শাদা রঙ শোকের শহর একটানা মৃত চোখে
লিখে রাখে এক একটা দিন
কাটানোর বিবেকী বিস্ময়!
স্খলিত আঙুলে তুলে পতিত স্বপ্নের পরাজয়
এ শহরে অমায়িক হিমাংকের নিয়মিত
পাতাল প্রদেশে পূজা হয়
সেই একই দেব সেই এক দেবদাসী,
শঙ্খের দুপুর ভাবে কীর্তনে কান্নায়
এখন গাছের সাথে বরফের যে সমস্ত
প্রাকৃতিক সঙ্গম নির্মিতি; হায়
ঋতুর অন্ধকারে ধ্যানের প্রকার
নিতান্তই অমূলক প্রয়োজনহীন
হিমাংকের নীচে শুয়ে ঘাস ভাবে
মৃত্যুর মত ঘুম সুখের অপর নাম
হতেই তো পারে
মানুষের মন দেখে,
মনের ভেতরে জমা খরা দেখে-শীত দেখে
খুব বেশি মায়া হয় তার!
মন্তব্য
স্খলিত জীবনের নিয়মিত এই প্রত্যয় খুব ভালো লাগলো দিদিভাই...
বিশেষত ছুঁয়ে গেল " শঙ্খের দুপুর ভাবে কীর্তনে কান্নায় "
ডাকঘর | ছবিঘর
মানুষের মন দেখে,
মনের ভেতরে জমা খরা দেখে-শীত দেখে
খুব বেশি মায়া হয় তার!
দারুণ!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
শেষ প্যারাটা বেশ লাগল
চমৎকার।
________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...
শেষ লাইন কয়েকটা বেশ লাগল।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
নতুন মন্তব্য করুন