জহিরুল সিদ্দিকী এর ব্লগ

শাহজালাল বিশ্ববিদ্যালয় - বন্ধুত্বের দিনগুলো : পর্ব ৩

জহিরুল সিদ্দিকী এর ছবি
লিখেছেন জহিরুল সিদ্দিকী [অতিথি] (তারিখ: বুধ, ০৩/১২/২০০৮ - ৭:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(আগের পর্বগুলো: শাহজালাল বিশ্ববিদ্যালয়-বন্ধুত্বের দিনগুলো:পর্ব ১/বন্ধুত্বের দিনগুলো:পর্ব ২)

এক
কিছু কিছু জিনিশ আছে বারবার দেখার পরেও দেখার সাধ পূরণ হয় না। নাম শুনলেই কেমন জানি একটা মন-উতালপাতাল ভাব শুরু হয়। নস্টালজিয়ায় ঘিরে ধরে। আবার দেখতে ইচ্ছে হয়। চাবাগানের সৌন্দর্য্য কারণে-অকারণে আমাকে বারবার টানে। মুগ্ধ করে। আনন্দ দেয়। আন্দোলিত করে। এই সখ্যতা আমার অনেক ছোটবেলা থেকেই। ...