ভোর

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বিষ্যুদ, ৩১/০১/২০১৩ - ৫:১৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ততক্ষণে জেগে ওঠে পাখি
অসমাপ্ত গান থেমে যায়
দুই চোখে রেশমের ঘুম
প্রতিচ্ছবি পেলব আয়নায়!

যখনি সে বখাটের মত
চায় খুব স্পষ্ট- ডাকে, দেখে,
তাহাদের আমাদের ঘুম
নির্ঘুম দূরত্ব দেখে শেখে!

উল্কার মত সেই আলো
দুইহাতে মেঘ ঠেলে চলে
তার হাতে সমস্ত সকাল
বিকেলের পাখি তার কোলে!

এই শীত রাতভর জাগে
দিগন্তে পূবালির আলো
তোমায় জানিনা এতটুকু
তোমার তো জানাশোনা ভালো!

ছুঁয়ে দেখ,- জল নই আমি
যদিও ঝর্ণা বেয়ে নামি
তোমার চিবুকে রেখে হাত
জানি তো- পাবোনা কোনো রাত
সমাপ্ত হবে না কোনো চিঠি
সমাপ্ত হবেনা কোনো ঘুম!

ধীরে ধীরে সরে যাও মেঘ
ধীরে খোলো বেদনা বল্কল
দূরালাপে জ্যোৎস্না আর
ধূসর এ কুয়াশা সম্বল!


মন্তব্য

অনিকেত এর ছবি

কী যে চমৎকার লাগল দিদি--
বিশেষ করে

তোমার চিবুকে রেখে হাত
জানি তো- পাবোনা কোনো রাত
সমাপ্ত হবে না কোনো চিঠি
সমাপ্ত হবেনা কোনো ঘুম!

বড্ড অন্তর্স্পর্ষী---

শুভেচ্ছা নিরন্তর---

অতিথি লেখক এর ছবি

ধীরে ধীরে সরে যাও মেঘ
ধীরে খোলো বেদনা বল্কল
দূরালাপে জ্যোৎস্না আর
ধুসর কুয়াশা সম্বল!

মর্মস্পর্শি বাক্য গুলো।
সুন্দর একটা আবেগ ঘন কবিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।
ভাল থাকবেন, শুভকামনা রইল।

তুহিন সরকার

অতিথি লেখক এর ছবি

উল্কার মতো সেই আলো
দুইহাতে মেঘ ঠেলে চলে-

ছুঁয়ে দেখ- জল নই আমি!!!

বাহ্, সুন্দর হয়েছে তো বেশ। (স্বপ্নীল সমন্যামবিউলিসট)

শাব্দিক এর ছবি

ধীরে ধীরে সরে যাও মেঘ
ধীরে খোলো বেদনা বল্কল
দূরালাপে জ্যোৎস্না আর
ধুসর কুয়াশা সম্বল!

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতিথি লেখক এর ছবি

ছুঁয়ে দেখ,- জল নই আমি
যদিও ঝর্ণা বেয়ে নামি
তোমার চিবুকে রেখে হাত
জানি তো- পাবোনা কোনো রাত
সমাপ্ত হবে না কোনো চিঠি
সমাপ্ত হবেনা কোনো ঘুম!

কবিতা আমি ঠিক বুঝিনা কিন্তু এই লাইনগুলা অসাধারণ লেগেছে।

ফারাসাত

স্যাম এর ছবি

চমৎকার!!

অতন্দ্র প্রহরী এর ছবি

দারুণ একটা গান হতে পারে। হাসি

প্রদীপ্তময় সাহা এর ছবি

চলুক
একদম ঠিক।
আমিও দাবি জানাই।

সাফিনাজ আরজু এর ছবি

তোমার চিবুকে রেখে হাত
জানি তো- পাবোনা কোনো রাত
সমাপ্ত হবে না কোনো চিঠি
সমাপ্ত হবেনা কোনো ঘুম!

চলুক
চমৎকার !! হাসি

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সুমন চৌধুরী এর ছবি

এরকম ভোর দ‌্যাখা যায় এখনও?

অমি_বন্যা এর ছবি

ভালো লাগলো ।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগল অনেক। কবিতার ছন্দ কি অক্ষরবৃত্ত? ১০ মাত্রার একপদী ছন্দ?

শাকরান এর ছবি

ভাল লিখেছেন।

অতিথি লেখক এর ছবি

চলুক
জানি অপ্রাসঙ্গিক, তবু এই কবিতাটি পড়তে গিয়ে বেশ কয়েক বছর আগের বর্ষার কোন এক বিকেলের কথা মনে ঢুঁ মেরে যাচ্ছে। আষাঢ় নয়, খামখেয়ালীতে ভরা শ্রাবনের বিকেল হবে। তখন আমি কিশোর ছিলাম।

(মাকিদ হায়দার)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।