শহীদ আসাদ - আর্কাইভ থেকে

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: রবি, ২০/০১/২০০৮ - ১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

নিহত ছাত্রনেতা আসাদের লাশ (২০শে জানুয়ারী, ১৯৬৯)

নিউইয়র্ক টাইমসে আসাদকে নিয়ে প্রকাশিত সংবাদনিউইয়র্ক টাইমসে আসাদকে নিয়ে প্রকাশিত সংবাদ

ওয়াশিংটন পোস্টে আসাদকে নিয়ে প্রকাশিত সংবাদ


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

দারুণ কাজ। জালাল ভাই তো এই জন্যেই জালাল ভাই।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

নজমুল আলবাব এর ছবি
হাসান মোরশেদ এর ছবি

কৃতজ্ঞতা জালাল ভাই
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

বিপ্লব রহমান এর ছবি

'৯০ এর দশকে সাপ্তাহিক বিচিন্তায় কবি হেলাল হাফিজের একটি সাক্ষাতকার নিয়েছিলাম। সেখানে তিনি বলেছিলেন, আসাদ শহীদ হওয়ার পরদিন এক রিকশাওয়ালা তাকে বলেছিল, এখন ছাত্রদেরও উচিত পুলিশকে খুন করা। সব হত্যায় পাপ নেই।...ওই রাতেই কবি লিখলেন, কোনো কোনো প্রেম আছে, প্রেমিককে খুনি হতে হয়...এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়...ইত্যাদি।

জালাল ভাইকে অনেক শ্রদ্ধা।...


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

হাসিব এর ছবি

সাক্ষাৎকারটা এখানে তুলে রাখা দরকার । বিপ্লব ভাই এক্টু ড্রাইভ দেন ওটা উদ্ধার করে ইউনিকোডিত করার ।

বিপ্লব রহমান এর ছবি

এটি করা গেলে সত্যিই খুব ভাল কাজ হয়। পাবলিক লাইব্রেরি বা পিআইবি'র লাইব্রেরিতে নিশ্চয়ই বিচিন্তার বাঁধানো সংখ্যাগুলো আছে। কিন্তু সেখান থেকে ওই সাক্ষাতকারটি উদ্ধার করা সত্যিই সময় সাপেক্ষ ব্যাপার। ...
ওয়েব ঘেঁটে কবির হেলাল হাফিজের শ্রেষ্ঠ কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় খুঁজে পেলাম। সেখানে অবশ্য দেখা যাচ্ছে, কবি এই অসামান্য কবিতাটি ১৯৬৯ সালের ১ ফেব্রুয়ারি লিখেছিলেন, ২১ জানুয়ারির রাতে নয়। আগের মন্তব্যটি সংশোধন করা গেলো না বলে দুঃখিত।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

আড্ডাবাজ এর ছবি
শেখ জলিল এর ছবি

সংরক্ষণে রাখার মতো পোস্ট।
ধন্যবাদ এম. এম. আর. জালাল।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

হাসিব এর ছবি

ধন্যবাদ কমরেড জালাল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জালাল ভাই বরাবরই অনন্য।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।