অশ্রু শিশির রাতে শেফালীর
কমলা রঙের স্নিগ্ধ বোঁটা
ধোঁয়ার অন্ধকার মানবিক ভুলগুলো
ঝরে পড়ে টুপটাপ--ক্ষমার আদলে
সন্ধ্যা কি ফিরে গেছে, ফিরে গেছে, ফিরে গেছে এসে?
একটি জোনাকি যদি ফুল বলে ভুল হয়
একটি আলোকবিন্দু-থাকবে তো
থাকবে তো, ফেলে আসা পথ- দুঃখ
যতখানি মনে হয়, অমসৃন হয়তো
ততখানি নয়- কতিপয় সমর্পণ
ততখানি জীবিতের বাসনার হুঁ হুঁ
দীর্ঘশ্বাস! ঢেকেছে সময়!
তোমার বাদামী চোখ, কিউপিড
তোমার ব্যগ্র তূণ, হাসির সীমা
প্রতিধ্বনি- নিসর্গের মায়াময়
বাতাসের ভীড়ে, ফেরে কারা?
কারা চলে যায় অশ্রু ও জোনাকির
মৃত্যুতে স্নান সেরে উৎসবে?
আবার জন্ম নেবে ঘাস-পাথরের
ঘ্রান! আবার- আবার, কবে, কবে?
মন্তব্য
কিউপিডের চোখ বাদামী কেন?
কিউপিডের চোখ তো বাদামীই হয়, আপনার কি মনে হয় অন্য কোনো রঙের হয়?
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
সুন্দর একখান!!!
অদ্ভুত মায়াভরা কবিতা। ভালো লাগল খুব।
আপনার কবিতা বেশিরভাগই আমার অসাধারণ লাগে। আজকেরটিও ব্যতিক্রম নয়।
ভালো লাগল
ভাল লাগল
ভাল্লাগছে
ডাকঘর | ছবিঘর
চমৎকার,
আপনার কবিতার মাঝে সব সময় অন্যরকম ভালবাসা লুকিয়ে থাকে।
শুভেচ্ছাসহ শুভকামনা।
তুহিন সরকার।
মণিকা'দিইইই ইজ ব্যাক!
তুমুল লাগল--
শুভেচ্ছা নিরন্তর!
কবিতা বুঝিনা তেমন, তারপরেও চমৎকার লাগল কবিতাখানা, মনিকাদি।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
এইমাত্র আপনার আর অনিকেত-এর মিলিত পরিবেশণা শুনে মুগ্ধ হয়ে সেখান থেকে আপনার নামের লিঙ্ক ধরে এখানে এসে দেখি এই তো সেই কবিতা যেখানে কোনো অজানা কারণে গতকাল কিছুতেই মন্তব্য বসাতে পারি নি। তাই এখন আবার চেষ্টা করছি।
সুন্দর কবিতা, আপনার গানের মত-ই।
এক লহমা
সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ধুর এমনিতেই ভাল্লাগছে না, এর মধ্যে এমন লাইন পড়লে খা খা করে ভেতরটা- সন্ধ্যা কি ফিরে গেছে, ফিরে গেছে, ফিরে গেছে এসে?
facebook
আকুতিটা কোথায় স্পর্শ করেছে বুঝতে পারছি না।
আদ্যোপান্ত ভালো লেগেছে কবিতা।
-সিরাজুল লিটন
সুন্দর কবিতা
--------------
মাসুম
তারা চলে যায় এক ক্ষত নিয়ে; ওপারে সর্বদই সুখের গান। ফিরলেই কেবল সৎকার আবার! জাতিস্মর হয় না।
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
মাসুদ সজীব
নতুন মন্তব্য করুন