এই মানুষদের জন্য আজো আমরা বাঁচি।

মনজুরাউল এর ছবি
লিখেছেন মনজুরাউল (তারিখ: মঙ্গল, ১২/০৮/২০০৮ - ৪:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভাবনা ছিল 'পেটকাটি চাঁদিয়াল 'এর ৩য় পর্বটা লিখব। মন টানল না। মুমু আমার ওপর চরম প্রতিশোধ নিয়েছে। শ্রুতি শ্রাবন্তী নামের আমার মেয়েটি গত দশ-বার দিন ধরেই অসুস্থ।ওর রক্তে ই এস আর -এর পরিমান বেশি বলে মাঝে মাঝেই জ্বরে ভোগে। এবারকার জ্বরটা কিছুতেই সারছিল না। তার পরও আমি এত চিন্তিত হতাম না। সেদিন কি মনে করে আগবেড়ে 'দোপাটি ফুলের রং সাদা ' গল্পটা ওকে পড়ালাম। একঘেয়ে শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে আমার ঘরে এসে বলল_ কি লেখ তুমি ?আর তখনই ভুলটা করে বসলাম !লেখাটা পড়ল !তার পর মুখ তুলে আমার চোখে চোখ রেখে বলল_আমি যদি ওই মেয়েটার মত মরে যাই ! সাথে সাথে আমার হাত-পা ঠান্ডা হয়ে এলো! এর মধ্যে সচল খুলেই টুটুল ভাইয়ের বাবার মৃত্যু সংবাদ দেখলাম, মনটা আরো খারাপ হয়ে গেল। মৃত্যুভয়ে আড়ষ্ট হলাম।

দু'দিন আগে হঠাত্ করেই হিমুকে বলে বসেছিলাম শ্রুতির কথা।সেখান থেকেই বোধহয় মুমু শুনে থাকবেন।তার পর মুমু যেটা করলেন সেটা বাঙালি রমণীর চিরন্তন আবেগ, ভালবাসা,স্নেহ-মমতার নির্ভেজাল অভিব্যক্তি।মুমু শুধুই আর নারী থাকলেন না। হয়ে উঠলেন অসাধারণ মমতাময়ী মা-রূপী নারী। মুমুর পোস্টটা প্রকাশের পর আমি কি মনে করে শ্রুতির ছবি পাঠিয়ে দিলাম। তার পরের সবটুকু হৃদয়নিংড়ানো কথোকথা।

মোটের ওপর মাসখানেক হলো সচল পরিবারের সাথে যোগ হয়েছি,এখনো সবাইকে ভালভাবে চিনি না। দু'একজন ছাড়া কাউকেই দেখিনি। এরই মধ্যে লেখাটেখা নিয়ে কারো কারো সাথে অনাকাঙ্খীত তর্কা-তর্কিও হয়েছে।আমি বরাবরই নিভৃতচারি পেছনের বেঞ্চের মানুষ।সে কারণে এবং মেয়ের অসুখের কারণে প্রকাশনা আড্ডায়ও যাইনি। আজকের আগে যদি কেউ আমায় বলত_সচলে আর লিখো না, অথবা সচল যদি বলত_গুডবাই..
আমি খুব একটা বিস্মিত হতাম না। কেননা উচ্ছাস ব্যাপারটা বহু আগেই জ্বলেপুড়ে খাঁক হয়ে গেছে।এখন যা আছে নিরেট কয়লা!

অথচ সেই কয়লার স্তুপে আজ যেন লকলকে চারা গজাল !যে নিঝুম আমার সাথে 'চটাচটি' হবার পর ক'দি তব্দা মেরে ছিল, সেই নিঝুমই সবার আগ ব্যাকুলতা প্রকাশ করল! তার পর ?কে না? সবাই। আজ (১১ আগষ্ট ) আমার জন্মদিন ছিল !কাউকে জানানোর পরিস্থিতি ছিল না। জানাইওনি। বাড়িতে কোনো আয়োজনও হয়নি।আত্মিয় স্বজনরাও কেউ আসেনি,ফোনও করেনি কেউ। সকলে জানে এ বাড়িতে আজ শুনশান কষ্টের বাতাস বয়ে চলেছে!

