আছে? হাসি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সত্যপীর এর ছবি

কইতারিনা। গেম খেলছিলাম আপা বিষয়ক তাও কুড়ি বছর আগের কথা।

আছেন কিরাম? এইবার ঢাকায় আপনের খোঁজ দিছিলাম কিন্তু আপনে ফোরোফোর নট ফাউন্ড।

..................................................................
#Banshibir.

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সাক্ষী তখন মাননীয় মন্ত্রী মহোদয়কে আপ্যায়নে বেস্ত ছিলেন। আপনি পীর মানুষ, মন্ত্রী মিনিস্টার তো আর না।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সত্যপীর এর ছবি

হো হো হো

..................................................................
#Banshibir.

সাক্ষী সত্যানন্দ এর ছবি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সিঁদেল মেয়ে নয়, যদিও সে পুতুলের দোকানে লাল হুডপরা মেয়েটার পোশাক পরেছিল। সে যখন আতস কাচ নিয়ে তক্কে তক্কে থাকত তখন পুরুষের পোশাকেই ছিল।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

এখানে দুটোরই যুগলবন্দী দেখতে পাচ্ছি! পাশে কেলেছোপ থাকলেই ষোলোকলা পূর্ণ হত।

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।