রাতের শব্দগুচ্ছে চাঁদ উঁকি দিয়ে যায়- অন্ধকার দ্বিখন্ডিত
তোমার রাত্রির তীরে আছড়ায় প্রসন্ন বিকেল
স্টেশান স্পর্শ করে নিয়ত চলে গেছে দূরগামী মানুষ,
পাথর, মালবাহী যান
সমস্ত সংসার ঘিরে মোহিত এটুকু সময়
এইটুকু অপেক্ষার ঢেউ!
অবকাশ নিলো খুলে জন্মের নীল চোখ, দ্রাবিড় রক্তের ধাঁধাঁ
বড় ব্যথা শূন্যতা।
নগরে অগন্তুক; এখনো আঁকড়ে আছি পিতৃপুরুষের ঋণ সশব্দ গ্রাম্যতা!
বাইরে বাঁশির ডাক- ভেতরের উষ্ণ জানালা
ভাসতে পারেনি একা
ভাসাতে পারেনি একা,
স্পর্শের অতীত কুয়াশায়
এক একটি শব্দ গুনে জলধারা পার
জটিল জীবন পারাপার
তোমার রাত্রির ঘামে
ভিজে যায় প্রসন্ন বিকেল
তোমার চাঁদের ঘ্রাণে হাসে খুব ক্ষয়ে যাওয়া জলমগ্নতা-
যাবতীয় অন্ধকার দ্বিখন্ডিত হয়।
মন্তব্য
আহা! মধু মধু!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
:)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
খুব সুন্দর। খুব ভালো লাগলো।
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
ওনেক ধন্যবাদ, তুলিরেখাদি!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
হইলেই ভালো। নাইলে একটা চোরাকষ্ট বেদনাহত ঘোড়া হয়ে হ্রেষা ডাক দেয়।
সিডাই! ঘোড়া বেদনাহত না হইলে ডাক দেয় না?
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
২য়, ৩য় স্তবক দারুণ লাগলো! (Y)
_____________________
Give Her Freedom!
অনেক ধন্যবাদ রইল।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
দারুণ
______________________________________
পথই আমার পথের আড়াল
(ধইন্যা)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
মানুষের জীবনে কিছু গভীর স্পর্শ থাকে, এ বুঝি তারই
ছিটে-ফুটা !!!
জীবনের গভীরতম স্পর্শের অনুভূতি অধিকাংশ সময়েই আমরা ভাষায় প্রকাশ হয়তো করতেই পারিনা--- শুভেচ্ছা জানবেন!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
একবারে পুরোটুকু ভালো বুঝিনি, কবিতার গভীরতা বোঝাও অধ্যবসায়ের বিষয় হয়তো।
দুবার পড়লাম, অর্থ আরেকটু স্পষ্ট হল। আরও কবার পড়ব হয়তো, এবেলা মুগ্ধতা জানিয়ে যাই।
পাঠকের বুঝতে যদি এত কষ্ট করতে হয়- তবে সেই ব্যর্থতা যিনি রচনা করেছেন তার ওপরেই বর্তায়-সেই দায় মাথা পেতেই নিলাম। আপনি আমার শুভ ইচ্ছে জানবেন।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
এটুকু মনে গেঁথে থাকবে।
নির্ঝর অলয়
(ধইন্যা)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
খুব ভাল্লাগছে কবিতাটা পড়ে। অনেক ধন্যবাদ!
অনেক শুভেচ্ছা জানবেন।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বলি কি, এট্টু গুণে দেখেন তো কজন আপনার কবিতা নিয়ে ব্যঙ্গ করে গেছে? :P
:p
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
মন ছুয়ে গেল দিদি। (Y)
(ধইন্যা)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
শুধুই মুগ্ধতা! :)
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
চোখের সীমানায় অপরাহ্ণ ফুরায় না, নীলিমা সম্রাজ্ঞীর মতো অপরূপ মাধুরী নিয়ে অপেক্ষায় থাকে। আঁচলে ঢেউ তুলে কেউ দিয়ে যাচ্ছে বাতাসের অভিমান
এই ছত্রটা ভীষণ ভালো লেগেছে। (Y)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ভালো লাগলো
মনিকা’দি, খুব ভাল লাগল ।
হলেই ভাল, খুব ইচ্ছে হয় সব অন্ধকার টুকরো টুকরো হয়ে যাক ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
উমদা হয়েছে। (Y)
সেইরাম হয়েছে মণিকা'দি---
^:)^
মুগ্ধতার পূর্ণতায় হেঁটে গেলাম আলো আঁধারের এই পথটুকু
সবাইকে আরো একবার লেখাটি পড়ার এবং মন্তব্য করার জন্যে ধন্যবাদ জানাচ্ছি! :)
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আশাবাদি।।।।।তনঅ পাল
(Y) (Y)
অদ্ভুত।
(মাকিদ হায়দার)
নতুন মন্তব্য করুন