খাদক

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৪/০৪/২০১১ - ৭:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

শুরুটা একটা স্থানীয় হটডগ খাওয়ার প্রতিযোগিতায়। লূ ভার্বেইন এতে ১ম স্থান অধিকার করে প্রতিযোগিতার প্রাদেশিক পর্যায়ের রাউন্ডে উত্তীর্ণ হয়ে ২য় স্থান দখল করলো। কিন্তু এখানে প্রথম স্থান অধিকারী পেট ফেটে প্রতিযোগিতা থেকে বাদ পড়ে গেলে লূ এক লাফে জাতীয় পর্যায়ে উঠে গেল। কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে লূ প্রায় হাড়্গিলে একটা জাপানী মেয়ে চ্যাম্পিয়নের কাছে হেরে গিয়ে স্রেফ তৃতীয় হয়ে গেল।

কিন্তু না, লূ এত সহজে হাল ছেড়ে দেয়ার বান্দা না। সে এবার কঠোর প্রশিক্ষনে আত্ননিয়োগ করলো। শহরের সমস্ত হটডগ তার উদরে হারিয়ে গেল । তারপর গোটা প্রদেশেরও। শেষমেশ তার কারনে সারা মহাদেশেই মাংসজাত পণ্যের আকাল দেখা দিল।

লূ কিন্তু এখানেই থামলো না। হ্যামবার্গার, পাই, কুকি – যা যা গলা দিয়ে ঠাসা সম্ভব তার কিছুই বাদ গেল না। সেইসাথে লূ ছড়াতে থাকলো, ছড়াতেই থাকলো – অপ্রতিরোধ্য পানার মত, ফুলতে থাকলো বেলুনের মত। এ যেন এক পরাবাস্তব দৃশ্য।

তবে যেদিন সে গাড়ি খাওয়া শুরু করলো – সেই দিনটাই বোধহয় ছিল তার পয়েন্ট অফ নো রিটার্ন। এর শুরুটা ছিল ছোট্ট একটা মরচে পড়া ড্যাটসান দিয়ে। কিন্তু হপ্তা শেষ হতে না হতে সে তখন হামার আর লিমো গিলছে।

একটা পর্যায়ে এসে তার পেটে হাইড্রোজেন ফিউশান শুরু হয়ে গেল। লূ অবশ্য সেটা পাত্তাই দিল না।

তো বিশাল একটা গল্পকে সংক্ষেপে বলতে গেলে বলতে হয়, লূ এখন একটা ব্ল্যাক হোল -- ভার্বেইন এক্স-১। ব্রম্মাণ্ড ধীরে ধীরে এখন তার উদরে প্রবেশ করছে।

------------------------------------------------------------------------------------------------------------------

মূলঃ প্যাট্রিক জোহানসন


মন্তব্য

পাগল মন এর ছবি

আমি বুঝি কম, খাই বেশি। ভাবলাম খাওয়াদাওয়া সংক্রান্ত কোন পোস্ট, কিন্তু কিসের কী? ওঁয়া ওঁয়া
যদিও পুরোপুরি বুঝেছি বললে ভুল বলা হবে তবে ভালো লাগলো।

আমার অব্জার্ভেশন হচ্ছে মানুষই আসলে খাদক, আমাদের অন্তহীন চাহিদার জন্যই আজ পৃথিবীর এ অবস্থা। মন খারাপ

------------------------------------------
হায়রে মানুষ, রঙিন ফানুস, দম ফুরাইলে ঠুস
তবুও তো ভাই কারোরই নাই, একটুখানি হুঁশ।

মন মাঝি এর ছবি

ও, লেখার শিরোনাম দেখে আপনার খিদা লেগে গেছে ? আচ্ছা ঠিকাছে, দেখেন তো নিচের এইটাতে আপনার খিদা মেটে কিনা আপাতত --

****************************************

মীর মোশাররফ হোসেন এর ছবি

ঐ মিয়া, সায়েন্স ফিকশানের গল্প কেউ খাওয়ার কাহিনী দিয়ে শুরু করে নাকি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মজা লাগলো। হাসি

মন মাঝি এর ছবি

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

****************************************

সুহান রিজওয়ান এর ছবি

মজার পোস্ট।

আপনি দেখি মজাদার সব পিচ্চিনুনবাদ দেন। হাসি

মন মাঝি এর ছবি

পিচ্চিই ভালো। বড়চ্চিগুলি অনেকেই ধৈর্য ধরে পড়ার সময় পান না।

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

****************************************

সজল এর ছবি

হা হা। বিজ্ঞান বিষয়ক পোস্ট দেখি। চলুক

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

মন মাঝি এর ছবি

হ্যাঁ। তবে পেটুক পাব্লিকের মনোরঞ্জনার্থে এটাকে G + ASTRONOMY বিষয়ক পোস্টও বলা যাইতে পারে। হাসি

****************************************

সাফি এর ছবি

দারুন লাগলো। কই পান এসব?

মন মাঝি এর ছবি

এইত্তো... হাত বাড়ালেই পাওয়া যায়। যেখানেই দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই... হাসি

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

****************************************

শুভাশীষ দাশ এর ছবি

ভালৈতেছে।

আপনার অনুবাদাণুগল্পগুলোর লিঙ্ক একসাথে দ্যান।

মন মাঝি এর ছবি

ধইন্যবাদ।

হ্যাঁ, এর পর থেকে তাই করবো। ভালো হইতো যদি আমার অচল যুগের সব লেখাগুলিও "লেখকের অন্যান্য লেখা" - এই শিরোনামের অধীনে জড়ো করতে পারতাম। কিন্তু এটা করা যায় কিনা, বা করা গেলে কিভাবে করতে হয় বুঝে উঠতে পারছি না।

****************************************

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

ভ্রাতা, অন্য একটা ব্লগের এই পোস্টটা একটু দেখুন।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মন মাঝি এর ছবি

দেখলাম ভ্রাতঃ । কি আর করা। ভার্বেইন এক্স-১ -এর আকর্ষন আপনি আমি কেউই এড়াতে পারিনি। আগে সাবধাণ করলে আমার মহাশুন্যযানটা নিয়ে কয়েক মিলিয়ন লাইট-ইয়ার দূরত্ব রেখে পাশ কাটিয়ে যেতাম নাহয়।

****************************************

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সাবধান করার কোন উপায় যে ছিল না!


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পাণ্ডবদার অনুবাদে গল্পটা আগেই পড়েছিলাম

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।