মুক্তিযুদ্ধের উপর বাংলা বই

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: সোম, ২০/০৮/২০০৭ - ১২:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মুক্তিযুদ্ধ সর্ম্পকে আগ্রহী দ্বিতীয় প্রজন্মের আমেরিকা প্রবাসী এক তরুনের অনুরোধে এবং ডঃ মুহম্মদ জাফর ইকবালের করা শিশুদের জন্য মুক্তিযুদ্ধের বইয়ের তালিকা থেকে অনুপ্রানিত হয়ে আগের মুক্তিযুদ্ধের উপর লেখা ইংরেজী বইয়ের তালিকাটা করেছিলাম। আগের পোস্টের প্রেক্ষিতে অনেকে হয়ত মুক্তিযুদ্ধের উপর লেখা বাংলা বইয়ের কথা ভেবেছেন এবং জিজ্ঞেস করেছেন। তাদের জন্য আমার সংগ্রহ থেকে সাপ্তাহিক ২০০০ এর দুটো লেখা তুলে দিলাম।

আশা করি এতে আপনারা উপকৃত হবেন।

১। প্রথম লেখা
২। দ্বিতীয় লেখা


মন্তব্য

জ্বিনের বাদশা এর ছবি

দরকারী পোস্ট
অনেক অনেক ধন্যবাদ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

ঝরাপাতা এর ছবি

কাজে লাগবে আমার।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।