বাস্তু

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: বুধ, ০৫/০৩/২০১৪ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

যখন মৃত্যুর কথা ভাবি
তখন তোমার কথাও ভাবি
মৃত্যুর সাথে তোমার এমন যোগযোগে
কিছুটা বিস্মিত, কিছু আস্বস্ত হয়ে যাই
এই যে অমোঘ রাতের নিঃশব্দতা
ঝিঁ ঝিঁ পোকা, শিশুর সরল মুখ
নিজের স্বস্তির প্রতিবিম্ব
সবকিছু ছাপিয়ে কোনো এক মুখ--
যখন পালাবো ভাবি, পিছুটান
সহজ জলের নদী সহজ সাঁতার
যখন সহজ পথ নির্জন প্রান্তরে এসে থামে
তখন মৃত্যুর কথা
তখন তোমার কথা ভাবি!


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

বাহ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

সাফিনাজ আরজু এর ছবি

হাততালি
বেশ লাগল তো ........

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

ঝিঝি পোঁকা এর ছবি

অদ্ভূত ! ভিন্ন উপলব্ধি ৷ কিন্তু আমি কেন ?

----------------------------------------------
ঝিঝি পোঁকা

মৃত্যুময় ঈষৎ এর ছবি

আপনার কবিতাপাঠের যে স্বাদ তার থেকে ভিন্ন কিন্তু সমভাবে চমৎকার, কবি!


_____________________
Give Her Freedom!

দীনহিন এর ছবি

অসাধারণ, মণিকাদি! কবিতা পড়ার অনুভূতি এনে দিল। সত্যি সত্যি কবিতাই। চলুক

.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল

আয়নামতি এর ছবি

উত্তম জাঝা!

***
আপনার 'আশ্রয়' আর 'প্রেম মরে যায়' আমার খুব খুব খুব ভালোলাগা আর ভালোবাসার দুটো বিষয়!
সুযোগ পেয়ে সেকথা জানিয়ে গেলাম মনিকাদি। কৃতজ্ঞতা, ভালোবাসা থাকলো।

ফাহিম হাসান এর ছবি

সহজ জলের নদী সহজ সাঁতার - উচ্চারণ করতেই ভাল লাগে।

এক লহমা এর ছবি

"যখন পালাবো ভাবি, পিছুটান" - চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

রাতঃস্মরণীয় এর ছবি

দারুন! চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

মৃন্ময় আহমেদ এর ছবি

শুদ্ধ বিশ্বাসে কেবল অপূর্ব হাসি-কান্না জন্ম-মৃত্যু ও জীবন।।

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

মণিকা রশিদ এর ছবি

সবাইকে অনেক ধন্যবাদ! (লগ ইন এ সমস্যা হচ্ছিলো বলে আগে ধন্যবাদ দিতে পারিনি! মন খারাপ )

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।