ভ্রান্তিকাল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ২৬/০৯/২০০৯ - ১০:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ভ্রান্তিবশে রক্ত অলক্তক
কাছাকাছির আপ্ত তাড়নায়
বিধি ভেঙে বাতাস বিহঙ্গী
কোন লিপিতে কালের বসবাস?

কালের রথের চাকায় সূক্ষ্ম ফুঁটো
না হয় আমার ঝিমের রথেই ওঠো
আকাশ দেখুক আধখানা আর তুমি
প্রবর্তনার শয্যা শুধুই ভূমি।

পুঁথির মধ্যে বাক্য খাচ্ছে উঁই
পথেই শুয়ে তৃষ্ণাক্লান্ত ঘোড়া
উড্ডয়নের সংজ্ঞা মেনে নিয়েই
হলাম না হয় শ্রীরাধিকা, সই!

হচ্ছে কিছু ঘড়ির কাঁটার কথাও
দৃশ্যায়িত খাবার শোবার ঘর
খাওয়া শোয়ার চিরন্তণের মাঝে
খুব নিভৃতে কুড়াল কাটে সুখ!

জাগতিকের চেতন বাতির ছায়া
ভ্রান্তি বলে গণ্য করতে শেখ
কুঠারিকে চেনাই মনে হবে
একটু যদি নিবিষ্টতায় দ্যাখো।

ছলচাতুরীর রণভঙ্গের দরুণ
আমাদের এই অনুসন্ধান শ্রুত
প্রান্তিকে তো থেমে যেতেই হবে
ঘোর অশনির শূলের পেরেক গুনে।

ভ্রান্তিকালের যুগ্ম ঠোঁটই শুধু
সব অশনির বেড়া হতে পারে
বেড়ার ওপর আকাশ ঝুঁকে নুয়ে
বলতে পারে- অনেক পরে যেও।

তা নইলে আটকে রাখতে পারি
তেমন আমার অস্থি কোথায় বলো
আলতা বলে রক্ত মেখেই দিলাম
ভ্রান্তিকালের শ্রীরাধিকা হই!


মন্তব্য

বালক এর ছবি

সুন্দর...

_____________________________________________
ভালো করে বাঁচতে হলে, ভালো মানুষ হতে চাই...

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, বালক!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি


পুঁথির মধ্যে বাক্য খাচ্ছে উঁই
পথেই শুয়ে তৃষ্ণাক্লান্ত ঘোড়া
উড্ডয়নের সংজ্ঞা মেনে নিয়েই
হলাম না হয় শ্রীরাধিকা, সই!

অন্য কোথাও নিয়ে গেলেন, হে কবি!
----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

রেনেসাঁ [অতিথি] এর ছবি

পুঁথির মধ্যে বাক্য খাচ্ছে উঁই
অসাধারণ ।

এই রকম অনেক লেখা পড়তে চাই।

শাহেনশাহ সিমন এর ছবি

ভালো লাগলো মণিকাপা।

_________________
ঝাউবনে লুকোনো যায় না

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতার ভেতরে ঢুকলে অনেক কষ্টকর ইতিহাসের দেখা পাওয়া যাবে!
...............................................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

মণিকা রশিদ এর ছবি

কবিতার শরীর ভরে আসলে দুঃখ এবং সুখ দুটোই রয়েছে। ধন্যবাদ পান্থ।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো ।

নৈশী।

গৌতম এর ছবি

দারুণ, দারুণ।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দূর্দান্ত হইছে... খুব ভালো লাগলো কবিতাটা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

কাজল রশীদ এর ছবি

ভালো লাগা জানাই।

দময়ন্তী এর ছবি

বা: !
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

মূলত পাঠক এর ছবি

খাসা!

সুক্ষ্ম ফুঁটো: সূক্ষ্ণ ফুটো

মণিকা রশিদ এর ছবি

এডিট করার চেষ্টা করেছিলাম, পারিনি। ধন্যবাদ!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

তবে বানানটা মনে হয় সূক্ষ্ম হবে।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ পড়ার এবং মন্তব্য করার জন্যে।
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

বর্ষা এর ছবি

আলতা বলে রক্ত মেখেই দিলাম
ভ্রান্তিকালের শ্রীরাধিকা হই! ...ভালো লাগলো।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।