আগুনঝরা মার্চ - ০৬

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: রবি, ১৬/০৩/২০০৮ - ৯:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

জুলফিকার আলী ভুট্টো (মার্চ, ১৯৭১) (ক)

জুলফিকার আলী ভুট্টো ও শেখ মুজিব (মার্চ, ১৯৭১)

নিউ ইয়র্ক টাইমসে ভুট্টো, মার্চ ১৯৭১


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

দলিলগুলোর জন্য ধন্যবাদ জালাল ভাই।
সাথে হালকা বর্ণনা থাকলে আরো চমৎকার হতো।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মুহম্মদ জুবায়ের এর ছবি

একশত ভাগ একমত।

জানা না থাকলে এই পোস্টের প্রথম ছবিটি দেখে মনে হতে পারে ভুট্টোকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। আসল ঘটনা তো তা নয়। বিবরণ না দিলেও অন্তত স্পষ্ট ক্যাপশন থাকলে ভালো হয়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

"একুশের আর্কাইভ থেকে" এবং "আগুনঝরা মার্চ" সিরিজ দুটো ই-বুক করার অনুরোধ করছি।

ধুসর গোধূলি (ওএল) এর ছবি

প্রথম তিনটা বক্তব্যের প্রতিই সমর্থন রইলো।

বিপ্লব রহমান এর ছবি

একমত।


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।