রেভারেণ্ডের কথায় উপস্থিত শোকসন্তপ্ত পরিজনদের মধ্যে একটা চাপা রাগত গুঞ্জন উঠলো।
“আমার কথা শুনুন,” হাত নেড়ে সমাগত শ্রোতাদের থামিয়ে দিয়ে রেভারেণ্ড ক্লে বলে উঠলেন, “যীশুখৃষ্ঠও একজন যুবক ও একজন কমিউনিটি নেতা ছিলেন।”
.............................................................................................................................................................................
[জন হিউজের “মিলড্রেড পেনিম্যানের জন্য ইউলজি”-র ঈষৎ এডাপ্টেশন]
---------------------------------------------------------------------------------------------------------------------
মন্তব্য
হে হে হে
আমার একটা সিনেমার কথা মনে পড়লো, ডেথ এট আ ফিউনারেল!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার এই এডাপ্টেশানটা অবশ্য পাকি ক্রিকেটার ও তাদের বেডরুমের দরজা বন্ধ করাকরির চমকপ্রদ গ্ল্যামারে শরাতুর এক বঙ্গপুঙ্গবের বিশেষ একটি মন্তব্য এবং এই ছবি দ্বারা অনুপ্রাণিত। 'ডেথ এট আ ফিউনারেল' দেখা হয়নি।
****************************************
এইটা ভাল হইছে।
love the life you live. live the life you love.
ভালো
______________________________________
পথই আমার পথের আড়াল
সাত দিনে বিশ্ব তৈরির ওপর কী একটা লেখা দিয়েছিলেন না শুরুর দিকে? ওইটাও তো বোধ হয় অনুবাদাণুগল্পই ছিল, তাই না? জব্বর লাগসিল কিন্তু গল্পটা। পারলে ওইটার লিংকও দিয়ে দেন্না, মাঝি ভাই!
দিলাম। :)
****************************************
অবাক হবো না মাঝি ভাই। পাখতুন (বা পশতুন বা পাঠান) পুরুষদের ভিতরে সমকামিতা দারুন জনপ্রিয়। আফ্রিদি কিন্তু একজন খাঁটি পাখতুন। আর আমাদের এই ভোদাইটাও বেশ নাদুসনুদুস আছে। নো ওয়াণ্ডার! লাগাও পিলকি টাকা দেবে মালেক হাজী। ;)
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
নতুন মন্তব্য করুন