১/
মাথার ওপরে ছাদ, নিশ্চিন্ত সঙ্গম,
অভিমানকে এর মধ্যে ডেকোনা;
অভিমান উদ্বাস্তু হয়েছে অনিশ্চয়তার খোঁজে।
২/
অজ্ঞানতা ক্ষমার্হ
আঘাত কখনো শিল্পীত নয় জেনেছি এমন
বায়োস্কোপের হাট-বাজার নিমিষেই স্পষ্ট দেখা যায়
কেন দেখা যায়!
৩/
মাঝে মাঝে একা হওয়া ভালো
মাঝে মাঝে একা থাকা ভালো
মাঝে মাঝে প্রাচীন কর্ণের মত
একা পথে হাঁটা খুব ভালো
৪/
বর্ষার ভ্রুণে জন্মেছে যে নদী
তাতে মেঘেরই প্রবল অধিকার।
৫/
রোজকার যাত্রী যেইখানে
দেখেনি কখনো ঝউবন
মেঘহীন উষ্ণ সেই চড়ে
কান পেতে শুনেছি শ্রাবণ!
৬/
রঙীন গেলাশে আধাচাঁদ
নিমেষে লাটাই ফাঁদে মন
যুবক মেঘের চোখে আরোপিত অন্ধ রুমাল
পথের স্রোতের সাথে বাঁচবার বাজু জুড়ে যায়
বিষাদ এড়াবো বলে
ভুল করে গিয়েছি গো
মুখ ভার করেছিল নক্ষত্র সময়।
৭/
বাদামী বৃষ্টির তাপে দিক ভুল করেছে আকাশ
ভরসা রাখোনি কোন, তবু একবার
মৃদুস্বরে জপ ইষ্টনাম,
একটি গ্রহের কথা বল
(যার) জলের, রোদের রঙ কখনো তোমার মত নয়।
মন্তব্য
অসাধারণ! আপনার নাম আজ থেকে আমার প্রিয় কবিদের মাঝে থাকবে।
- ছাইপাঁশ
দুর্দান্তিস!!!!
৩,৪ আর ৭ একেবারে বিনামূল্যে হৃদয়টা কিনে নিয়ে গেল!!
মাঝে মাঝে একা ?? নাকি, আমরা সব সময় একা??
"এই কেমন আছিস?"
এমন করেই কাছে আসি।বৃষ্টি শেষ।আবার একা।
--Openbook!!
মাঝে মাঝে একা ?? নাকি, আমরা সব সময় একা??
"এই কেমন আছিস?"
এমন করেই কাছে আসি।বৃষ্টি শেষ।আবার একা।
--Openbook!!
- অসাধারণ, অ-অ-অসাধারণ।
(গুড়) (গুড়)
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
মাঝখানের নিরবতাটা পুষিয়ে গেলো।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
গেলাশ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
দারুণ, সবকটাই
দুর্দান্ত লাগলো।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
চমৎকার, প্রত্যেকটাই।
কী চমৎকার অনুকাব্যগুলো!!
কল্যাণ হোক।
__________________________________
মৃত্যুসূর্য অগাধ!
খুব খুব ভালো লাগলো, অনুভুতির, চেতনার প্রকাশ। কবিকে ধন্যবাদ।
স্বর্গীয়
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
দারুণ লাগলো!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
বহুদিন পর লিখলেন। ভালো লাগলো, ছয় নম্বরটা একদম অন্যরকম।
বাহ, কি চমৎকার।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ইস! কবে আপনার মত এত সুন্দর লিখতে পারবো?![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
![শ্রদ্ধা শ্রদ্ধা](http://www.sachalayatan.com/files/smileys/candle.gif)
পড়ার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ রইল!![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নতুন মন্তব্য করুন