মেঘের পালক অব্দি বিস্তৃত দেয়ালে বসে চেয়ে গেছি বটের পাতার মত বাঁচা; বিরল ঋদ্ধতা নিয়ে ঝরে যাবো বিকেলের চমক আলোয়; শুকাবেনা মন্বন্তরে, অনাহারেও আর্দ্রতায় উদ্ভাসিত হবে উপশিরা। এসব কি হয় নাকি! আটটা-পাঁচটা ঘরবার, ওৎপেতে বসে থাকা ঠুলো মোড়ে মোড়ে। অন্ধকার গাঢতর হলে অপ্রেম দখল নেয় মানবিক সূক্ষ্ম চেতনা! মুখের আড়ালে মুখ, প্রেমের আড়ালে কৌশল , রঙের আড়ালে খুব্ধ ভীতিপ্রদ জীবনযাপনের কংকাল-বসে থাকে! এভাবে কি হয় বলো! যৌবন চিনে নিতে কত কত যুগ চলে যায়! নিম্নগামী রক্তক্ষরণ- নাড়ির ভেতরে নাড়ি শরীরের ভেতরে শরীর সমূলে উচ্ছেদ করে স্বার্থপর নিঃশ্বাস্টুকু কোলে নিয়ে বসা-যেমন বাস্তবে হয়; অবোধ বোধের মেঘে কল্পিত সাতরঙে ঢাকা থাকে সভ্যতার সন্ধিলগ্ন, প্রসাধনী ব্যবহার সেই থেকে শুরু। এখনো সমান ক্রোধে পথ খোঁজে গর্ভের সন্ত্রাস। এসব কি হয় নাকি- আকাশের নীল দেখা দেয়ালের কোনে বসে আরেক দেয়াল..।।আসলে এখনো বাঁচা প্রেমরূপী প্রশ্রয়ের তিক্ত করুণায়।
মন্তব্য
--বাড়াবাড়ি রকমের ভালো লাগলো মণিকা। কবিতার জয় হোক।
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বেশ লাগলো। কয়েকটা বানানে সমস্যা আছে, সেগুলো ঠিক করলে আরো ভালো হবে।
বেশ ভাল্লাগলো। কম লেখেন নাকি এখন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন