প্রেম

মণিকা রশিদ এর ছবি
লিখেছেন মণিকা রশিদ (তারিখ: রবি, ২৫/০১/২০১৫ - ৩:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পাহাড়ে বেড়াতে এসে যে মেয়েটি নিঃসংকোচে
নাচে খুব- হাততালি দেয়
কঠিন হবেই তাকে উপেক্ষা দেখানো-
সুতরাং- ও পথে যেও না।
তোমার উদারনীতি অভিজ্ঞ প্রজ্ঞা
হৃৎপিন্ডে উৎকণ্ঠায় বাজাও-
কাপড় শুকাতে সে ছাদে এসে ভুলে যাবে
এর পরে নাওয়া-খাওয়া আছে

ঘুমে তার ছায়া হয়ে মারোয়ার ধুন
গভীর ঘুমের পথে খরনদী- তুমি হে কান্ডারি
যে সাপ ঘুমালো সবে তাকে আর জাগিওনা
তুমি হে কান্ডারি- দুঃসাধ্য ধাঁধার মতন,
তুমি জানো- প্রেম- হ্রদের স্বচ্ছতা নয়
বরং কিছুটা জাল ছেঁড়া,
কিছুটা বিহঙ্গ বৃষ্টি--কুমারীর কৌমার্যের বেদনা

মানুষ নিমেষে বাঁচে
এর চেয়ে বড় সত্যি- স্ফুলিঙ্গে গেঁথে থাকে পারষ্পরিক ঋতি
তরল চপলতায় যে মেয়েটি ভুলে যায় নিজের বয়স
শৃগালে ময়ূরে সে তফাৎ জানে না!


মন্তব্য

সুলতানা সাদিয়া এর ছবি

আসলেই মানুষ নিমিষে বাঁচে, নিমিষে মরে। শুভকামনা।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

অতিথি লেখক এর ছবি

চোখের কাজলে তার কুয়াশা আঁকা,
ঘাসের-শিশিরে-লেখা প্রেমে
জাগে-স্রোতস্বিনী
তবু মেয়ে,
শৃগালে ময়ূরে সে তফাৎ জানে না!

সুন্দর কবিতা মনিকা দি।

রাজর্ষি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।