জোনাকি

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ২৩/০১/২০১০ - ১২:৫০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একাকীত্বের নির্জনতা ফলবতী করবে না এই রাতে?
ডাহুকের লালাবাই নিদ্রারহিত কালক্ষয় করে চলে যার গন্তব্যে
দ্বিতীয় জন্ম নিতে চাও--
ঈশ্বরের বন্ধুতা ফেলে এসেছো যে
আরও কিছু শুভকামী আত্মার আত্মীয় ফেলে এসে
ডাহুকের আত্মমগ্ন সুরে ঝাঁপ দিলে--দাওনি?
আধিপত্যবাদী- বিস্তারকামী
উদ্বাস্তু হাওয়া
শীতল করেছে চারিপাশ-
প্রিয় কলিংবেল শুয়ে থাকে নিরবতায়-দূরবর্তী গ্রামে
তুমিও তো জাননা তাকে কোনোদিন আর
খাদ্য-বস্ত্র-শরীরের ঘ্রাণ দেবে কী-না!

না জেনে না বুঝে তুমি- বলো কীভাবে
অপার্থিবের আলো নিয়ে অন্ধকারে আকর্ষিত হও?
তুমিও যে পতঙ্গ-নির্দ্বিধায় ভুলে যাও তা
অন্তর্বর্তী আলো বুঝি তাড়িত করে নিরন্তর?
তোমার শুরু ও শেষ এই গৃহীর আবাদী বাগানে-
বড়জোড় ধানক্ষেত- বাঁশঝাড়
তারও আরও দূরে যদি থেকে থাকে গন্তব্য তোমার
বিক্ষুব্ধ বিশেষ ঢেউ এর হাতছানি; যদি থেকে থাকে-
পায়রা-বিষখালী-কীর্তনখোলার ভেজা মেঘ শুধুই নাচায় যদি-
হয়ত সে তোমার অস্তিত্বের কিংবা অবয়বের নয়
হয়ত সে পাখনার কাঁপন শুধুই আলোর ছায়াবাজি

নিঃশব্দে কোমল আলো পুষে রাখো
জেনেছ কি গোপনে সে হতে চায়
ধূমায়িত রক্ত অগ্নিগিরি আর
সেইসব ছাই
মৃত্যুর পরেও কিছু কিছু মানুষ যা রেখে যায়
সন্ততি আর পবিত্র নদীর জন্যে।


মন্তব্য

শেখ নজরুল এর ছবি

প্রিয় কলিংবেল শুয়ে থাকে নিরবতায়-দূরবর্তী গ্রামে
তুমিও তো জাননা তাকে কোনোদিন আর
খাদ্য-বস্ত্র-শরীরের ঘ্রাণ দেবে কী-না!

খুব ভালো লাগলো।

শেখ নজরুল

শেখ নজরুল

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

সূদীর্ঘ স্বপ্ন গুলো
দুই হাতে ঝাপি বন্ধী করে
সমস্ত বনানীতে খুঁজলাম
শুকনো পাতা হয়ে
সাগরের জল হৃদয় দিয়ে
উল্টে পাল্টে দেখলাম
পাথর গুলো ধূলার মত
ভেঙ্গে ভেঙ্গ দেখলাম

না এ ভাবে হয় না
জীবন খোঁজা
পুরনারী অন্তারালে
আমিতো আড়াল হতে পারি না ।

ভালো লাগা জানাই
খেয়ালীমন

মণিকা রশিদ এর ছবি

বেশ সুন্দর তো!
অনেক ধন্যবাদ আপনাকে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মাহবুব লীলেন এর ছবি

বহু বহুদিন পর একটা মরমি কবিতা পড়লাম

০২
জোনাকি বানানটা ম্যাডাম কী দিয়ে নয় কি দিয়ে

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ লীলেন ভাই।

এর পর থেকে আরো ভালো করে দেখে পোস্ট করতে হবে। মডুদের বলেছি বানান ঠিক করে দিতে। বানান ভুলের যন্ত্রণা আর গেলো না।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তমিজউদদীন লোদী এর ছবি

