উদাসী ভ্রমণে কেনো ব্রত নষ্ট করো?
আমার ডানার রথে মহারথী অর্জুনের বাস
তাকে আমি ক্রুশবিদ্ধ করতে পারিনা কোনোকালে
অন্দরে আঘাত লাগে—শ্বেতপদ্ম লাল হয়ে যায়-
রক্তস্রাব ভালো লাগে না!
মাটি ছেড়ে কংক্রীটের এই যে বিশুদ্ধ নিপাতন
তার নিচে শুয়ে থাকে
ধানের বীড়ার সুখ, গ্রীষ্মের অন্ধ ধূলা
গ্রামের উঠানে হাঁটা তরুণীর ব্রা বিহীন উর্ধগামী বুক;
উদাসী আদোরে তার ব্রতচ্যুতি হয়!
তার চাই মাড়াইয়ের উচ্চপীঠস্থান,
তার চাই একাগ্র কৃষক;
চৈত্রের ভোর রাতে ঋদ্ধ বনাশ্রয়!
কেন হে রাখাল তুমি
অন্য ক্ষেতে রেখে এসে নিজের লাঙল
আমার পলিতে ওই মরিচায় ম্লান হওয়া
অপাংক্তেয় অস্ত্রখানি বিদ্ধ করে যাও...
উদাসী সঙ্গমে কেনো ব্রত নষ্ট করো!
নিজেকে ভাবিনা মূল্যহীন--
উঞ্ছবৃত্তি ভালো লাগে না।
মন্তব্য
সুন্দর!
"ধানের ব্রীড়া' হবে কি? নাকি 'বীড়া' বলে কোন শব্দ আছে?
এই লাইনটা খুব সুন্দর কিন্তু এর পরের লাইনেই "গ্রামের উঠানে হাঁটা তরুণীর ব্রা বিহীন উর্ধগামী বুক" এখানটায় ব্রা শব্দটা কেন যেন কানে লাগছে - বক্ষবন্ধনী বা অন্য কোন বাংলা শব্দ হলে বেশি ভালো লাগতো এরকম মনে হচ্ছে।
অথচ, 'কংক্রীট' আবার একদম সমস্যা করছে না! নাহ্, আমিই অদ্ভুত ......
কিন্তু, সব মিলিয়ে - সুন্দর
ধন্যবাদ, স্নিগ্ধা! আমি ব্রীড়া বলতে চাইনি। আমাদের এলাকায় ধান ওঠার দিনে একসাথে অনেক কাটা ধান বেঁধে নেয়াকে বীড়া বলে। আর 'ব্রা' এর বদলে কাচুলী বা এইরকম কয়েকটা শব্দ দিয়ে দেখেছিলাম ঠিক মনোমত হয়নি বলে পরিবর্তন করলাম না। অদ্ভুত বিষয় কি জানেন? ঠিক এই দুটি ক্ষেত্রে আমি নিজেও দ্বিধায় ছিলাম।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আপনার রচনা-শৈলী সত্যি চমৎকার।
অনেক ধন্যবাদ!
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
উঞ্ছবৃত্তি ভালো লাগে না
আসলেই ভালো লাগেনা। তবু তাই করতে হচ্ছে গত একুশ বছর ধরে। হয়তো আরো একুশ বছর এভাবেই কাটিয়ে মাধুকরের জীবন শেষ করতে হবে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
খুব ভালো লাগলো কবিতাটি।
অজস্র শুভেচ্ছা।
তমিজ উদদীন লোদী
শুভেচ্ছা, আপনাকেও।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
"ব্রা বিহীন" এক শব্দ হওয়ার কথা।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ভালো কবিতা আপু।
*************************************************************************
ভবিষ্যতে কি হবে তা ভেবে বর্তমানকে উপেক্ষা করবো কেনো?
____________________________________________________________________
"জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা
অন্য সবাই বহন করে করুক;
আমি প্রয়োজন বোধ করি না :
আমি এক গভীরভাবে অচল মানুষ হয়তো
এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।"
ধন্যবাদ! ভালো থেক।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নতুন মন্তব্য করুন