দূরপত্র

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: রবি, ২৮/০৩/২০১০ - ৯:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ তোমাদের মৎস্য শিকারের দিন
ঠিক ঠিক বড়শি নিয়েছিলে, তেমন টোপ?
সোনালী চুবড়ি ভরুক রূপালী তারায়
হারিয়ে দিও, পার যদি- প্রতীক্ষিত ক্লান্ত বকপাখি
গন্তব্য স্থির কর-দিগন্তের বর্ণভেদী নীল নভস্তল
চেনাশোনা জানাশোনা দেখাশোনা-নিঃশ্বাস ঘোরতর
ঘনতর হোক, ঋদ্ধ হোক ভ্রমণের শ্রুতি পদাবলী;
তোমাদের বড়শী, টোপ বেঁচে থাক বাণিজ্য বিতানে!
তুলে এনো বেভুল বুনো চাঁদ, ছুৎমার্গহীন জড়াজড়ি
আদিম কথন, জলের গভীরে ছায়া-
পলক না ওঠা চাঁদোয়া ওড়ে যেন বিমূর্ত বাতাসে...
তোমাদের আগুনের উৎসব চলুক
উল্কাপাতের অনবদ্য আকাশ জ্বলুক
প্রান্তিক ভুলে যাক মৌলিক উষ্ণতা
বড়শির আয়তন বুঝে নিয়েছিলে?
তেমন টোপ?


মন্তব্য

মামুন হক এর ছবি

হ, আজি ধরিব মৎস, খাইব সুখে হাসি
কবিতা ভালো লেগেছে মণিকা।

গৌতম এর ছবি

কয়েকটা অংশ বুঝলাম না, তবে সুখপাঠ্য হয়েছে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুখপাঠ্য
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সহজীয়া এর ছবি

কবিতা কম বুঝি, তবুও ভালো লেগেছে।
______________
বিধিবদ্ধ পংকিলতা।
জীবন বাবু,তাঁর কবিতা।
তৃপ্তিদায়ী আত্মশ্লাঘা।
এবং এ রাতজাগা।
***************

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ লাগলো, মণিকাপু হাসি

তিথীডোর এর ছবি

উদ্ধৃতি
"তুলে এনো বেভুল বুনো চাঁদ,
পলক না ওঠা চাঁদোয়া ওড়ে যেন বিমূর্ত বাতাসে"

দারুণ!!

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

অনিন্দ্য রহমান এর ছবি

কবিতার নামটা ভালো লাগল ।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শেখ নজরুল এর ছবি

'তোমাদের বড়শী, টোপ বেঁচে থাক বাণিজ্য বিতানে!'

সুন্দর বাক্যটি দিয়ে ভালোলাগা জানালাম।
শেখ নজরুল

শেখ নজরুল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।