আর এখন ? এখন মনে হচ্ছে এর ভাল আর কী ভাবে জন্মদিন পালিত হতে পারে আমার জানা নেই!আমি অবাক হয়ে ভাবি এই যে মানুষগুলো কেউ সিডনি,কেউ সেই সুদুর কিয়েভ,কানাডা,ইউএসএ,ইউকে,জাপান,ভারত...এবং অনেক দূরের বগুড়া-ময়মনসিংহ-যশোর-খুলনা-সিলেট থেকে আমার অসুস্থ মেয়ের জন্য ব্যাকুল হলেন,মমতা-ভালবাসা-স্নেহ-প্রীতি জানালেন, সারা ব্রম্মান্ড খুঁজে এ কোথায় পাওয়া যেত ! এই মানুষদের ছোট ছোট বুকের ভেতর কী করে এত বড়,এত প্রশস্ত,এত অবারিত প্রাণ বসবাস করে !যা ছোট্ট একটা টোকাতেই হুড়মুড়িয়ে বেরিয়ে এসে এক অচেনা বাবার অনাবাদী শুকনো জমিন ভিজিয়ে দেয় ! বাপ আর কালোপনা মেয়েটিকে আজন্ম বাঁধনে বেঁধে দেয় !

এই মানুষদের জন্য আজো আমরা বাঁচি।
এই মানুষদের হাতে হাত রেখে আজো
আমরা যুদ্ধে যাওয়ার স্বপ্ন দেখি।
এই মানুষরা আছে বলে আজো
শত কষ্ট,শত দু:খ,শত না-পাওয়ার
বেদনা অহর্নিশী ক্ষত করার পরও
আমরা আশাবাদী হই................
একদিন আমাদেরই কেউ আমাদের
সন্তানদের রোদ্রোজ্জল পথ দেখাবে.......


মন্তব্য

হিমু এর ছবি

দেরিতে হলেও বলি, জন্মদিনে শুকনা কাঁথার শুভেচ্ছা।


হাঁটুপানির জলদস্যু

মনজুরাউল এর ছবি

শুকনো কাঁথার শুভেচ্ছা গৃহিত।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

হাসান মোরশেদ এর ছবি

'দুঃসময় থেকে সুসময়ে মানুষ পৌঁছে দেবে মানুষকে'

আমরা যেমনই থাকি, আমাদের সন্তানরা ভালো থাকুক ।
-------------------------------------
"এমন রীতি ও আছে নিষেধ,নির্দেশ ও আদেশের বেলায়-
যারা ভয় পায়না, তাদের প্রতি প্রযোজ্য নয় "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মনজুরাউল এর ছবি

সল্প সংখ্যক প্রিয় কবির অন্যতম- হিকমত।
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।

আমাদের সন্তানেরা আমাদের অক্ষমতা ঢেকে দিক।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

নিঝুম এর ছবি

ভাইরে, আপনার সাথে আরো ঝগড়া হবে, মতের অমিল হবে ,আপনার চিন্তা-চেতনার সাথে আবারো হয়ত এক হব না । মন্তব্যে লিখে চলব আমার ভালো না লাগবার কথা । একবার,দুইবার,শতবার । কিন্তু সে কেবলই আমাদের একটি অংশের অমিল,চিন্তার দ্বিমত মাত্র । কিন্তু লেখা-লেখির বাইরে , এইসব চিন্তা ও চেতনার বাইরে আমরা মানুষ । আমাদের একমাত্র পরিচয় ।
আপনার মেয়েটা অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি রাগ হয়ে ভোম মেরে পড়ে থাকব... তা তো পারব না ভাই । সম্ভব না । কাছে যেতে না পারলেও ভালোবাসা ঠিকই পাঠিয়ে দিব কিংবা চেষ্টা করব । হয়ত সৌভাগ্য কিংবা দূর্ভাগ্য ক্রমে মানুষ হয়ে জন্মেছি । তাই । আমরা সচলের প্লাটফর্মে সবাই এক চিন্তার ধারক নই, আমাদের হাত,পা, সমান নয় , একই চোখে সব দেখি না ... কিন্তু আমরা সবাই শুভ চিন্তার মিছিলে একসাথে হাঁটছি এই কথা ঘুমের ঘোরেও বলে দিতে পারি ।

