একাত্তুরে গনহত্যার দুর্লভ ভিডিও

এম. এম. আর. জালাল এর ছবি
লিখেছেন এম. এম. আর. জালাল (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ১১:২৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কুত্তার বাচ্চারা!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফারুক হাসান এর ছবি

লিংকটা ছড়িয়ে দেওয়া দরকার সবাইকে....
ফেসবুকের মাধ্যমে ছড়ানো যায়।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

হাসিব এর ছবি

সবাই একটা একটা করে ইউটিউব একাউন্ট খোলেন । তারপর এটাকে আপলোড করে দেন । অরূপ/মাহবুব মুর্শেদকে অনুরোধ জানাচ্ছি এই পোস্টে এটাচমেন্ট হিসেবে এফএলভি ফাইলটা জুড়ে দিতে ।

অয়ন এর ছবি

ইউটিউবে তো আছে। হাসিব ভাইয়ের সাথে একমত। ইউটিউবে সবাই এইটারে ফেভারিটে অ্যাড করেন, রেটিং দেন আর কমেন্ট করেন।

মাশীদ এর ছবি

আব্বা-আম্মার কাছে এই ক্লিপের গল্প শুনে বড় হয়েছি। সেসময় এই স্যারকে অনেক সাবধানে এটা রক্ষা করতে হয়েছিল শুনেছি। ফাইনালি এটা দেখা হল। গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক ধন্যবাদ। আসলেই এটা ছড়িয়ে দেয়া দরকার সবার কাছে।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

হাসিব এর ছবি

আনিসুল হকের 'মা' বইটাতে এটার উল্লেখ আছে ।

হিমু এর ছবি

ইনি কোন স্যার?


হাঁটুপানির জলদস্যু

মাশীদ এর ছবি

অনেক আগেই দেশ ছেড়ে চলে গেছেন। কেমিক্যালের ছিলেন মনে হয়, ঠিক জানিনা। আম্মাকে জিজ্ঞেস করব।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আড্ডাবাজ এর ছবি

ধন্যবাদ জালাল ভাই।

মুহম্মদ জুবায়ের এর ছবি

জালাল ভাইকে অভিবাদন। আরেকবার।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ জালাল ভাই।

বিপ্লব রহমান এর ছবি

আমাদের ধমনীতে শহীদের রক্ত/ এই রক্ত কোনোদিন পরাভব মানে না!


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

সুমন চৌধুরী এর ছবি

ধন্যবাদ জালাল ভাই



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

Imranul Haque এর ছবি

এদের সারাজীবন গালি দিলেও শান্তি মিলবেনা।
ধন্যবাদ জালাল ভাই দুর্লভ ভিডিওর জন্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।