একাত্তরের কার্টুন - ০৩

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: শনি, ০৪/০৮/২০০৭ - ৮:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

"একাত্তরের চেঙ্গিস খান"- জে.এ.কে

সৌজন্যে:
Media and the liberation War of Bangladesh
গনমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কার্টুন গুলা কি রিটাচ করা দরকার? নাকি এতেই মোর অরিজিনাল মনে হয়?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

@এস এম মাহবুব মুর্শেদ
এগুলোতো অরিজিনাল ডাটা,
টাচ করার চেয়ে নতুন করে করা ভালো।
১টা ভালো ওয়েব এ্যালবাম করা যায় কিনা এগুলোকে নিয়ে ভেবে দেইখেন।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এই ব্যাপারগুলি নিয়ে আপনার সাথে কথা বলা দরকার বস। কমিকসের টুল গুলি শেষ পর্যন্ত আপনারাই ব্যবহার করবেন। তাই এর সর্বোত্তম কার্যকারিতা আপনার সাথে আলোচনা ছাড়া করা ঠিক হবে না। আমাকে মেসেঞ্জারে পাবেন অথবা

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

অতিথি এর ছবি

খুব ভাল। এই রকম আরো চাই।
-বিপ্লব রহমান।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।