আপনার জন্মদিনে অনেক শুভেচ্ছা । অনেক অনেক শুভ কামনা রইল । ভালো থাকবেন ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

মনজুরাউল এর ছবি

নিঝুম,
আপনাকে যত দেখছি-অবাক হচ্ছি।আপনার জমিন ভরা শিশুসুলভ
স্নেহ মমতা,ভালবাসা আর ঠোঁটফোলানো অভিমানের চারাগাছ। তার ভেতর আচমকা গজিয়ে ওঠা 'আগাছা ' আপনি উপড়ে ফেলতে পারেন_এটা বিশাল ক্ষমতা।আপনার এই ক্ষমতাকে স্যালুট।

ভাল থাকুন। সুখী থাকুন।
প্রসঙ্গত:আপনার ভাগ্নের খবর কী?দু'দিন আগে এক ঝলক দেখলাম,
তারপর নেই !

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

জিফরান খালেদ এর ছবি

এইতো আমি এইখানে আসি রে ভাই।

আপনারে লেইট শুভেচ্ছা...

মনজুরাউল এর ছবি

কোনটা দিসিলেন,ভাতঘুম না শীতঘুম ?
আপনারেও শুভেচ্ছা।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা মনজুরাউল ভাই।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ।
জন্মদিন ব্যাপারটা প্রসঙ্গত এসে গেছে।আমার প্রোফাইলেও ছিল না। এখন রীতিমত বিব্রত বোধ করছি।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

মুশফিকা মুমু এর ছবি

ভাইয়া আপনি প্রতিশোধের কথা কি বলছেন, আমাকে অনেক লজ্জায় ফেলে দিলেন, এত সুন্দর সুন্দর শব্দ গুলো আমার প্রাপ্য নয়। হিমুভাই কে লেখা আপনার ওই কমেন্ট থেকেই আমি জেনেছি, তারপর ওখানে বললেন শ্রুতি আপনার সাথে সচল পরেছে। ওর জন্য এত্ত মন খারাপ হল তাই লেখার চেষ্টা করেছি। আপনার ওখানে লেখা আরো একটা কমেন্টে আমার খুব কষ্ট লেগেছে যেখানে আপনি বলেছেন যে গল্পে আপনি অনেক বাচ্চা ক্যারেকটার মেরে ফেলেন তাই এখন নিজের জীবনে ঘটছে। এটা পড়ে আমার এত কষ্ট লেগেছে যা বলে বোঝাতে পারব না। শ্রুতি সুস্থ হয়ে উঠছে শুনে খুবি ভাল লাগছে। ওর জন্য দোয়া রইল।
আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করছি আপনার নেক্সট জন্মদিনে আনন্দে বাড়ি মেতে থাকবে। হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ মুমু,
শ্রুতির বিষয়ে আমার যে অজানা আতঙ্ক ছিল,সেটা আপনাকে ছুঁয়েছে বলেই এত প্রাঞ্জল একটা পোস্ট দিয়েছেন। আমরা বানিয়ে বানিয়ে গল্প লিখি_সেখানেও কিন্তু সমাজের ঘটে যাওয়া ঘটনা এবং চরিত্রগুলো দাঁড়িয়ে থাকে। সেজন্যই বোধহয় লেখকদের অর্ন্তদৃষ্টির কথা ওঠে।
আপনার পরিবারের সবাইকে নিয়ে ভাল থাকুন।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

ভূঁতের বাচ্চা এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা আপনার জন্য,
একটু দেরি হয়ে গেল, তাও তো শুভেচ্ছা জানাতেই পারি।
আর শেষের পংক্তিগুলো ভাল লেগেছে।

--------------------------------------------------------

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ ভূ.বা.
দেরি? না না, শুনেছি আমি জন্মেওছিলাম নাকি দেরিতে ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

তারেক এর ছবি

পিচকির জন্য আদর ও শুভকামনা; তার বুড়ো বাবাটাকে জন্মদিনের শুভেচ্ছা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

