সম-অসম

Sohel Lehos এর ছবি
লিখেছেন Sohel Lehos [অতিথি] (তারিখ: বুধ, ০৭/০৩/২০১৮ - ১০:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কাঁচা-মিঠা আমের ডালে তারা দোল খাচ্ছিল।

-কাজটা কি ঠিক হলো?

-হ্যাঁ। তোমার কি এখন আফসোস হচ্ছে?

-না, আফসোস না। মানে...

-শোন, তুমি আমাকে ভালবাস?

-এখন জিজ্ঞাস করছো এ কথা? তুমি জানো না?

-জানি। আমিও তোমাকে ভালবাসি। এর উপরে আর কিছু হতে পারে না।

ভোরের আলো ফুটেছে। কাঁচা-মিঠা আমের ডালে পা দুলিয়ে তারা দোল খাচ্ছিল।

-জান আমার...

-বলো।

-মানুষ এত নিষ্ঠুর কেন?

-জানিনাতো।

প্রথমে এলো মন্ডল বাড়িল কামলা তাঁরা মিয়া। তার কাঁধে লাঙ্গল। সাথে গরু। তারপর এল ওই পাড়ার খলিল। হাতে এলুমিনিয়ামের জগে দুধ। এরপর ধীরে ধীরে এলেন ইমাম সাহেব। একদল ল্যাংটা ছেলেপেলে। গ্রামের মানুষ।

বেলা গড়িয়ে দুপুর হল। কাঁচা-মিঠা আমের ডালে তখনও পা দুলিয়ে তারা দোল খাচ্ছিল।

পোশাক পরা কিছু লোক এল তারও পরে। তাদের ভেতর যার চোখ রোদ চশমায় ঢাকা- হুঙ্কার দিয়ে জিজ্ঞাস করলেন,"ঘটনা কি?"

মাথা নীচু করে ইমাম সাহেব বললেন,"শরমের কথা কি আর বলব ওসি সাব। কেয়ামতের বেশি দেরি নাই।"

কঠিন আলিঙ্গনে জড়িয়ে থাকা সামাদ আর মজিবর কাঁচা-মিঠা আমের ডাল থেকে দুটো আলাদা দড়ি থেকে ঝুলছিল।


মন্তব্য

লীন এর ছবি

মানুষ আসলেই খুব নিষ্ঠুর মন খারাপ

Sohel Lehos এর ছবি

মন খারাপ

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক এর ছবি

আপনার দুর্বলতম লেখা এটি

----মোখলেস হোসেন

Sohel Lehos এর ছবি

আসুন দুর্বল দিকগুলো নিয়ে একটু আলোচনা করি

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক এর ছবি

মন্তব্যটি ভুল লেখার নিচে চলে গিয়েছে সোহেল লেহস। আজকে বেশ কিছু লেখা পড়লাম কিনা। অতিথিদের মন্তব্য প্রকাশিত না হওয়া পর্যন্ত কিছু করার নেই। গল্প কেমন লাগলো! ভালো। চমকে দেবার বিষয়টা নিয়ে নতুন করে কিছু বলবার নেই। আপাতত এটিই আপনি। একটা জায়গায় পড়ার গতি আটকে গিয়েছে- 'এর উর্দ্ধে কিছু হতে পারে না' এখানে ঊর্ধ্বে শব্দটি আপনার ভাষা শৈলীর সাথে যায়নি বলেই আমার ধারণা।

---মোখলেস হোসেন

Sohel Lehos এর ছবি

বুঝতে পারলাম। 'ঊর্ধ্বে' শব্দটার ব্যাপারে আপনার সাথে একমত। বদলে দিলাম। অনেক ধন্যবাদ হাসি

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক এর ছবি

নাহ। আসলেই। আপনি টুইস্ট দিতেই হবে - একেবারে শপথ নিয়ে রেখেছেন। এবার তো ভীষণ রকম স্পর্শকাতর এক বিষয় এমন সোজাসাপটা ভাষায় লিখে ফেললেন যে কি আর বলবো। দারুন হয়েছে।

Sohel Lehos এর ছবি

আসলে এই লেখাগুলো একই সময়ে লেখা। এগুলোর সবগুলোর শেষেই ট্যুইস্ট আছে। গল্পের শুরুতে অনেকেই হয়তো মনে করবে প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে কিন্তু সেই প্রেমিক প্রেমিকা যে সমকামী এটা তারা কল্পনাও করবে না। এটাই ধাক্কা। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো

______________________________________
পথই আমার পথের আড়াল

Sohel Lehos এর ছবি

ধন্যবাদ!

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

সত্যপীর এর ছবি

শিরোনামও ভালো হৈছে চলুক

..................................................................
#Banshibir.

Sohel Lehos এর ছবি

ধন্যবাদ!

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

অতিথি লেখক এর ছবি

সমস্যাটা কই বুঝতেছি না। আমার সমস্যা নাকি আমার মানসিকতার ? আপনার লেখা দেখলেই পড়তে ইচ্ছে করে। জানি শেষে টুইস্ট থাকবে, তারপরও । সমস্যা হচ্ছে টুইস্ট টা বুঝার পর সারাদিন খালি একটাই প্রশ্ন থাকে "কেন হইল?" এই প্রশ্ন মেলা রাততরি ঘুমাইতে দেয় না। ভাই আর এমন টুইস্ট দিয়েন না। আপনার "ভর দুপুরের অনুভূতি" পড়ার পর মনে হইল এটা এমন হইল ক্যান? হতো কোন্দিন চোখ খুলে দেখি নাই! আর ভাই আপনি যুবা ট্যাগ টা দিয়েন না ঐটা দেখলে আরো বেশি করে পড়তে মন চায়। তাছাড়া এই গল্পে আমার চোখে কোন "১৮ প্লাস" বিষয় ধরা পরে নাই। তাই এখানে কি "যুবা" ট্যাগ দেওয়া যায়?
-বৃদ্ধ কিশোর
======================
"মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা
মনে বন্ধু বড়ো আশা।
যাও পাখি যারে উড়ে
তারে কয়ো আমার হয়ে
চোখ জ্বলে যায় দেখব তারে
মন চলে যায় অদূর দূরে
যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে
সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে।"
=====================

Sohel Lehos এর ছবি

যুবা ট্যাগ দিলে আরো বেশি পড়তে মন চায়? বলেন কি! তাহলেতো সব লেখাতেই যুবা ট্যাগ দিতে হবে। এটা একট স্পর্শকাতর বিষয় তাই যুবা ট্যাগ দিয়েছিলাম। সামনের গল্পে ট্যুইস্ট থাকবে না। একটু বিরতি দিব। পাঠ প্রতিক্রিয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ হাসি

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

সোহেল ইমাম এর ছবি

মোখলেস ভাই আর আপনি গাছ-দড়ি নিয়ে কি ভয়ঙ্কর ব্যাপার শুরু করলেন। ভালো লাগলো লেখাটা। চলুক

---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।

Sohel Lehos এর ছবি

গল্প ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগল। ধন্যবাদ!

সোহেল লেহস
-------------------------------------------------------
এইটা কি লেখলেন ভাই! গল্পের ট্যুইস্ট দেইখা পেটে কেমন জানি একটু মোচড় দিল হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।