একাকীত্বের নির্জনতা ফলবতী করবে না এই রাতে?
ডাহুকের লুলাবাই নিদ্রারহিত কালক্ষয় করে চলে যার গন্তব্যে

ভালো লাগলো খুব।অনেক শুভেচ্ছা কবি।

তমিজ উদদীন লোদী

মণিকা রশিদ এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

নিঃশব্দে কোমল আলো পুষে রাখো
জেনেছ কি গোপনে সে হতে চায়
ধূমায়িত রক্ত অগ্নিগিরি আর
সেইসব ছাই
মৃত্যুর পরেও কিছু কিছু মানুষ যা রেখে যায়
সন্ততি আর পবিত্র নদীর জন্যে।

খুব সুন্দরভাবে অনুভূতির প্রকাশ। ভাল লাগল কবি।
শেখ আমিনুল ইসলাম

মণিকা রশিদ এর ছবি

অনেক শুভেচ্ছা আপনাকে। মন্তব্য ভালো লাগলো।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফকির লালন এর ছবি

খুবই ভালো লাগলো। 'অপার্থিবের আলো নিয়ে অন্ধকারে আকর্ষিত হও' - দাগ কেটে গ্যালো।

মণিকা রশিদ এর ছবি

অনেক শুভকামনা , কবি!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

প্রকৃতিপ্রেমিক এর ছবি

চমৎকার লাগল।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, পিপিদা।পড়েছেন জেনে ভাল্লাগলো।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তিথীডোর এর ছবি

সেইই পুরোনো দুঃখ!!
যদি আমি বড় হতাম (মানে সচল হতাম) / ভালো লাগা লেখাগুলোয় মুঠো ভরে তারা দিতাম...
দারুণ হয়েছে আপুনি!

--------------------------------------------------
"সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয়/
নদীতীরে, বৃক্ষমূলে, হেমন্তের পাতাঝরা ঘাসে..."

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মণিকা রশিদ এর ছবি

আমার কি মনে হয় জানো? তারা, চাঁদ এগুলো দিয়ে কিছু হয় না। এই যে এখানে আমরা সবাই লিখতে পাচ্ছি( বাংলায় মনের ভাব অন্যকে অসংকোচে জানাবার সুযোগ পাচ্ছি), সাথে সাথে পাঠকের তা কেমন লাগলো জানতে পাচ্ছি, এটা একটা বিশাল পাওয়া। আমি তো বছরখানেক আগেও বাংলা ব্লগ বলে যে একটা বিষয় রয়েছে তা-ই জানতাম না!
তাই বলছিলাম কি, তারা দিতে পাচ্ছনা বলে দুঃখ রেখনা; এই যে এসে পড়েছো জানিয়ে গেলে, আমার তো খুব আনন্দ হলো তাইতে! ভালো থেকো অনেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

আমার কি মনে হয় জানো? তারা, চাঁদ এগুলো দিয়ে কিছু হয় না। এই যে এখানে আমরা সবাই লিখতে পাচ্ছি( বাংলায় মনের ভাব অন্যকে অসংকোচে জানাবার সুযোগ পাচ্ছি), সাথে সাথে পাঠকের তা কেমন লাগলো জানতে পাচ্ছি, এটা একটা বিশাল পাওয়া। আমি তো বছরখানেক আগেও বাংলা ব্লগ বলে যে একটা বিষয় রয়েছে তা-ই জানতাম না!
তাই বলছিলাম কি, তারা দিতে পাচ্ছনা বলে দুঃখ রেখনা; এই যে এসে পড়েছো জানিয়ে গেলে, আমার তো খুব আনন্দ হলো তাইতে! ভালো থেকো অনেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তাসনীম এর ছবি

ভালো লেগেছে খুবই, আপনাকে শুভেচ্ছা।

--------------------------------------
যে কথা এ জীবনে রহিয়া গেল মনে
সে কথা আজি যেন বলা যায়।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

