সূর্যাস্তকাল

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শনি, ০৪/০৫/২০১৩ - ৫:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্ষুব্ধ কলম থেকে যে সমস্ত শব্দের উত্থান
ওগুলো কবিতা নয়, ক্ষোভ নয়--
যন্ত্রণার ইতিহাস যতটা কলমে থাকে
তার থেকে অধিক্ষণ থেকে যায়
স্পর্ধিত ঝড়ের লজ্জ্বায়।
ওগুলো যন্ত্রণাও নয়, তাই বলি
আমার অতীত থেকে যতকিছু গুল্ম-বৃক্ষচয়
সমূলে সামনে আসে; তার সাথে
মৃত মানুষের সহবাস

শ্যাওলায় মুখ ঘষে
উঠে আসে যেই সরিসৃপ
উঠে আসে গুপ্তঘাত, পরিতৃপ্ত যত পূর্বাপর
তাকে তুমি নিজের পায়ের পাতা থেকে
ঢেলে দিতে পারো, যদি চাও
ক্রন্দনের মতনই উর্বর
এক ফোঁটা লুব্ধক শিশির!


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

মুগ্ধ! ভাবনার গভীরতা টের পাওয়া যায়

তালেব মাষ্টার

অতন্দ্র প্রহরী এর ছবি

বরাবরের মতোই... হাসি

অমি_বন্যা  এর ছবি

দারুন মনিকা দি ।

অতিথি লেখক এর ছবি

লেখা -গুড়- হয়েছে

---
পিনাক পাণি

আইলসা  এর ছবি

ভালো লাগছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দারুণ লাগলো।

______________________________________
পথই আমার পথের আড়াল

নাহিয়েন এর ছবি

কী কবিতা! চমত্‍কার...

সুমিমা ইয়াসমিন এর ছবি

ক্রন্দনের মতনই উর্বর
এক ফোঁটা লুব্ধক শিশির!

বাহ্

রাতঃস্মরণীয় এর ছবি

ভালো লাগলো মনিকা'দি। চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

স্যাম এর ছবি

ভাল লেগেছে খুব।

মৃষৎ(অফলাইন) এর ছবি

চমৎকার লাগলো দিদি চলুক

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।