সকালে কফির কাপে
ঝিমায় মেঘের ফণা- অসুখী প্রহর
রাতের শ্রান্তি থেকে ধার নিয়ে নৈর্ব্যক্তিক আলো
দিন যেন থেমে থাকে শেষ সিঁড়িটির ধাপে-
বাসস্টপে ভেজা রাস্তায়
আমরা মেঘের মত যে যার সমুদ্রসীমায় উড়ি
নিঃশ্বাসে বাতাসে অলস তরলতর দিন
আমি নই, তুমি নও কোনোদিন কেউ
এই ধূসর শহরে ছিলো না
এই দেশে হরিণ ছিলো না কোনোকালে
ময়ূরীরা জেনেছিলো
ক্ষুধার অস্ত্রের কাছে সুন্দর কেবলই নতজানু
আমরা জানিনা কিছু এই পৃথিবীর
-
দীর্ঘ ভ্রমণ শেষে ঝর্ণার নদীতে মেশা জল
এখন হয়েছে শুধু রঙধনু মাছের আবাস
কেউ আর নিজের ছায়ার দেখা
পাবে বলে জলে যায় না
মন্তব্য
এই কবিতাটা আপনার অন্যান্য কবিতার থেকে অন্যরকম লাগলো, এবং সত্যি বলতে, দারুণ লাগলো। খুব ভারি চিত্রকল্প আমি সহজে মাথার মধ্যে সাজাতে পারি না। আপনি খুব সাবলীল ভাবে একটা ছবি এঁকেছেন। একদম অনায়াসে কবিতাটা মাথার মধ্যে ঢুকে গেলো। লেখালেখি জারি থাকুক।
অলমিতি বিস্তারেণ
(ধইন্যা) , জ্যোতি!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
ভাল লেগেছে। রংধনু মাছ পড়তেই মনে হল রেনবো ট্রাউট, খামাখাই।
লেখার সময় মাথায় ছিলোনা যদিও- :-?
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
দারুন সুন্দর!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অনেক ধন্যবাদ।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বাহ। দারুণ লাগলো কবিতাটা! :-)
(ধইন্যা) , রনিজু!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
৫ তারা।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
তারা দিয়া কী করিবো? পড়ার জন্যে ধন্যবাদ!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
তারা দিয়া ত কেউ কিছু করে না দিদি! তারা পেলি, আকাশে ছুঁড়ে দিতি হয়। কেউ কেউ আকাশে গেঁথি যায়, আলো ছড়ায়। একটা দুটা তারা খসি পড়ে, যে পায় আঁজলা করি তুলি ন্যায়, তারপর সেই তারার আলো গায়ে মেখি দাওয়ায় বসি থাকে। আন্ধার রাইতে লোকে তারে দ্যাখে আর বলে , "হুই দ্যাখ কেনে, উ তারা হই গ্যাচে", ব্যাস, আর কিছু নয় গো, এই!।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
বাহ আপনিও বলছেন, "আমরা জানিনা কিছু এই পৃথিবীর" আর দেখলেনই তো আমি কেবল ব্যাবহার করলাম সিকদার আমিনুল হক এর কবিতা, সুলতা জানে, আর আমার মনে হয় হয়ত সুলতা জানে। এরকম চিন্তা ভাবনা মিলে গেলে খুব ভাল লাগে।
চমৎকার চিত্রকল্প। ভাল লাগল।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
(Y)
.............................
তুমি কষে ধর হাল
আমি তুলে বাঁধি পাল
এক আশ্চর্যরকম ধূসর দ্যুতি ছড়িয়ে এই কবিতাটির ছত্রগুলো যেন আমাদের যাপিত জীবনের দীর্ঘশ্বাসের অলিগলি দিয়ে এঁকে বেঁকে হেঁটে গেছে।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
নতুন মন্তব্য করুন