যুক্তরাষ্ট্রের Kean University বিশ্ববিদ্যালয়ের, হলোকাস্ট ও গনহত্যা গবেষনা বিভাগের উদ্যোগে আগামী ৯ই ডিসেম্বর, ২০০৭ (বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা), বিশ্ববিদ্যালয় কেন্দ্রের লিটল থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের একাত্তরের গনহত্যা নিয়ে একটি সেমিনার।
বিশিষ্ট বিজ্ঞানী, লেখক ও মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রওনক জাহান এবং নর্থ ক্যারোলিনা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এবিএম নাসির সেমিনারে সংক্ষিপ্ত প্রেজেন্টেশন করবেন।
এছাড়া ড. জিয়া আহমেদ, ড. মাসুদ এবং জনাব ফাহিম রেজা নূর বর্ননা করবেন যুদ্ধের নিষ্ঠুর অভিজ্ঞতা এবং স্বজন হারানোর বেদনাতুর স্মৃতিকথা।
আর ডালাস থেকে ব্যক্তিগত সংগ্রাহক হিসেবে এই লেখক-ও যাচ্ছেন একাত্তর নিয়ে তার বিভিন্ন দুর্লভ সংগ্রহ প্রদর্শন করতে। একাত্তর নিয়ে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রবাসীদের অনুরোধ করছি সুযোগ পেলে অবশ্যই অংশ নিতে এই সেমিনারে।
মন্তব্য
জালাল ভাইকে অসংখ্য ধন্যবাদ
কষ্ট করে একাত্তরকে বুকে আগলে রাখার মতো মানুষ আর কজনই বা আছে...
আন্তর্জাতিক ফোকাস খুব জরুরী ।
এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সকলকে,জালাল ভাইয়ের মারফতে সশ্রদ্ধ সালাম ।
-----------------------------------
মানুষ এখনো বালক,এখনো কেবলি সম্ভাবনা
ফুরোয়নি তার আয়ু
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
খুব ভালো লাগলো এরকম উদ্যোগের কথা জেনে। ধন্যবাদ।
--তিথি
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ভাল্লাগলো জেনে। মাঝখানে প্রশান্ত মহাসাগরটা পেরুতে ইচ্ছে করছে।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এম. এম. আর. জালাল একাত্তর নিয়ে নিরন্তর যেভাবে কাজ করে চলেছেন, তা ভেবে মাথা অবনত হয়ে আসে শ্রদ্ধায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
খুব ভালো উদ্যোগ। ভালো লাগলো আমাদের বীরত্ব এবং আত্মত্যাগের ইতিহাস বিশ্ববাসী জানতে পারবে বলে।
নতুন মন্তব্য করুন