বিনিময়

মনামী এর ছবি
লিখেছেন মনামী (তারিখ: বুধ, ১৭/০৩/২০১০ - ১১:২৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

হাত না পা, কোনটা চাস?

এক অন্তহীন ধাতব গহ্বর তাকিয়ে আছে মনোয়ারের দিকে। পৃথিবীর সব আলো শুষে নিয়েছে ঐ গহ্বর, কেড়ে নিয়েছে সব ওম। মনোয়ারের চামড়ার ওপর দিয়ে গড়িয়ে পড়ে হিম।

অই হাউয়ার পো! কানে কতা ডুকে না?

কানে কথা একটু কমই ঢোকে মনোয়ারের। যেমন ঢোকেনি শামসুর কথা। ফেন্সি শামসু - পাড়ায় সবাই তাকে এই নামেই চেনে। ফেন্সিডিলের ধান্দা করে, মাঝে মাঝে হেরোইনেরও। সেই সঙ্গে পার্টটাইম পুলিশের সোর্স। পুলিশের সঙ্গে খাতিরটা আজকাল একটু বেশিই। সেই খাতিরের দাম ও হাতেনাতে উশুল করছে পাড়ার ব্যবসায়ীদের কাছ থেকে। এবার ছিল মনোয়ারের পালা। বেশি চায়নি শামসু, মাত্র বিশ হাজার টাকা।

অন্তহীণ ধাতব গহ্বরের কালোয় টুম্পা কলকল করে হেসে ওঠে। এই গহ্বর কি ওর হাসিও খেয়ে ফেলবে? দেড়দিন ওর কোনো পাত্তা নাই, কি করছে টুম্পা আর টুম্পার মা?

অধৈর্য্য গহ্বরটি আবারও জবাবের প্রত্যাশায় ভীষণভাবে মাথা ঝাকাতে থাকে।

অই শালা! দিমু নাকি হান্দাইয়া

সম্মোহিতের মত মনোয়ার বলে ওঠে

কাম কইরা য্যান খাইতে পারি।

প্রচন্ড আক্রোশে গর্জে ওঠে ধাতব গহ্বরটি, মনোয়ারের চোখে ভোরের আলো ফুটে উঠেই মিলিয়ে যায়।

খবরের কাগজে আরো একটি ছিনতাইয়ের খবর শহরবাসীকে বিচলিত করে। সৌভাগ্যের বিষয় ছিনতাইকারী ধরা পড়েছে। পুলিশের সঙ্গে গুলিবিনিময় করে আহতও হয়েছে। পায়ে গুলি লেগেছে তার। তবে আক্রান্তদের কাউকে খুঁজে না পেয়ে নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে পুলিশ।

পথেঘাটে চলাফেরা করাই মুশকিল।


মন্তব্য

অকুতোভয় বিপ্লবী এর ছবি

আমার কেন জানি মনে হল এইরাম একটা লেখা হিমুর ব্লগে দেখেচিলাম যেন ...... !

---------------------------------------------------
ইটের পরে ইট সাজিয়ে বানাই প্রাণের কবিতা ...

------------------------------------
সময় এসেছে চল ধরি মোরা হাল,
শক্ত কৃপাণে তুলি বরাহের ছাল।

মনামী এর ছবি

কন কি?

হরফ এর ছবি

রোজ নানারকম খবর পড়ার সময় আমারো মনে হয়....

মনামী এর ছবি

নানারকম খবর আসলে নানারকম মানুষের বেঁচে থাকার সংগ্রামের গল্প - যদিও সেই গল্পগুলো আমাদের চোখ এড়িয়ে যায়।

ধুসর গোধূলি এর ছবি

- হিমুর লেখাটা ছিলো ক্রসফায়ার নিয়ে। এরকম না।
মনামী, আপনার লেখাটা মনেহয় গল্প হয়ে উঠেছে। ভালো লেগেছে সে কারণেই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মনামী এর ছবি

গল্প হিসেবেই লিখেছিলাম, ট্যাগ দিতে ভুলে গেছি। অনেক ধন্যবাদ।

তুলিরেখা এর ছবি

লেখাটা পড়ে ভিতরে কোথায় ধক করে একটা ধাক্কা লাগে! মানুষের জানপ্রাণমান সবকিছু কত সহজেই শিকারে পরিণত হয় আরেকদল মানুষশিকারী মানুষের হাতে।

মনামী আপনি আরও লিখুন।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মনামী এর ছবি

থ্যাংকু তুলিদি দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

খুব বাজে একটি ঘটনার খুব সুন্দর একটি উপস্থাপন ! ভালো লাগলো হাসি

"মুক্ত বিহঙ্গ" [অতিথি লেখক]
মোঃ জিয়াউর রহমান ববি

মনামী এর ছবি

আশপাশে কেবল বাজে ঘটনার ছড়াছড়ি, চাই এই ঘটনাগুলো না ঘটুক।

অতিথি লেখক এর ছবি

গল্পটা খুবই সুন্দর হইসে। বিশেষ করে শেষ অংশের টানটা জটিল লাগসে!

চলুক

-- আশাহত

মনামী এর ছবি

আপনার ভাল্লাগসে জেনে আমারও ভাল্লাগলো। ধন্যবাদ।

টিউলিপ এর ছবি

খুব ভাল লাগলো।
___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

মনামী এর ছবি

ধন্যবাদ দেঁতো হাসি

আনন্দী কল্যাণ এর ছবি

অনেক অনেক অনেক লিখুন, আপনার লেখাগুলো ধাক্কা দেয়। সুখের চামড়া ধরে টান দেয়।

-------------------------------------------------------------------
স্বপ্ন নয় — শান্তি নয় — ভালোবাসা নয়,
হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়

মনামী এর ছবি

খোলস উপড়ে ফেলতেই কলমের চাবুক - এটাই আমার বিশ্বাস। উৎসাহের জন্য অশেষ ধন্যবাদ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

চলুক

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মনামী এর ছবি

থ্যাংকু

বইখাতা এর ছবি

চলুক চলুক

অতিথি লেখক এর ছবি

ভাল লাগল...

-স্নিগ্ধা করবী

মাহবুব লীলেন এর ছবি

খবরটা পড়েছিলাম পত্রিকায়
এখন গল্প আকারে দেখে আবারও মনে পড়লো সেই ভয়াবহ বুলেট বাণিজ্য

মনামী এর ছবি

বার বার সবাইকে মনে করিয়ে দেয়ার জন্যই খবরকে গল্পের আকার দেয়ার ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ।

শুচি এর ছবি

অসাধারণ উপস্থাপনা! শেষটা অনেক ভালো। আর সবচেয়ে ভালো লেগেছে গহ্বর- চরিত্রটাকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।