দুপুরের নদী ছুঁয়ে একপাল হাঁস সাঁতরায়
একঝাঁক গাংচিল উড়ে উড়ে খেলে কানামাছি
বিষখালি নদী এসে কেঁপে যায়
পাহাড়ের ঘিরে থাকা শাড়ির আঁচলে।
আঁচলের গল্পে যে কে বাঁধা,
জল কি তা জানো?
চোখের কোণার অশ্রু শৈশবের কোন মেলা খোঁজে--
পিতামহী-শাদা শাড়ি বিষখালি উজানে হারায়,
বৃক্ষের আশ্রয় ছেড়ে শিমূল তুলারা চলে
বেহালার বালিশের খোঁজে-
একমাঠ সবুজের অস্তিনে ঘুম
নিভে যাওয়া কবেকার স্বপ্নক্লান্ত চোখে!
ক্লান্তিরা ব্যপ্তি ভালোবাসে
দীর্ঘতম যাত্রাক্লান্ত সাঁতারুর বাহু
অতলে বসতি গড়া শৈবালকে তো বোঝে!
কোথায় লুকিয়ে ছিলে শৈবাল আমার
সারাজীবনের শ্রুত আগাছা জড়ায়ে?
আমি যে ঘাসের বুকে বোঝা হয়ে থাকি-
শুয়ে থাকা ঘাস কাঁদে বোধের আড়ালে
কিছুটা নিজের সুখে--কিছুটা তো লোনাজল ভারে!
আমারও তো ইচ্ছে করে জমে থাকা ক্লেদগুলো
জলের সারল্যে ঢেলে দিই---
পাথর, তুমি কি শোনো---
কষ্টগুলো, প্রেমগুলো পৌঁছাতে কি পারে
তোমার তো বুক আছে-শুষে নিতে পারো তার কিছু!
ঘাসের ডগায় শুয়ে পাথরকে চুপি চুপি বলি,
তুমি ছাড়া কিছু নেই
তুমি ছাড়া কেউ নেই এ গল্প শোনার!
মন্তব্য
অসাধারণ লাগল মণিকা! উচ্চারণ গুলো খুব স্পষ্ট অথচ মায়াময়।
আসলেই চমৎকার!!!
আনন্দম!
ধন্যবাদ, অনিকেতদা।
।____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ঘাসের ডগায় শুয়ে পাথরকে চুপি চুপি বলি,
তুমি ছাড়া কিছু নেই
তুমি ছাড়া কেউ নেই এ গল্প শোনার!
কবির গল্প শোনার জন্য তবু পাথর আছে। অ-কবির দুঃখ শোনার জন্য কেউ নেই।
কবিতা যথারীতি কবির নিজের ধারায় - কী শব্দ চয়ন, কী বাক্য বিন্যাস, কী উপমাতে। আপনার এই নিজস্ব ধারাটির সুগঠিত হওয়া লক্ষ করছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ, পাণ্ডবদা।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
অনেক ভালো লাগলো মণিকা রশীদ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ধন্যবাদ, রানা।
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
লালিত কষ্টের এলিজি, ভালো লাগলো।
ধন্যবাদ, কবি! নতুন কবিতা কই?_
___________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নতুন মন্তব্য করুন