মনজুরাউল এর ছবি

পিচকি আর বুড়ো বাবা দু'জনের অভিনন্দন গ্রহণ করুন।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

ভবঘুরে এর ছবি

বাপবেটি দুজনকেই শুভেচ্ছা।

মনজুরাউল এর ছবি

বাপবেটি দু'জনেই আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছে।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

নুরুজ্জামান মানিক এর ছবি

১। মুমুকে নিয়ে মন মনজুরাউল ভাইয়ের মতের সাথে একমত
২। আপনার লেখার সাথে আমার পরিচয় আগে থেকেই
এখনও সমকাল এ কলাম বা ভোরের কাগজে প্রবন্ধ পড়ি

৩। আপনার বামপন্থী রাজনীতির সমর্থন কে আমি কদর করি

৪। আমরা সচল পরিবার
যে কোন সচলের আনন্দ বা কস্টে
তাই আমরা খুশি বা দুঃখিত হই ।

৫। জন্মদিনের বাসি শুভেচ্ছা রইল

নুরুজ্জামান মানিক
***********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ মানিক,
আপনার ৪টি পয়েন্টেই ভাল লাগল। ৫ম পয়েন্ট হলো না। শুভেচ্ছা কখনো বাসি হয়না। আপনার শুভেচ্ছা থেকে এখনো টাটকা আভা বেরুচ্ছে।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ নূ.মানিক।
আপনার ৪টি পয়েন্টের সাথে একমত।আপনার ৪টি পয়েন্টের প্রতি শ্রদ্ধা। আর ৫ ? না ভাই , শুভেচ্ছা কখনো বাসি হয় না। এখনো দিব্বি টাটকা সুবাস পাচ্ছি।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

কীর্তিনাশা এর ছবি

মনজুরাউল ভাই, জন্মদিনের শুভেচ্ছা রইলো। ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনেক অনেক এ্যান্টিগল্পে ভরিয়ে ফেলুন সচলের ভান্ডার। আর আমরা সেই সব গল্প পড়ে আরো আরো মুগ্ধ হই।

আপনার ছোট্ট মেয়েটির প্রতিও রইলো অনেক অনেক ভালোবাসা। দ্রুত সুস্থ হয়ে উঠুক সে।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মনজুরাউল এর ছবি

কীর্তিনাশা,
আপনার জীবন পুষ্পেপল্লবে ভরে উঠুক। ভাল থাকুন।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

আলমগীর এর ছবি

ভাল থাকুন, মেয়ে সুস্থ হয়ে যাবে।
আরেকটা কথা, লেখার মাঝে মাঝে _ চিহ্ণটা কি ইচ্ছা করে যোগ করেন, না কনভার্ট করতে গেলে যোগ হয়ে যায়?

মনজুরাউল এর ছবি

দারুন ভাল লাগল আপনার কথা। ডাক্তাররা এভাবে অভয় দেয়।
হ্যাঁ,_ চিহ্ণটা ইচ্ছা করে যোগ করি।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

আকতার আহমেদ এর ছবি

মনজুরাউল ভাই, জন্মদিনের শুভেচ্ছা আপনাকে !

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

মনজাউরুলের জন্মদিনে বড় মোমবাত্তি। সেই সঙ্গে কামনা আমাদের সন্তানরা যেন সর্বদাই থাকে সুস্থ, সুন্দর, প্রাণোচ্ছল।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মনজুরাউল এর ছবি

আখতার ভাই
জুলিয়ান ভাই
আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ভাল থাকুন।
আপনাদের শুভকামনরি শক্তি অসীম।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

অনিন্দিতা এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা।
আপনার মেয়ের জন্য অনেক ভালবাসা ও শুভ কামনা রইল।

ইমরুল কায়েস এর ছবি

১। মনজুরাউল ভাই, আপনাকে জন্মদিনের শুভেচ্ছা ।

২। আপনার মেয়ের শীঘ্র রোগমুক্তি কামনা করছি ।
-----------------------------------------------------
কেউ একজন অপেক্ষা করে

মনজুরাউল এর ছবি

অনিন্দিতা
ইমরুল,
ধন্যবাদ। আপনাদের জন্য বাবা-মেয়ের শুভকামনা। ভাল থাকুন সারাবেলা-সারাক্ষণ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

শ্যাজা এর ছবি

বিপ্লবী শুভেচ্ছা মনজুরাউল..


