ক্ষুব্ধ কলম থেকে যে সমস্ত শব্দের উত্থান
ওগুলো কবিতা নয়, ক্ষোভ নয়--
যন্ত্রণার ইতিহাস যতটা কলমে থাকে
তার থেকে অধিক্ষণ থেকে যায়
স্পর্ধিত ঝড়ের লজ্জ্বায়।
ওগুলো যন্ত্রণাও নয়, তাই বলি
আমার অতীত থেকে যতকিছু গুল্ম-বৃক্ষচয়
সমূলে সামনে আসে; তার সাথে
মৃত মানুষের সহবাস
শ্যাওলায় মুখ ঘষে
উঠে আসে যেই সরিসৃপ
উঠে আসে গুপ্তঘাত, পরিতৃপ্ত যত পূর্বাপর
তাকে তুমি নিজের পায়ের পাতা থেকে
ঢেলে দিতে পারো, যদি চাও
ক্রন্দনের মতনই উর্বর
এক ফোঁটা লুব্ধক শিশির!
মন্তব্য
মুগ্ধ! ভাবনার গভীরতা টের পাওয়া যায়
তালেব মাষ্টার
বরাবরের মতোই...
দারুন মনিকা দি ।
---
পিনাক পাণি
ভালো লাগছে
দারুণ লাগলো।
______________________________________
পথই আমার পথের আড়াল
কী কবিতা! চমত্কার...
বাহ্
ভালো লাগলো মনিকা'দি।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ভাল লেগেছে খুব।
চমৎকার লাগলো দিদি
সবাইকে অনেক ধন্যবাদ!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নতুন মন্তব্য করুন