৪ | লিখেছেন থার্ড আই (তারিখ: মঙ্গল, ১২/০২/২০০৮ - ১২:২০পূর্বাহ্ন)
জালাল ভাইয়ের প্রত্যেকটা পোষ্টই ইতিহাসের দলিল। তবে পেপার কাটিং গুলো অনেক পুরাতন হওয়াতে পড়তে খানিকটা বেগ পেতে হয়। তাই পোষ্টে শুধু মাত্র ছবি না দিয়ে দু চার লাইনের ভুমিকা লিখে দিলে পোষ্টগুলো আরো প্রানবন্ত হবে।
মন্তব্য
একেকটা দৈনিক আজাদের পুরনো কপি
হয়ে উঠুক
ইতিহাস লুকোতে চাওয়া
স্বাধীনতাবিরোধীদের মুখে যেন একেকটা চপেটাঘাত।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
বরাবরের মতোই দারুণ।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
জালাল ভাইকে স্যালুট
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
জালাল ভাইয়ের প্রত্যেকটা পোষ্টই ইতিহাসের দলিল। তবে পেপার কাটিং গুলো অনেক পুরাতন হওয়াতে পড়তে খানিকটা বেগ পেতে হয়। তাই পোষ্টে শুধু মাত্র ছবি না দিয়ে দু চার লাইনের ভুমিকা লিখে দিলে পোষ্টগুলো আরো প্রানবন্ত হবে।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জালাল ভাইয়ের কালেকশনের ব্যাপকতা দেখে বিস্ময় আমার ক্রমবর্ধমান।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আসুক, আরো আসুক।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
নতুন মন্তব্য করুন