বাস্তু সন্ধানী পথিকের জন্যে

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ০৮/০৩/২০১২ - ৬:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

তোকে আমি ধরে রাখতে পারিনা
অনিচ্ছাতে নিজের দোষে হারাই
ছুঁয়ে দেখব তোর চিবুকের মায়া
জলের মধ্যে কেবল জলের ছায়া
বদ্ধ পাগল দুরন্ত দিন কাটে
ছায়ার শোকে রোদের দুঃখ বাড়াই।

অগোছালো পথিক পথেই থাকি
হয়তো কোথাও শিশির রাখে পাতা
আধেক জীবন বিষন্ন বল্কল
শীতের চাপে জমতে থাকে জল
সবুজ নামের আনন্দ থামে না
চেনা নদী সকল খরস্রোতা।

তোকে যখন পেয়েছিলাম ভোরে
কোলাহলের মাঝেও অথই একা
কষ্টগুলো একাই নিলি তুলে
জীবনযাত্রার বাস্তবতা ভুলে
বুকের চড়া জুড়িয়ে দিয়ে স্রোতে
শিখিয়ে দিলি ঋদ্ধ বেঁচে থাকা।

তোকে আমি লুকিয়ে রাখি কোথায়
শীত দেখলে মন যে কেমন করে
বসন্ত তুই এসেছিলি হাওয়ায়
দূরে যাচ্ছিস হাওয়ার দুহাত ধরে!


মন্তব্য

প্রখর-রোদ্দুর এর ছবি

যাকে কবিতা বলে তা বরাবরই মন্তব্যের উর্ধে কেবল অনুভবে ছুয়ে দেখার ঘাত ___

অনেক ভালোলাগা জানিয়ে গেলাম।

ছায়ার শোকে রোদের দুঃখ বাড়াই

পরীক্ষিৎ এর ছবি

সহজ এবং সাবলীল বলেই কি চমৎকার লাগলো!!!

তাপস শর্মা এর ছবি

পোড়া বসন্ত। মন খারাপ

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
সবুজ বাঘ এর ছবি

হুম। খুব বেদনাময়।

রাতঃস্মরণীয় এর ছবি

তোকে আমি লুকিয়ে রাখি কোথায়
শীত দেখলে মন যে কেমন করে
বসন্ত তুই এসেছিলি হাওয়ায়
দূরে যাচ্ছিস হাওয়ার দুহাত ধরে!

গুরু গুরু

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

খুবই ভালো লাগলো। ছোট্ট একটা কৌতূহল, আপনাকে প্রতিমন্তব্য করতে দেখিনা, যদি স্বচ্ছন্দ বোধ করেন তাহলে কারণটা জানতে পারি কি -- না জানালেও সমস্যা নেই। ভালো থাকবেন হাসি

মণিকা রশিদ এর ছবি

প্রতিমন্তব্য যে একদম করিনা এমন নয়। মাঝেমধ্যে সময়ের খুব টানাটানি হয়ে যায়। পাঠকের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার বিষয়টা যে গুরুত্বপূর্ণ মনে করিনা তা কিন্তু নয়। পরের লেখায় চেষ্টা করবো। অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্যে। ভাল থাকবেন।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন, শুভেচ্ছা। হাসি

নজমুল আলবাব এর ছবি

যে পথে নেমে যোয় সে কি আর বাস্তুর খোঁজ করে?

পদ্য ভালো লাগলো।

উপরে দেখেন একজন অনুযোগ করছেন প্রতিমন্তব্যের বিষয়ে। ওটা করলে পদ্যকারের সাথে একটা যোগাযোগ তৈরি হতে পারে পাঠকের। অবশ্য যোগাযোগটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আনন্দের সাথে লিখে গেলেই হয় আর সেই লেখাটার সাথে পাঠকের যোগাযোগ হলো কী না সেটা হলো আসল ঘটনা।

তানিম এহসান এর ছবি

কোন অনুযোগ নয়, কেবলই কৌতূহল থেকে জানতে চেয়েছিলাম। কবি মণিকা রশিদ এর কবিতা আমার ভালো লাগে, কবি’র কাছে পাঠকের জানতে চাওয়া, একদিন জেনে যাব নিশ্চিত হাসি

মণিকা রশিদ এর ছবি

ওপরের মন্তব্যে আশা করি আপনার বক্তব্যের উত্তর দিতে পেরেছি। কবিতা পাঠের জন্যে ধন্যবাদ, ভালো থাকুন।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মণিকা রশিদ এর ছবি

ওপরের মন্তব্যে আশা করি আপনার বক্তব্যের উত্তর দিতে পেরেছি। কবিতা পাঠের জন্যে ধন্যবাদ, ভালো থাকুন।

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ঝরাপাতা এর ছবি

আপনার কবিতা আগেও পড়েছি মন্তব্য করা হয়নি। আপনার সব কবিতাই মন ছুয়েঁ যায়।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

অতন্দ্র প্রহরী এর ছবি

চমৎকার!

মণিকা রশিদ এর ছবি

সবাইকে কবিতা পাঠ এবং মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

বৃষ্টি এর ছবি

কবিতা পরতে শেখানোর জন্য ধন্যবাদ। গানের কী খবর?

cresida  এর ছবি

"ছায়ার শোকে রোদের দুঃখ বাড়াই"

সুন্দর লিখেছেন।

cresida

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।