আমি কি দুঃখ পাই?

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: সোম, ১১/০১/২০১০ - ৮:৫৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি কি দুঃখ পাই?
এখনো কি দুঃখ পেতে পারি?
এখনো কি ঝড় শেষে পাশ ফিরে শোয়াটুকু
কষ্ট ছুঁড়ে দ্যায়!

এখনো কি কলঘরে
জলের আওয়াজে ডুবে উচ্চারণহীন থাকে
শরীরের গ্লানি মুছে ফেলা
স্মৃতিতে আমার কি- আজও ওই পরাশ্রয়ী স্বপ্ন জেগে থাকে
মুখর জলের সাথে একা একা কথা
একা একা ধুয়ে ফেলা প্রেম, স্বেদ, গ্লানি সব
জলের প্লাবনে?

এসবে কি দুঃখ পাই, পরিচিত তিথি ভুলে যাওয়া
এসব নগন্য সখ;
এসব কি দুঃখ দিতে পারে!

হয়ত পারেনা আর আগের মতন
নিভৃতে ভাসিনা কোনো নিম্নগামী স্রোতে
শব্দহীন বালিঘড়ি, তুমি, প্রেম--
দুঃখ শোক থেকে আজ বহুদূরে প্রায়!

আমায় হয়তো শুধু বর্ষাজলের মত
স্মৃতিরাই দুঃখ দিতে পারে!
আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে...


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি

- আপনি তো গদ্যও ভালো লিখেন। কবিতার পাশাপাশি গদ্যও লিখুন আমার মতো পদ্যপ্রতিবন্ধী মানুষের জন্য। এইটা একটা প্লিজ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক হাসান এর ছবি

বস, কালারা নরম্যালি বোবাও হয়, আপনে শিওর যে আপনে গদ্যপ্রতিবন্ধীও না?

ধুসর গোধূলি এর ছবি

- ইতিহাস সাক্ষী, মেয়ের বাপগুলা ইট্টু রয়েসয়ে চলে। আর এই ব্যাটা দেখি ইচ্ছা কইরা আইসা পোলার বাপের লগে কাইজ্যা লাগায়া দেয়। বলি, হৈ মিয়া, মাইয়া কি বিবাহ দিতে হৈবে না?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ফারুক হাসান এর ছবি

হৈ মিয়া, আমি তো পোলার বাপ।

মণিকা রশিদ এর ছবি

লিখতে আসলে খুব ইচ্ছে করে, সময় করে উঠতে পারলে পাঠযোগ্য বা পাঠ অযোগ্য-যাই হোক, লিখে ফেলব! আপনার পদ্যও তো পড়েছি মনে পড়ে-পদ্য প্রতিবন্ধী হয়েও বুঝি পদ্য লেখা যায়!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ধুসর গোধূলি এর ছবি

- আপনার গদ্য যেটা পড়েছি, সেটা আর যাই হোক পাঠের অযোগ্য মনে তো হয়নি!

আর আমার পদ্য? তবেই হয়েছে, ওটাকে পদ্য বললে সচলায়তনের পদ্যমডুও ইস্তফা দিয়ে দিবে কর্তব্যে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অতিথি লেখক এর ছবি

উদ্ধৃতিঃ
আমায় হয়তো শুধু বর্ষাজলের মত
স্মৃতিরাই দুঃখ দিতে পারে!

প্রিয় মনিকা আপুনি
আপনার কবিতা আমার সবসময়ই ভালো লাগে।
আজকেরটাও খুব সুন্দর।
ভালো থাকুন।

শেখ আমিনুল ইসলাম

মণিকা রশিদ এর ছবি

কবিতা পড়া ও মন্তব্য করার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভাই আমিনুল ইসলাম।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফারুক হাসান এর ছবি

কবিতা ওভারঅল খুব ভাল লেগেছে।

তবে খটকাও লেগেছে হাসি যেমন, শেষ লাইনে বললেন,

আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে...
লাইনটাতে একটা ধার আছে, সেজন্য ভাল লেগেছে। পড়ে মনে হয়, আপনি শেষে এসে আবিষ্কার করলেন যে আসলে কেউ দুঃখ দিতে পেরেছে আপনাকে। আগে সেটা জানা ছিল না।

অথচ একজায়গায় লাইনটা এমন লিখেছেন,

এসব কি দুঃখ দিতে পারে!

হয়ত পারেনা আর আগের মতন

তারমানে আগেই জানতেন!

