হ'তে পারে ভ্রম
ভ্রমের ভ্রমর।
ফুলেতে মধুর রেণু, রেণুর মধুতে বিষ-
শঙ্খচূড় মাতাল হয়েছে-
হ'তে পারে উষ্ণতার হিমে
আটকে পড়েছে মরা মাছি
এভাবেই উত্তাপ আকাঙ্খায় তুমি বাঁচো
আমিও কিছুটা বেঁচে আছি।
শঙ্কার ভেতরে ঢুকে দেখি
মৃত্যুভয় বিছিয়ে রেখেছে
মরণ রে তুহুঁ মম--
মরণ দুচোখে আয়
মরণ মরণে আয়
জীবনের ছায়ায় ছায়ায়-
মন্তব্য
দারুণ লেগেছে। বিশেষ করে প্রথম দুই স্টাঞ্জা। আচ্ছা স্টাঞ্জার বাংলা কী?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
স্ট্যাঞ্জার বাংলা হলো- স্তবক।
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
সুন্দর লিখেছেন।
সোহেল ইমাম
সে অনেকদিন পর একটা নতুন কবিতা পড়া গেলো। অনেক কৃতজ্ঞতা।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
বহুত দিন কবিতা পড়ি না। কবিতা কেমনে বুঝতে হয় ভুইলা গেছি। তো কিছু প্রশ্নের উত্তর কিলিয়ার করলে মনে হয় আমিও কবিতাখান বুঝতে পারব:
প্রশ্নগুলা হইল:
ভ্রমর কামড়াইব কি না গুনগুন করব সেইটা নিয়া ভ্রম হইতে পারে- বুঝলাম
ফুলেতে মধুর রেণু, রেণুর মধুতে বিষ- উদ্ভিত বিদ্যার অধ্যাপকেরা এই বিষয়টা ভালো কইতে পারব। আর মধু বিষয়ে সুন্দরবন বিশেষজ্ঞ মুস্তাফিজ ভাই কিছ কইলেও কইতে পারেন
কিন্তু শঙ্খচূড়; তো একটা সাপ। সাপেরা তো মদ বানাইতেও পারে না; পয়সার অভাবে কিনতেও পারে না। খাইতে তো পারেই না। তাইলে মাতাল কেমনে হয়? এইটা একটু বুঝাইয়া কন (বৈজ্ঞানিক রেফারেন্স আবশ্যক; কোনো ওঝার রেফারেন্স গ্রহণযোগ্য না)
উষ্ণতার আবার হিম হয় কেমনে? আপনি এইটা দিয়া কারেন্টের গরম দিয়া ফ্রিজ চালাইবার কথা বুঝাইতেছেন?
মরা মাছি কুতায় আটকাইল; গলায় নাকি কানে সেইটা কিন্তু পরিষ্কার কিছুই বোঝা গেলো না
উত্তাপ আকাঙ্খার ব্রাকেটে ইংরেজি কিংবা বৈজ্ঞানিক নাম লেইখা দিলে বুঝতে সুবিধা হইত
কিছুটা বেঁচে আছি মানে কী? আপনের কি ক্যান্সার হইছে?
শঙ্কার ভেতরে ঢুকতে গেলেন ক্যান? বেকুব আর বাচ্চা পোলাপান ছাড়া তো কেউ নিজে থাইকা শঙ্কার ভিতরে গিয়া ঢোকে না; সকলে শঙ্কা থাইকা পলায় (আপনের কাছ থিকা জাতি এমন কাজ আশা করে না)
মৃত্যুভয় কেডায় বিছায়ে রাখছে? ভয় তো একটা বায়বীয় জিনিস; সেইটা কেমনে বিছায়?
মরণ রে তুহুঁ মম-- কবিতায় একটা লাইন কম লিখলে কী হইত? খামাখা লাইনের কোটা পূরণ করতে গিয়া একজন মুরব্বি মাইনসের লাইন মাইরা দিলেন; এইটা কি হইল?
মরণ চৌখে আইব না মাথায় আইব সেইটা কি আপনের চাওয়ার উপর নির্ভর করে?
জীবনের ছায়া কী? জীবনরে কি বটগাছ পাইছেন যে আপনেরে ছায়া দিব?
কবিতা পইড়া কিছু বুঝছি কি না বুঝি নাই সেইটা বুঝনের আগে লীলেনদার মন্তব্য পড়ে বুঝহীন হয়ে গেছি
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন