পরিচয়

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ২৮/১১/২০০৯ - ৬:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ এতদিন পরে তার সাথে প্রথম দেখা
আজ এতদিন পরে তার সাথে শেষ পরিচয়-
প্রথম বুকের পাশে জোছনার নিষ্ঠুর নখের আঁচড়
জোছনা বিরান, শোনো, বিরান অরণ্যে নিয়ে যায়-
আজ এতদিন পরে চাঁদের শ্বেতীর বিস্তার
রোমাঞ্চের শস্যক্ষেতে রাত্রের শাদা ক্ষত, জ্যোৎস্নার পুঁজ গলা নদী
ভয়ের বিশাল গর্তে শোনো সব অজগর তারারা মিলে
মৃত্যু নয়, বেদনাও নয়-
হাহাকার নয়-
'নিরবতা মহান'শেখায়!

তোমাকে পাবার আগে মহান নিরব
তোমাকে জড়িয়ে ধরে মহান নিরব
তোমাকে হারাতে গিয়ে নিরবতা,
আমি বুঝি।
সমস্ত সুন্দর , বস্ত্রহীন! কংকালের কুৎসিৎ হাড়
নখ-দন্তে তেড়ে আসে সুখের সময়
সুখ- আহা ভাবালুতা, শীতের কাঙাল রাতে
ওপারের বটগাছ খেলাছলে এপারের অশত্থেরে ডাকে
খেলার বাস্তব রীতি; নিয়ম ভাঙাও যায়
যেভাবে বানানো যায় নিয়ম আবার-এরা কিছু নয়!

এতদিন পরে দেখি চারিদিকে সব শাদা
নিরাময় অযোগ্য ক্ষত
অরণ্য তোমার ক্ষত, জোছনা তোমার ক্ষত;
চাঁদ তুমি নিরাময় অযোগ্য গহ্বর-
ভালোবাসা, তোমারও যে এত ক্ষত-,জানতাম?

আজ এতদিন পরে তার সাথে প্রথম দেখা;
তার সাথে শেষ পরিচয়!


মন্তব্য

বালক এর ছবি

অনেক ভালো লাগলো। হাসি

*************************************************************************
" মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি
মানুষ ভজলে সোনার মানুষ হবি "

____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ, ঈদ কেমন কাটলো?
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

শেখ নজরুল : ঈদশুভেচ্ছা

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ! আপনার কবিতা পড়েছি। আলসেমি করে মন্তব্য করে ওঠা হয়নি, এই সুযোগে সেই ভালোলাগাও জানিয়ে রাখি।ভালো থাকবেন।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমার কিছু মুখস্থ থাকেনা। তাই এরপর থেকে কখনো হঠাৎ মনে হবে, "আহা! মণিকার ঐ যে কী যেন একটা কবিতা ছিল যেখানে পরিচয়ের কথা ছিল, নিরবতার কথা ছিল, ক্ষতের কথা ছিল! চমৎকার একটা কবিতা। মনের এই অবস্থায় সবচে' লাগসই।"

আমি মনে করার চেষ্টায় অস্থির হব, বিরক্ত হব। হাতের কাছে তখন নেট কানেকশন না থাকলে খুঁজতে না পারার জন্য হয়তো রেগেও উঠবো।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

পাণ্ডব দা, দেখবেন একদিন... আমিও...আপনার মতন প্রশংসা করার আর্ট শিখে যাবো!
পড়েছেন জেনে সত্যি কৃতজ্ঞ।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

আজ এতদিন পরে তার সাথে প্রথম দেখা;
তার সাথে শেষ পরিচয়!

ভালো লাগলো কবিতা। ধন্যবাদ আপনাকে।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, আপনার নামটা জানা হলো না, ভাই। পড়েছেন জেনে ভাল লাগলো।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জুয়েইরিযাহ মউ এর ছবি

বেশ ভালো লাগলো কবিতাটি।

------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা। ঈদ কেমন কাটলো, মউ?
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জুয়েইরিযাহ মউ এর ছবি

এইতো, ভালোই কাটলো। ধন্যবাদ, ভালো থাকুন দিদি হাসি

------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

একুশ তাপাদার [অতিথি] এর ছবি

তোমাকে পাবার আগে মহান নিরব
তোমাকে জড়িয়ে ধরে মহান নিরব
তোমাকে হারাতে গিয়ে নিরবতা,
..........................................
..........................
আজ এতদিন পরে তার সাথে প্রথম দেখা;
তার সাথে শেষ পরিচয়!

দারুন লাগলো দিদি!
কবিতার ভাবটা মনে গেথেঁ গেল...

মণিকা রশিদ এর ছবি

একুশ, তুমি সচলে লেখনা কেন? তোমার লেখা পড়তে চাই!
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

একুশ, তুমি সচলে লেখনা কেন? তোমার লেখা পড়তে চাই!
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

পড়েছেন তাইলে, থ্যাঙ্কস।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

Shahid Akond এর ছবি

মণিকা রশিদ লিখেছেন:
পড়েছেন তাইলে, থ্যাঙ্কস।
____________________________
This poem surprisingly tells about some special moments from the very deep secret part of human thinking. A wonderful work !

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।