আজ সর্ব শেষ্ঠ ভ্যালেন্টাইন’স ডে

মির্জা এর ছবি
লিখেছেন মির্জা (তারিখ: বিষ্যুদ, ১৪/০২/২০০৮ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

জানি না খবরটা কে দিয়েছে মা’কে। আমি অপুর মায়ের কথা বলছি।

অপুর ইউনির্ভাসিটির ছাত্র-ছাত্রী আর বন্ধুরা মিলে কাল রাতে একটা অলৌকিক ঘটনা ঘটিয়ে দিল! তাদের এবং মূলত বিলেতের বাঙ্গালিদের চেষ্টায় তিন ঘন্টা সময়ের মধ্যে তারা অপুর জন্যে £20000 তুলে ফেলছে !

চারজন গেষ্ট এসেছিলেন যথাক্রমে ৭ ও ৮ ঘন্টার ড্রাইভ মেনে নিয়ে-ওনাদেরকে নিয়ে এসেছে অপুরই এক বন্ধু! (আমি ইচ্ছে করেই এখানে কারো নাম উল্লেখ করতে চাইছিনা)
দুইজন ব্যাবসায়ি সুস্থ্য হয়ে গেলে বিলেতে আসার জন্যে/চিকিতসার জন্যে/ LIVE appeal করার জন্যে দুটি রিটার্ন টিকেটের কমিটমেন্ট করেছেন কয়েক সেকেন্ডের মধ্যে!!!

যে ছেলের জন্যে এত ভালবাসা সে অসুত্থ থাকে কি করে?

অপুর মা আজ যে ভালবাসায় অপুর বন্ধুদের কথা ভাবছেন-তাদের জন্যে দোয়া করছেন- সেই ভালবাসা কি পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা নয়?

বন্ধুদের তরফ থেকে অপুর জন্যে ভ্যালেন্টাইন’স ডে-তে আজ সর্বশ্রেষ্ঠ উপহার!

পুঃনশ্চঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী এবং অপুর বন্ধুদেরকে আমার সশ্রদ্ধ ভালবাসা!


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

মঙ্গল হোক।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

আশাকরি অপু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তার এবং আপনাদের সবার মংগল হোক।

-জাহিদ হোসেন (নির্বাসিত)
_______________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

আরিফ জেবতিক এর ছবি

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

দুর্দান্ত এক দৃষ্টান্তমূলক ঘটনা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতিথি লেখক এর ছবি

অসাধারণ এই ঘটনাই যেন আমাদের সমাজে সাধারণ এবং স্বাভাবিক হয়ে উঠে, সেই কামনায়।

----------------
মুহাম্মদ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খুব দ্রুত ভালো হয়ে উঠুক অপু।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।