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

মনজুরাউল এর ছবি

বিপ্লবী শুভেচ্ছা শ্যাজাদিমনি। আপনি আমার তিন দিনের(!) ছোট !

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

রায়হান আবীর এর ছবি

শুভেচ্ছা
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

মনজুরাউল এর ছবি

ধন্যবাদ রায়হান আবীর ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

মাহবুব লীলেন এর ছবি

মানুষ যে নিজের জ্ন্মদিনের কথাও এমনি চিচিয়ে চিবিয়ে দাঁত কটমট করে বলতে পারে তার আপনার লেখা পড়লে বোঝা যায়

শুভদিন

মনজুরাউল এর ছবি

পড়ে বুঝলেন ?
কটমট শব্দ পাননি তো ?
শুভাশীষ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

শুভ জন্মদিন। ভালো থাকুন সেই শুভ কামনায়...

মনজুরাউল এর ছবি

আপনার শুভ হোক। শান্তি হোক ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

নিঝুম এর ছবি

মঞ্জুরাউল ভাইকে সচল করার দাবী রইল মডুগণদের কাছে...তাঁর জন্মদিনে এই হোক সচলায়তনের পক্ষ থেকে একটা উপহার...
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

মুশফিকা মুমু এর ছবি

চলুক আমিও ভোট দিলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

রাফি এর ছবি

মনজুরাউল ভাইয়ের জন্য জন্মদিনের শুভেচ্ছা...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

মনজুরাউল এর ছবি

শুভকামনা সবার জন্য।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

ক্যামেলিয়া আলম এর ছবি

পিতার জন্য জন্মদিনের শুভেচ্ছা------
আর কন্যা, তুমি সুস্থ থাকো, মন ভাল রাখো, পিতার কোল জুড়েই চিরকালটি থাকো। অনেক ভালবাসা তোমার জন্য।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

মনজুরাউল এর ছবি

চিরকাল তো রাখতে পারব না !

কোথায় যাবে উড়ে
তেপান্তরের পাথার পেরিয়ে
আমার এ শূণ্যঘর পড়ে রবে
তার-ই স্মৃতি বুকে জড়িয়ে......

আপনার প্রাণ-মন আনন্দে ভরে উঠুক।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

সুলতানা পারভীন শিমুল এর ছবি

বাবা-মেয়ে দুজনের জন্যই অনেক অনেক শুভেচ্ছা...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

মনজুরাউল এর ছবি

এ দুজনের পক্ষ থেকে আপনাকেও শুভেচ্ছা ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

ফারুক ওয়াসিফ এর ছবি

আমার লজ্জাবনত শুভাশীষ ছোট্ট মেয়েটির প্রতি, তার বাবার প্রতি আর পিতা-কন্যার পরিবারের আর সবার প্রতি। আপনার শ্রুতি ভাল হয়ে যাবেই যাবে দ্রুত। মানুষের চাওয়ার শক্তি কি এতই কম?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

মনজুরাউল এর ছবি

মানুষের চাওয়ার শক্তির ওপরই আমাদের অগাধ আস্থা ।

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

সুমন সুপান্থ এর ছবি

...এই রকম মিলেমিশে
এই রকম বেদনা ও উচ্ছাসে
একদিন দেখো বদলে নিয়েছি মুখ,
একদিন রংধনু তুলে দিয়েছি পৃথক আসমানে...

জন্মদিনের শুভেচ্ছা প্রিয় গল্পকার । শ্রুতি'র জন্য পুন: শুভ কামনা ।

---------------------------------------------------------

আমার কোন ঘর নেই !
আছে শুধু ঘরের দিকে যাওয়া

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

মনজুরাউল এর ছবি

একদিন দেখো রাঙিয়ে নিয়েছি মুখ
একদিন দেখো বিলিয়ে দিয়েছি সুখ
শ্যাম সরোবরে বিকশিত শতদল
নিঃশেষ গগনে ওড়ে পেটকাটি চাঁদিয়াল..................

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।