পেয়েই বুঝেছি-
প্রাপ্তি আড়াল করে চরাচর রক্তে ভেসে যায়
ক্ষমার আড়ালে যেই লজ্জ্বার পরিণত ভয়
তার কোনো আচ্ছাদন নেই!
রাত্রির নৈঃশব্দে যে রকম
গর্ভিনী গাভীর নত চলন-
তাদের ঈষৎ চিনি
ঈষৎ জ্বলনে আমি ঘুমাতে পারিনা!
আমার তন্দ্রায় আমি শিমূল গাছের গুঢ কাঁটা
ছাড়াতে পারিনা।
গুল্মে র-লতার আর বাকলের রহস্য বুঝিনা!
পেয়েছি বলেই আমি বুঝে গেছি
সোনামোড়া কাঁথার কথিত রহস্য
জেনেছি আমার নয়
জেনে গেছি-
কারো কারো স্নান কারাগারে!
জেগেই রয়েছি বলে ষড়ঋতু
নির্বিবাদে এসে চলে যায়
আমার কার্নিশে আর সূর্য ওঠা ভোর আসে না!
মন্তব্য
মুগ্ধতা মনিকাদি।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
কবিতাটি অনেক গভীরে ভাবালো, অনেক ভেতরে কাঁদালো
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
রাসিক রেজা নাহিয়েন
এই লাইনগুলো কবিতা পড়ার সুখ এনে দিল। ধন্যবাদ কবিকে।
-সুষুপ্ত পাঠক
কিচ্ছু বলার নেই! শুধু চিন চিন ব্যথার অনুভূতি ছড়িয়ে দিয়েছে!
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
খুব ভালো লাগল মণি'দি!
একটা জায়গা
'গুঢ কাঁটা' জিনিসটা কী--সেইটা ঠিক বুঝলাম না!
শেষের দুই স্তবক অসাধারণ!
শুভেচ্ছা অহর্নিশ!
জটিল কাঁটা, দাদা।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বিষন্নতার আবেশ ছড়ানো একটা অনুভূতির জন্মদিলো কবিতাটি।
মাসুদ সজীব
বিষন্নতা আসলে খুবই সুন্দর!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
সাবাইকে ধন্যবাদ রইল।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আমার কার্নিশে আর সূর্য ওঠা ভোর আসে না! সুন্দর লাইন
অতঃপর মরিচিকা মামুন,
পড়েছি বলেই - বুঝতে পারছি আপনার কবিতা সুন্দর !!
পেয়েছি বলেই আমি বুঝে গেছি সোনামোড়া কাঁথার কথিত রহস্য ।দারুন ! আনান ইবনাত
নতুন মন্তব্য করুন