ঘটনাঃ বাকিংহাম রাজ প্রাসাদে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের জন্যে রানি এলিজাবেথ নৈশভোজের আয়োজন করেছেন। (বুশের বিলেত সফরের সময়)
সংবাদ পত্রের বিশেষ সংবাদঃ নৈশভোজের কারনে রানী তার অত্যন্ত প্রিয় ৩০ বছর ধরে চলতে থাকা ডেইলি সোপ মিস করেছেন (তাই রাজ কর্মচারীরা এটা ড়েকর্ড করে রেখেছেন।
যে বিশেষ খবর আসেনিঃ লন্ডন শহরের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে ক্ষমতাবান মেয়র কেন্ লিভিংষ্টোন অন্যতম বিশিষ্ট অতিথি হয়েও নৈশভোজে যোগ দেন নি!!!
পুনশ্চঃ কেন্ লিভিংষ্টোন দাওয়াতে না যাওয়ার পিছনে একটি মাত্র কারন, তার নিজের ভাষায় ‘‘নৈশভোজে গেলে প্রেসিডেন্ট বুশের সাথে হ্যান্ডশেইক করতে হবে, জনপ্রতিনিধি হয়ে আমি একজন খুনির সাথে হাত মেলাতে পারিনা’’
রাজনিতি বাদ, সালাম কেন্ এই সৎ সাহসের জন্যে!!!
মন্তব্য
আমি অত বুঝিনা আমার কেন্কে অসম্ভব ভালো লাগে! হয়তো রাজনীতিতে এই ব্যাপারটাও তাকে মাইনরিটির ভোট পেতে সাহায্য করবে কিন্তু তবুও কেন্ রে পেন্নাম!
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
নতুন মন্তব্য করুন