সংকীর্তন

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: শুক্র, ১৫/১১/২০১৩ - ৪:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পুড়ে গেলে কিছু থাকে না
পংক্তি বিলীন মাঠ

তুলো ওড়া রাত্রিবদ্ধ পাপে
মৃত মুহূর্তের ছাই-

উড়ে গেলে শক্ত ডানার পাখি
অনন্ত রেখার ধারে শব্দদূষণ

ঘুঙুর শাঁখ দীর্ঘশ্বাসের অধরা নিদ্রাপাঠ
উড়ে গেলে কিছু থাকে না


মন্তব্য

এক লহমা এর ছবি

চলুক
অঢেল মুহূর্ত পুড়ে, কাল রাতে ছাই-এর পাহাড়।, হাউমাউ করে পানি আনি। ছাই গুলে তিলক চন্দন। করতলে মুখ দেখি, আঙুলে খঞ্জনি। চরাচরে গান বাজে। নিভন্ত আঁচ সেঁকে নেয় বেহায়া নিলাজে।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

নির্ঝর অলয় এর ছবি

চলুক

নির্ঝর অলয় এর ছবি

"পুড়ে গেলে কিছু থাকে না
পংক্তি বিলীন মাঠ"- অনির্বচনীয়!

"উড়ে গেলে শক্ত ডানার পাখি
অনন্ত রেখার ধারে শব্দদূষণ

এ কোন অনন্তরেখা? নিরন্তর শব্দদূষণে আমার পরাচেতনা বধির!

দুর্দান্ত মণিকাদি!

অতিথি লেখক এর ছবি

সচলায়তনে আমি নতুন পাঠক, সচলরা লেখা দিলে আমি সচলগে যেয়ে পুরনো লেখা পড়ে দেখি। আপনি বেশ গ্যাপ দিয়ে লেখেন। সময় করে নিয়মিত লিখবেন আশা করি আর ভালো থাকবেন।

শব্দ পথিক
নভেম্বর ১৫, ২০১৩

অনিকেত এর ছবি

খুব সুন্দর হয়েছে, মণি'দি----
অফুরান শুভকামনা--

অতিথি লেখক এর ছবি

অনেকদিন পর এসে আপনার কবিতা দিয়েই শুরু করলাম। ভাল লাগল পড়ে।

ভাল থাকবেন।

রাসিক রেজা নাহিয়েন

শাহীন হাসান এর ছবি

ঘুঙুর শাঁখ দীর্ঘশ্বাসের অধরা নিদ্রাপাঠ ---

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মণিকা রশিদ এর ছবি

যারা পড়েছেন এবং যারা মন্তব্য করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।