১
ব্যপারটা অনেকটা হাডুডু খেলার মত। লম্বা দম নিয়ে শত্রুর ডেরায় ঢুকে পড়ো তারপর চালাও দাবড়ানি। যে কয়টাকে পারা যায় ঘায়েল করো। কিন্তু দম যাওয়ার আগেই ফিরে আসতে হবে নিজের লোকদের মধ্যে। ধরা খেলে কাম সাবাড়।
রানু কোনোদিন হাডুডু খেলে নাই। হাডুডু ছেলেদের খেলা দেখে না, খেলাধুলা করার মত অবসরই কোনদিন পায় নাই। হাত - পা শক্ত হওয়ার পর থেকেই মানুষের বাসায় ঝিয়ের কাজ করতো। শেষ যে বাড়িতে ও কাজ করতো সে বাড়ির আপা যার বয়স তার মতই হবে সেও চাকরি করতো। আপার ভাবই ছিল অন্যরকম! সানগ্লাস মাথায় লাগিয়ে, ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে আপা যখন বের হতো তখন কি সুন্দরই না লাগতো তাকে! প্রথম মাসের বেতন পাওয়ার পর ওকে পর্যন্ত একটা থ্রিপিছ কিনে দিল! সেই সময়ই সেলিনা তাকে এই কাজের খবর দিল।
২
আমরা আমাদের ঘামের দাম চাই! আমরা ন্যায্য মজুরি চাই!
হাজার কণ্ঠের এমন এক ধ্বনিতো আগে কখোনো শোনে নাই রানু! শরীরের রক্ত তার ছলাৎ ছলাৎ করে ওঠে। হঠাৎ উপলব্ধি করে এই হাজার কণ্ঠ তো আসলে একটাই কণ্ঠ আর সেই কণ্ঠ তো তারই। সেও চিৎকার করে ওঠে
আমাদের দাবী মানতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে।
গলা টিপে ধরতে এগিয়ে আসে পুলিশ। লম্বা দম নিয়ে প্রস্তুত হয় রানু। হাডুডু।
৩
কাজ শিখতে রানুর বেশী সময় লাগে নাই। ৮ ঘন্টার জায়গায় ১২-১৪ ঘন্টা করে কাজ করাটাও খুব একটা গায়ে লাগে নাই। ফ্লোর ম্যানেজার নামে যে ভয়ের বস্তুটা আছে যে কিনা তাকে সেদিন বললো, ‘এই চুদানি মাগী রস জমসে বেশি? হাত চলে না ক্যান?’ ও তখন আস্তে করে একটু বলেছিল, ‘আপনে এমন কইরা কইতাসেন ক্যান?’ সাথে সাথে এক থাপ্পড় ‘ঐ মাগি, মুখে মুখে কথা কবি না’।
তারপর থেকে তো সে মুখ বন্ধই রাখে।
মন্তব্য
ভালো লেগেছে...শেষটা আরো আকর্ষণীয় করা যায় কীনা সেটা নিয়ে ভাবতে পারেন....
মূর্তালা রামাত
ধন্যবাদ। ভাবছি।
এইটা বেশি ভালো লাগেনি।
কি মাঝি, ডরাইলা?
কেমন তাড়াহুড়ো মনে হলো!
তবে
লাইনটা মনে ধরছে খুব।
:::::: :::::::: ::::::::::::::: ::::::::::::::: ::::::::: ::::::::: :::::: ::::::: ::::::::::::
অভিলাষী মন চন্দ্রে না-পাক জোৎস্নায় পাক সামান্য ঠাঁই
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
সংঘটনের দ্রুততা বোঝাতে চেয়েছিলাম, তাড়াহুড়া মনে হচ্ছে সে জন্য দুঃখিত। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আসলেই একটু তাড়াটাড়ি শেষ হল বলে মনে হচ্ছে।
শুরুটা ভালো লাগছে।
লিখে যান।
পলাশ রঞ্জন সান্যাল
ধন্যবাদ পলাশ।
সোমেন চন্দের 'সংকেত' গল্পের কথা মনে পড়ে গেলো...
_________________________________________
সেরিওজা
সোমেন চন্দ!!! সম্মানিত বোধ করছি। অনেক ধন্যবাদ।
শেষ হইয়াও হইলো না শেষ টাইপ অনুগল্প মনে হচ্ছে।
পাগল মন
প্রশংসা হিসাবে ধরে নিচ্ছি। অনেক ধন্যবাদ।
একটু তাড়াহুড়া মনে হইলেও, ভালো লাগলো।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তাড়াতাড়ি ধন্যবাদ।
এক গার্মেন্টস কর্মী তিনটি সময়ের চিত্র। তাই একে তাড়াতাড়ি শেষ হওয়া বলব না।
শুভকামনা।
সুবীর কর
অশেষ ধন্যবাদ।
গল্পে পরিণতি চাই কেন? পরিণতি কি অতি আবশ্যক?
আমারতো মনে হয়--না, কোন দরকার নেই। গল্পকার তার মতো করে বলবেন। এবং এইখানে একটা বিষয় দরকার, সেটা হল--গল্পটার কোন বাক্য বা প্যারা একটি স্বয়ংসম্পূর্ণ গল্প হয়ে উঠতে হবে। আবার সবগুলো নিয়ে আলাদা একটি হলে সেটা আরও বড় পাওনা।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
গঠনমূলক মন্তব্যে আমার পোস্টটি সমৃদ্ধ করলেন। অনেক ধন্যবাদ দাদা।
কাজের কথা বলসেন। অনেক গল্পই আসলে অতিশয় সাজানো। একে সাজটাই চোখে লাগে, গল্পটা না।
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
গল্পটি বলার জন্যই তো সাজনা দরকার। সাজনার যদি শুধু যদি সাজনার জন্য আসে তাহলে তো ওটা সাজনাই। গল্প নহে।
আমার কি মনে হয় জানেন, আমাদের সৈয়দ ওয়ালীউল্লাহ পড়া দরকার খুব যত্ন করে। তার মত করে আখ্যান আর সাজনার বাদ্যিবাজনার মেলবন্ধন খুব লেখকই করতে পেরেছেন।
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
...............................................................................................
'এই পথ হ্রস্ব মনে হয় যদিও সুদূর'
খুব ছিমছাম গদ্য। দারুণ।
যুদ্ধাপরাধীদের বিচার এখনি,নইলে কোন দিন নয়।
পার্ট থ্রিটা ফ্ল্যাশব্যাক নাকি?
___________________________
Any day now, any day now,
I shall be released.
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
নতুন মন্তব্য করুন