২ | লিখেছেন ফারুক হাসান (তারিখ: বিষ্যুদ, ২৫/১০/২০০৭ - ১১:৫৪অপরাহ্ন)
লিংকটা ছড়িয়ে দেওয়া দরকার সবাইকে....
ফেসবুকের মাধ্যমে ছড়ানো যায়।
---------------------------------------------- আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
৩ | লিখেছেন হাসিব (তারিখ: শুক্র, ২৬/১০/২০০৭ - ১২:১১পূর্বাহ্ন)
সবাই একটা একটা করে ইউটিউব একাউন্ট খোলেন । তারপর এটাকে আপলোড করে দেন । অরূপ/মাহবুব মুর্শেদকে অনুরোধ জানাচ্ছি এই পোস্টে এটাচমেন্ট হিসেবে এফএলভি ফাইলটা জুড়ে দিতে ।
৫ | লিখেছেন মাশীদ (তারিখ: শুক্র, ২৬/১০/২০০৭ - ১২:১৪পূর্বাহ্ন)
আব্বা-আম্মার কাছে এই ক্লিপের গল্প শুনে বড় হয়েছি। সেসময় এই স্যারকে অনেক সাবধানে এটা রক্ষা করতে হয়েছিল শুনেছি। ফাইনালি এটা দেখা হল। গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক ধন্যবাদ। আসলেই এটা ছড়িয়ে দেয়া দরকার সবার কাছে।
মন্তব্য
কুত্তার বাচ্চারা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
লিংকটা ছড়িয়ে দেওয়া দরকার সবাইকে....
ফেসবুকের মাধ্যমে ছড়ানো যায়।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সবাই একটা একটা করে ইউটিউব একাউন্ট খোলেন । তারপর এটাকে আপলোড করে দেন । অরূপ/মাহবুব মুর্শেদকে অনুরোধ জানাচ্ছি এই পোস্টে এটাচমেন্ট হিসেবে এফএলভি ফাইলটা জুড়ে দিতে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ইউটিউবে তো আছে। হাসিব ভাইয়ের সাথে একমত। ইউটিউবে সবাই এইটারে ফেভারিটে অ্যাড করেন, রেটিং দেন আর কমেন্ট করেন।
আব্বা-আম্মার কাছে এই ক্লিপের গল্প শুনে বড় হয়েছি। সেসময় এই স্যারকে অনেক সাবধানে এটা রক্ষা করতে হয়েছিল শুনেছি। ফাইনালি এটা দেখা হল। গায়ে কাঁটা দিয়ে উঠল। অনেক ধন্যবাদ। আসলেই এটা ছড়িয়ে দেয়া দরকার সবার কাছে।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
আনিসুল হকের 'মা' বইটাতে এটার উল্লেখ আছে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
ইনি কোন স্যার?
হাঁটুপানির জলদস্যু
অনেক আগেই দেশ ছেড়ে চলে গেছেন। কেমিক্যালের ছিলেন মনে হয়, ঠিক জানিনা। আম্মাকে জিজ্ঞেস করব।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
ধন্যবাদ জালাল ভাই।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
জালাল ভাইকে অভিবাদন। আরেকবার।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
ধন্যবাদ জালাল ভাই।
আমাদের ধমনীতে শহীদের রক্ত/ এই রক্ত কোনোদিন পরাভব মানে না!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
ধন্যবাদ জালাল ভাই
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এদের সারাজীবন গালি দিলেও শান্তি মিলবেনা।
ধন্যবাদ জালাল ভাই দুর্লভ ভিডিওর জন্য
নতুন মন্তব্য করুন