নেশা সম্পর্কিত

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ২৪/০৪/২০১৩ - ১১:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আসুন, আমরা এই নিভৃত চাঁদের ছায়া থেকে
কিছুটা ব্যবস্থা করি হেঁয়ালী সবুজ
কিছুটা আশ্রিত হোক সুখ ও সম্ভোগ
নেশার মতন তীব্র রাত
চেয়ারে অথবা শূন্যে
কিছুটা নিঃশব্দে বসে থাকি

নিশুতি পাহাড়ে বসে
প্রথম মহুয়া পান হলো
অন্ধকার- তার সঙ্গে বসবাস করা
সুশ্রী মাধুর্য নাচে চন্ডালিনী কিংবা
মাতাল হাতির পাল-- বীরভূমে

আসুন কিছুটা করি রাজনীতি
সামাজিক চিন্তাভাবনা
অথবা প্রেম, শুভ কিছু রচনার পাঠ
বৈশাখে-বসন্তে ঝড়ে পড়া হাঁস আর
চলমান রঙধনু নগ্নতা হয়ে যাক
রঙের বসন নেই

আসুন, সামনেই এই মাটির হাঁড়ির মধ্যে
আঁকাবাঁকা সাঁওতাল নারী
চকচকে কালো আর সিঁথীতে সিঁদুর
হাঁসুলী বাঁকের লাল পথ
মানে রঙ, আবার নগ্নতা
পাতার-বৃক্ষের মতন সমান অন্তরাল
কষ্টকর কুয়াশার নয়

রাত্রি মাতাল হলে
মাতালের কী-বা আসে যায়!


মন্তব্য

পিনাক পাণি এর ছবি

চলুক

রাত্রি মাতাল হলে
মাতালের কী-বা আসে যায়!

সে রাতে হাড়িয়ার তলানিতে মাতাল নিশ্চিত হাস্নুহেনার গন্ধ পাবে।

মণিকা রশিদ এর ছবি

হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

তারেক অণু এর ছবি

জলমগ্ন বইটা পড়ছি হাসি

মণিকা রশিদ এর ছবি

হাসি গত বছরের বই! থ্যাঙ্কু!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

মনের রাজা টারজান এর ছবি

হাসি

মণিকা রশিদ এর ছবি

হাসি

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতিথি লেখক এর ছবি

কবিতাটা পড়তে চমৎকার লাগল। বেশ জোরে জোরেই আবৃত্তি করলাম। শেষ দুটো লাইন ভাল লাগল বেশ। কবিকে স্যালুট।
-শ্রাবনী

মোহাম্মদ কামরুল ইসলাম এর ছবি

উত্তম জাঝা!

অতিথি লেখক এর ছবি

সুন্দর। ভাল লাগলো।

---
মঈন কাদির

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।