নিজের খোমা দেখে নিজেই মুগ্ধ!

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: সোম, ১১/০৪/২০১১ - ৮:৪০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কথা বাড়িয়ে লাভ নেই, বরং খোমা দেখুন! হাসি
কৃতজ্ঞতাঃ সুজন্দা

ছবি: 
27/04/2009 - 8:21am

মন্তব্য

তারাপ কোয়াস এর ছবি

সুজন্দা রকস্। খোমা অতীব জটিল হইছে দেঁতো হাসি


love the life you live. live the life you love.

তাসনীম এর ছবি

আমিও মুগ্ধ হাসি বলা যায় না ভবিষ্যতে ঝাকানাকার চরিত্র হতে পারে এই খোমা।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

সবজান্তা এর ছবি

সুজন্দারে মাইনাস। আমি দীর্ঘদিন মুলামুলি করার পর আমারে একটা চটজলদি আঁইকা দিলো, সেইটাও পেন্সিল দিয়ে খালি স্কেচ করা। আপনাদের সবার কেমন রঙিন খোমা। এইসব ছবি দেখে যখন নিজের খোমার দিকে তাকাই কেমন বিধবা বিধবা লাগে মন খারাপ

মণিকা রশিদ এর ছবি

বাংলায় একটা কথা আছে-get what you get, don't get upset! চোখ টিপি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

দুর্দান্ত এর ছবি

ওয়াহ!

মুস্তাফিজ এর ছবি

জবাব নাই

...........................
Every Picture Tells a Story

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাসি একটা ঝাড়ু আর টুপি জুড়ে দিলে হ্যারি পর্টারের জাদুকর বুড়ি বলে চালিয়ে দেয়া যেতো।

তিথীডোর এর ছবি

একটা ঝাড়ু আর টুপি জুড়ে দিলে হ্যারি পর্টারের জাদুকর বুড়ি বলে চালিয়ে দেয়া যেতো।

হো হো হো

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

ফারুক হাসান এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সুজন চৌধুরী এর ছবি
সৈয়দ আফসার এর ছবি

দেঁতো হাসি

__________♣♣♣_________
না-দেখা দৃশ্যের ভেতর সবই সুন্দর!

সুজন চৌধুরী এর ছবি

মহিলাদের ক‌্যারিক্যাচার খুব ১টা করা হয়নাই আমার, যার কারণে করার পর কেমন যানি লাগে! মনিকাদির ক্ষেত্রেও তাই হলো।

রণদীপম বসু এর ছবি

বুঝা গেলো, মহিলা বিষয়ে আপনি অতীব অনভিজ্ঞ ! তাড়াতাড়ি অভিজ্ঞতা সঞ্চয় করেন !!

খোমা তো আসলেই জটিল !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

সুজন চৌধুরী এর ছবি

হুম , করুম খাড়ান ! আইতাছি

লাবিন রহমান এর ছবি

এটা স্বপ্ন না দুঃস্বপ্ন।
labin rahman

অনার্য সঙ্গীত এর ছবি

হে হে আপনিও বিখ্যাত হয়ে গ্লেন! সুজন্দা শুধু বিখ্যাতদেরই ক্যারিকেচার করে মন খারাপ

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

অনুপম ত্রিবেদি এর ছবি

সুচন্দা ... থুক্কু সুজন্দা ড়খছ !!!

পুরা তুখোড় হইছে খোমার ক্যারিকেচালটা ... ...

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফাহিম হাসান এর ছবি

যথারীতি ফাটানো ক্যারিকেচার! সুজনদা'র হাত বলে কথা!

অমিত আহমেদ এর ছবি

ক্লাসিক সুজন্দা!
সুজন্দার করা সচল-ক্যারিকেচারগুলো নিয়ে একটা স্লাইডশো করা দরকার।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ছবিটা কেমন জানি প্লাস্টিক প্লাস্টিক লাগছে।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সুন্দর মুন্দর মনিকাদিরে এখানে দেখে কেমন ভয় ভয় লাগছে...

______________________________________
পথই আমার পথের আড়াল

নীড় সন্ধানী এর ছবি

সুজন্দার সুদৃষ্টি পাইতে হইলে কোন কোন ব্রান্ডের ঘি লাগবে? হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ফারুক হাসান এর ছবি

সুজন্দা, আপনার শরীর ভালো তো? একদিন এদিকে এসে ঘুরে যান না, বার্ড পার্ক, নাইট সাফারি, সাদা বাঘ, সব ঘুরিয়ে দেখাবো। সুজন্দা, ও সুজন্দা...

স্পর্শ এর ছবি

সুজন্দারে গুরু গুরু


ইচ্ছার আগুনে জ্বলছি...

বৃষ্টী এর ছবি

আমার পছন্দ হল না।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।