আগুনঝরা মার্চ - ০৪

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: বুধ, ১২/০৩/২০০৮ - ১২:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মওলানা ভাসানী, মার্চ ১৯৭১

. . . . . . .

(ক)(ক)

(খ)


মন্তব্য

বিপ্লব রহমান এর ছবি

সাত কোটি বাঙ্গালীর মুক্তি ও স্বাধীনতার সংগ্রামকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

জয় বাংলা!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অছ্যুৎ বলাই এর ছবি

গ্রেট ইনফো! মাওলানা ভাসানীকে স্যালুট।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অমি রহমান পিয়াল এর ছবি

বিপ্লব


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

রাকিব হাসনাত সুমন এর ছবি

সংগ্রাম চিরস্থায়ী হোক

অতিথি লেখক এর ছবি

মওলানা ভাসানী শেখ মুজিবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী না হয়ে বাংলার সংগ্রামী বীর হওয়ার আহবান জানান। এই কথাটার মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আমরা অনেক সময়ে আবেগের বশবর্তী হয়ে ইতিহাসকে নিজেদের পক্ষপাতদুষ্ট দৃষ্টিতে দেখতে অভ্যস্ত। মওলানা ভাসানী কেন শেখ মুজিবকে এই ধরনের আহবান জানিয়েছিলেন তার পেছনে কারন আছে। মনে রাখা দরকার, সেই দিনটি ছিল ১০ই মার্চ, সাতই মার্চের মাত্র দুদিন পরে। অবশেষে শেখ মুজিব বাংলার সংগ্রামী বীর হয়েছিলেন, সন্দেহ নাই। কিন্তু পঁচিশে মার্চের আগে পর্যন্ত তাঁর মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খা একেবারেই ছিলনা একথা বলা যাবেনা।

সচলপ্যান্থার

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।