মণিকা রশিদ এর ছবি

[quote
তবে খটকাও লেগেছে যেমন, শেষ লাইনে বললেন,

উদ্ধৃতি
আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে...
লাইনটাতে একটা ধার আছে, সেজন্য ভাল লেগেছে। পড়ে মনে হয়, আপনি শেষে এসে আবিষ্কার করলেন যে আসলে কেউ দুঃখ দিতে পেরেছে আপনাকে। আগে সেটা জানা ছিল না।

অথচ একজায়গায় লাইনটা এমন লিখেছেন,

উদ্ধৃতি
এসব কি দুঃখ দিতে পারে!

হয়ত পারেনা আর আগের মতন

তারমানে আগেই জানতেন!

বুঝাতে না পারার দায় সবটাই আসলে আমার...দুঃখ পাওয়ার ক্ষমতাও তো কোনো এক প্রান্তিকে এসে থেমে যেতে পারে...তখন আর হয়তো কোনো নতুন কষ্ট একটি নতুন সংখ্যামাত্র...।আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।

____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

শুভাশীষ দাশ এর ছবি

কবিতা ভাল লাগল।

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আশরাফ মাহমুদ এর ছবি

বাহ্! ভালো লাগল।

==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

মণিকা রশিদ এর ছবি

পড়েছেন জেনে আমারও ভালো লাগলো। ভালো থাকবেন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তিথীডোর এর ছবি

"এসবে কি দুঃখ পাই,
পরিচিত তিথি ভুলে যাওয়া
এসব নগন্য সখ;
এসব কি দুঃখ দিতে পারে!"

হুমম, পারে কি? ভাবছি...

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মণিকা রশিদ এর ছবি

ভাবতে থাকো তিথীডোর। তবে বেশী ভেবনা যেন আবার!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তুলিরেখা এর ছবি

বাহিরের জলতরঙ্গ অন্ধকার থেকে
মুখ ফিরিয়ে হৃদয়ে চোখ রাখি,
সেখানে হিরন্ময় আঁধার-
সেখানে মায়াবী জ্যোৎস্না-

নীল জ্যোৎস্নায় মায়াহংসীর মত ভেসে যেতে যেতে
মনে পড়ে যায় করুণ দুপুরগানগুলি-
ঘুম পাড়ানি গানের মতন মায়াময় ছিলো সেইসব গান-
আজ স্মৃতি ছাড়া কিছুই নেই আর।

না, না, কে যেন আছে -
মায়াজ্যোৎস্নায় কুয়াশাচাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে
সে কোন্‌ অদৃশ্য,অচিন্ত্য মায়াবী?

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মণিকা রশিদ এর ছবি

"না, না, কে যেন আছে -
...।"
একটা সময় আর কেউ থাকেনা! খুব ভালো লাগলো মন্তব্য পড়ে আপনার। ভালো থাকুন অনেক!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অনিকেত এর ছবি

বেশ লাগল--
আচ্ছা একটা খটকা লাগল মনে---শব্দটা কি 'সখ' নাকি 'শখ' হবে? অভিধান দেখলাম বলছে 'শখ'!

ভাল থাকুন, সকল সময়

মণিকা রশিদ এর ছবি

দুটোই হয় অনিকেত দা( সংসদ বাংলা অভিধান-৭৯৮)।
কবিতা পড়ার জন্যে ধন্যবাদ! ভালো থাকুন নিরন্তর।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

[quote
তবে খটকাও লেগেছে হাসি যেমন, শেষ লাইনে বললেন,

আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে...
লাইনটাতে একটা ধার আছে, সেজন্য ভাল লেগেছে। পড়ে মনে হয়, আপনি শেষে এসে আবিষ্কার করলেন যে আসলে কেউ দুঃখ দিতে পেরেছে আপনাকে। আগে সেটা জানা ছিল না।

অথচ একজায়গায় লাইনটা এমন লিখেছেন,

এসব কি দুঃখ দিতে পারে!

হয়ত পারেনা আর আগের মতন

তারমানে আগেই জানতেন!