মণিকা রশিদ এর ছবি

শুভেচ্ছা আপনাকেও। অনেক ভালো থাকুন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নুরুজ্জামান মানিক এর ছবি

ভাল্লাগছে ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মণিকা রশিদ এর ছবি

পড়েছেন দেখে খুশী লাগছে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

"কত্তো কঠিনরে------"
এস হোসাইন

---------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

মণিকা রশিদ এর ছবি

হুম...।তাও যে পড়েছেন, ধন্যবাদ সেজন্যে।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কবিতা ভালো লেগেছে। ভালো লাগার মতই কবিতা। তবে সশব্দে পড়তে গিয়ে একটু আটকে আটকে যাচ্ছে কঠিন শব্দের সংখ্যাধিক্যের জন্য। অবশ্য এটা আপনার স্টাইল। যেমন,

ডাহুকের আত্মমগ্ন সুরে ঝাঁপ দিলে--দাওনি?
আধিপত্যবাদী- বিস্তারকামী
উদ্বাস্তু হাওয়া
শীতল করেছে চারিপাশ-

এই লাইনগুলো জিভে আটকে আসলেও কথাগুলো এভাবে না বললে মনে হয় মানাতো না। হাওয়া সে তো চিরউদ্বাস্তু, তবু ডাকাতের মত ঝাঁপিয়ে পড়ে সব লুটে নিতে চায় তাই আধিপত্যবাদী, হাওয়া তো আবদ্ধ থাকে না তাই সে বিস্তারকামী। কি জানি ঠিক বুঝলাম কিনা?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মণিকা রশিদ এর ছবি

হাসি. পাণ্ডব দা, আসলে প্রচন্ড আবেগ আমার লেখালেখি, ভাবনাচিন্তা এবং জীবনযাপনে মাঝে মাঝে সমস্যা হয়ে দাঁড়ায়। কবিতাও তা থেকে রেহাই পাচ্ছে না। পড়েছেন জেনে ভাল লাগছে। ভাল থাকবেন।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ভাল লিখেছেন
অনেক ভাল হইছে।

আরো লিখুন আমি পড়বো।

মণিকা রশিদ এর ছবি

আচ্ছা, ঠিকাছে, থ্যাঙ্কু!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ঘুমভাই

সাঈদ আহমেদ এর ছবি

প্রিয় কবি হয়ে যাচ্ছেন দেখি!

-----------
"সে এক পাথর আছে কেবলি লাবণ্য ধরে"

-----------
চর্যাপদ

মণিকা রশিদ এর ছবি

ভালো থাকুন,সাঈদ। অনেক ধন্যবাদ।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আনন্দী কল্যাণ এর ছবি

"প্রিয় কলিংবেল শুয়ে থাকে নিরবতায়-দূরবর্তী গ্রামে"

অসাধারণ।

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ, অনেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তুলিরেখা এর ছবি

না জেনে না বুঝে তুমি- বলো কীভাবে
অপার্থিবের আলো নিয়ে অন্ধকারে আকর্ষিত হও?
তুমিও যে পতঙ্গ-নির্দ্বিধায় ভুলে যাও তা
অন্তর্বর্তী আলো বুঝি তাড়িত করে নিরন্তর?

খুব ভালো লাগলো। শুভেচ্ছা।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

মণিকা রশিদ এর ছবি

পড়েছেন জেনে ভাল্লাগলো তুলিরেখা!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

ভালো লেগেছে। বিশেষ করে
‍‍‍‍ ...নিঃশব্দে কোমল আলো পুষে রাখো
জেনেছ কি গোপনে সে হতে চায়
ধূমায়িত রক্ত অগ্নিগিরি...

সাগর শহীদুল্রাহ

মণিকা রশিদ এর ছবি

ধন্যবাদ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

শুভাশীষ দাশ এর ছবি

আপ্নে সচল হইছেন কিন্তু। কবে খাওয়াইবেন কন?

মণিকা রশিদ এর ছবি

আপ্নে আগে খাওয়ান!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।