খুব ব্যাস্ত!

মির্জা এর ছবি
লিখেছেন মির্জা (তারিখ: শনি, ২৮/০৬/২০০৮ - ৫:৩১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজকাল একটু অবসর পেলেই আমার অলসতা এত ব্যাস্ত হয়ে পরে যে কোনভাবেই সচল হতে পারছিনা!

.........যারা দৈব চক্রে বা ভাগ্যচক্রে আগামি রোব বার (২৯/০৬/) লন্ডনে থাকবেন দুপুরবেলা (১টায়) কলাপাতায় চলে আসতে পারেন। দেশ থেকে আসা বন্দি আরিফ জেবতিক সদ্য মুক্তি পেয়ে সেখানে থাকবে কথা দিয়েছে......

দেখা হবে......।


মন্তব্য

সুবিনয় মুস্তফী এর ছবি

তাহলে দুপুরেই ফাইনাল? ধ্রুব আর নিঝুম বলছিলো ওদের জন্যে রাতে ভালো... আমার জন্যে দুটাই সই।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

ধ্রুব হাসান এর ছবি

আমি ৩টায় আসতে পারবো, এর আগে না। যদি আপনারা ততক্ষন থাকেন দেখা হবে। আর না থাকলে কপালে নাই আড্ডা মারা। কিন্তু আশা করি আপনাদের সময় ভালোই কাটবে। চিয়ারস্‌!

আরিফ জেবতিক এর ছবি

-একটা ফোন দিয়েন , সময় মিস হলেও আশেপাশেই থাকব ।

মক্কার মানুষ হিসেবে হজ্ব পাব না , তা তো হয় না ।

----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

ধ্রুব হাসান এর ছবি

আপনার ফোন কি ঠিক আছে? আমি ফোন দিয়েছিলাম কিন্তু! কোন অসুবিধে নেই দাদা, আমি চেষ্টা করবো আগে ভাগে কাজ শেষ করতে। তবে দেখা হবে নিশ্চয়।
Welcome to London

মুশফিকা মুমু এর ছবি

গেট টুগেদারের ছবি দিয়েন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

ইশতিয়াক রউফ এর ছবি

সবাই মিলে আমাকে একটা টিকেটের টাকা পাঠায় দেন কালকের মধ্যে। আমি একদম ভোরেই এসে হাজির থাকবো। নইলে কিন্তু এই যে ছুড়লাম সোনার আপেল!

রেনেট এর ছবি

আমেরিকার জনগণ এক হও!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ইশতিয়াক রউফ এর ছবি

...রেনেট ভাই দাওয়াত (এবং গ্যাসের ভর্তুকি) দাও!

রেনেট এর ছবি

লুইজিয়ানার জনগণ এক হও!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

আরিফ জেবতিক এর ছবি

আলহামদুলিল্লাহ । আশা করছি আজ রাতেই বার্মিংহাম থেকে রওনা দেব ।
আড্ডায় সচল-সামহোয়্যার-আমারব্লগ সহ আরো অনেক ব্লগারের সাথে দেখা হবে ভাবতেই উত্তেজনা বোধ করছি ।

-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।

ধ্রুব হাসান এর ছবি

@আমাদের বোদ্ধা ও গুনি সচল হাসান মোরশেদ ভাই আপনি কি কাল আসছেন লন্ডনের বাংলা ব্লগার মেলাই? জানি অনেক দূরে থাকেন, তবুও যদি সম্ভব হয় চলে আসুন।

হাসান মোরশেদ এর ছবি

লন্ডন যে বড় দূরের যাত্রা ভাই ।
দেখা হয়ে যাবে কোনদিন নাগরিকগনের সাথে ।

জমিয়ে আড্ডা দিন এবার
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।