বুঝাতে না পারার দায় সবটাই আসলে আমার...দুঃখ পাওয়ার ক্ষমতাও তো কোনো এক প্রান্তিকে এসে থেমে যেতে পারে...তখন আর হয়তো কোনো নতুন কষ্ট একটি নতুন সংখ্যামাত্র...।আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগছে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সুমন সুপান্থ এর ছবি

পড়লাম ।
হুম, ঠিক, তোমার গদ্য পড়বো বলে বসে থাকি । মানে না যে কবিতা ভালো লিখো না !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মণিকা রশিদ এর ছবি

আমি খুব আলসে মানুষ, ক্ষমা করে দিও। কবিতা পড়েছো জেনে ভালো লাগলো! ভালো থেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ইবরাহিম যুন [অতিথি] এর ছবি

দুঃখ শোক থেকে আজ বহুদূরে প্রায়!

সে আমার পিছু পিছু আসে
যতদূরে যাই
ততোদূরে........
------------------
কবিতা পড়লাম, দ্বিতীয়বার পরার পর ভালো লাগলো। মাঝে মাঝে কিছু কবিতা দুইবার পরার পর ভালো লাগে, এর কারনটা কি আপনি কি তা জানেন?

ইবরাহিম যুন

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে...

-এই লাইনটা "আমায় আসলে কি কেউ দুঃখ দিতে পারে?" এমন বললে কেমন হয়?

কবিতা যথারীতি চমৎকার। আপনার গদ্যের চেয়ে পদ্যই আমার পছন্দ - কেমন নির্ভার, স্বতঃস্ফূর্ত পদ্য সেগুলো। কবিতার নামে বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত ৯৯.৯৯%-ই প্যানপ্যানানী বা অর্থহীন শব্দমালা। ওসব পড়ার চাইতে নিয়মিত সংক্ষিপ্ত বিরতিতে আপনার কবিতা পড়া ঢেড় ভাল।

পুনশ্চঃ ব্যস্ততা কাটিয়ে উঠতে পারিনি এখনো। তাই আপনার কাছে খেলাপী হয়ে আছি। ক্ষমা করবেন। আর একটু সময় দেবেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

"আমায় আসলে কেউ দুঃখ দিতে পারে..."
একইসাথে আশ্চর্যবোধক এবং প্রশ্নবোধক চিনহ ব্যবহার করতে চেয়েছিলাম...
ভালো থাকবেন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জুয়েইরিযাহ মউ এর ছবি

আমায় হয়তো শুধু বর্ষাজলের মত
স্মৃতিরাই দুঃখ দিতে পারে!

হুম.... তাইতো!!
কবিতা ভালো লাগলো দিদি হাসি

-----------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

মণিকা রশিদ এর ছবি

তোমার গল্প পড়তে চাই,পোস্ট কবে দিচ্ছ?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

জুয়েইরিযাহ মউ এর ছবি

কি আর বলি দিদি,
গল্পতো এগোয়না... বড্ড জ্বালায় মন খারাপ
ধন্যবাদ তোমায়, ভালো থেকো হাসি

----------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

অতিথি লেখক এর ছবি

আপু আপনার লেখাটা অনেক ভালো লাগল। খুস সুন্দর লেখা।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, আপনার নাম জানা গেলে আরও ভালো লাগতো।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সবাই যখন গদ্যের দাবী জানাচ্ছে, তাহলে আমি একটা গানের দাবী জানিয়ে যাই।
কবিতা ভালো লাগলো।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মণিকা রশিদ এর ছবি

খাইছে!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তানবীরা এর ছবি

আমিও গানের দাবী জানাচ্ছি।
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাঈদ আহমেদ এর ছবি

প্রচ্ছন্ন তাল-লয় আর বিষয়ের গভীরতা/বৈচিত্র যে একটি সুপাঠ্য (সমসাময়িক) কবিতার জন্য কত দরকারী, তা এই কবিতাটি আবার মনে করিয়ে দিল। বেশ কিছুদিন পর এমন একটি সুন্দর কবিতা পড়লাম। কবিকে ধন্যবাদ।

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ, সাঈদ। আপনিও দেখি আমার মত আবুল হাসানে আসক্ত! ভালো লাগলো!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির ইলিয়াস এর ছবি

স্মৃতিতে আমার কি- আজও ওই পরাশ্রয়ী স্বপ্ন জেগে থাকে
মুখর জলের সাথে একা একা কথা
একা একা ধুয়ে ফেলা প্রেম, স্বেদ, গ্লানি সব
জলের প্লাবনে?

নান্দনিক চয়ন ।

মণিকা রশিদ এর ছবি

আন্তরিক ধন্যবাদ, কবি!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

শাহেনশাহ সিমন এর ছবি

বাহ! চলুক
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

মণিকা রশিদ এর ছবি

হাসি
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।