হাসির আক্রমনের বিরুদ্ধে সব প্রতিরোধই ব্যর্থ।
সবসময় সঠিক কাজটি করুন। এটা কিছু লোককে খুশি করবে, আর বাকিদেরকে করবে অবাক।
চেষ্টা করলে খুব সহজেই আমরা যে কোন প্রতিকুলতা সয়ে যাওয়ার শিক্ষা নিতে পারি। মানে, অন্য কারো ক্ষেত্রে আরকি।
সাহস হচ্ছে ভয়কে প্রতিরোধ করা, ভয়কে জয় করা, ভয়শুন্যতা নয়।
সবকিছুরই একটা সীমা আছে – লোহার আকরিককে শিক্ষা দিয়ে সোনা বানানো সম্ভব নয়।
একটা ভাল উদাহরনের চেয়ে বিরক্তিকর জিনিষ খুব কমই আছে।
দুঃখ সাধারনত অবিভাজ্য, কিন্তু সুখের পুরো স্বাদ পেতে হলে তাকে ভাগ করতেই হয়।
সততাই শ্রেষ্ঠ নীতি – যখন এর মধ্যে টাকা থাকে।
আমি ঠিক করেছি একবারে একটার বেশি সিগার খাব না।
সম্মাননা পাওয়ার যোগ্যতা থাকা সত্বেও না পাওয়াটা অনেক ভাল, যোগ্যতা না থাকা সত্বেও পাওয়ার থেকে।
মানুষ একমাত্র প্রাণী যে লজ্জায় আরক্তিম হয় – বা হওয়ার দরকার হয়।
আওয়াজে কিছুই প্রমান হয় না। স্রেফ একটা আণ্ডা পেড়ে মুরগি অনেক সময় এমন ডাক ছাড়ে যেন একটা গ্রহাণু প্রসব করেছে সে।
অন্য লোকের অভ্যাসের চেয়ে সংশোধনীয় বিষয় আর দ্বিতীয়টি নেই।
একটি বিড়াল ও একটি মিথ্যার মধ্যে সবচেয়ে লক্ষনীয় পার্থক্যগুলির একটি হলো – বিড়ালের মাত্র নয়টি জীবন।
মানবজাতির যা দশা, মাঝেমধ্যে আফসোস হয় ভেবে নূহ নবী.... নৌকাটা কেন যে মিস করলেন না।
বাইবেল একটা ঔষধের দোকান। এর পসরা একই থাকে, শুধু চিকিৎসাবিদ্যাটা বদলে যায়।
যে লোক ৪৮ হওয়ার আগেই নৈরাশ্যবাদী, সে অতিরিক্ত জানে; আর ৪৮-এর পরেও যদি সে আশাবাদী থাকে, তাহলে সে খুব সামান্যই জানে।
স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র পথ হচ্ছে আপনি যা খেতে চান না তা খেতে হবে... এবং যা করতে চান না তা করতে হবে।
আমার মৃত্যুর খবর ব্যপকভাবে অতিরঞ্জিত হয়েছে।
হাসির গোপন উৎস আনন্দে নয়, দুঃখে। স্বর্গে কোন হাসি নেই।
যে কালিতে ইতিহাস লেখা হয়েছে তার অন্য নাম তরল প্রেজুডিস।
কিছু লোক আছে যারা একটা ছাড়া আর সব চমৎকার বা বীরত্বব্যঞ্জক কাজকর্ম করতে পারে – পারে না শুধু নিজেদের সুখের কথা অসুখীর কাছে ফলাও করে বলা থেকে বিরত থাকতে।
প্রলোভনের বিরুদ্ধে বেশ কিছু ভাল রক্ষাকবচ আছে, তবে সেরাটা হল – কাপুরুষতা।
নিজে ভাল হওয়াটা মহৎ ব্যাপার, কিন্তু অন্যদেরকে ভাল হওয়ার পথ দেখানো অনেক মহত্তর এবং ঝামেলাবিহীণ।
সত্য আমাদের সবচেয়ে মূল্যবান জাতীয় সম্পদ। আসুন এ ব্যাপারে আমরা ব্যয়সংকোচন নীতি অনুসরন করি।
আমরা কারো জন্মের সময় আনন্দ আর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় শোক প্রকাশ করি কেন ? কারন, আমরা সংশ্লিষ্ট ব্যক্তিটি নই।
চুপ থেকে লোকের চোখে বোকা হওয়াও ভাল, মুখ খুলে তাদের সব সন্দেহ দূর করে দেওয়ার থেকে।
কলিফ্লাওয়ার আর কিছুই না – কলেজে শিক্ষাপ্রাপ্ত ক্যাবেজ মাত্র।
ক্ষমা সেই সৌরভ যা জুতোর তলায় পিষ্ট ফুল ঐ জুতোতে বিলিয়ে দেয়।
চমৎকার আবহাওয়ার জন্য স্বর্গে যান। চমৎকার সঙ্গের জন্য নরকে যান।
চমৎকার একটা হাঁটার বারোটা বাজানোর নাম হচ্ছে গলফ্।
এটা কোন বিস্ময়কর ব্যাপার নয় যে সত্য কল্পকাহিনির চেয়েও চমকপ্রদ। কল্পকাহিনির অর্থবোধক হওয়ার দায় থাকে।
কোন কাজ আগামীকালকের জন্য ফেলে রাখবেন না, যা আপনি পরশু করতে পারেন।
নারীকে ছাড়া পুরুষের কি অবস্থা হবে ? দুর্লভ, জনাব, অ-তি দুর্লভ।
যে লোক নিজেকে ঠকাতে পারে না, অন্যদের ঠকানো তার জন্য অতি দুরূহ কর্ম।
ঈশ্বর যুদ্ধ সৃষ্টি করেছেন যাতে করে আম্রিকানরা ভূগোল শিখতে পারে।
বন্ধুর জন্য প্রাণ দেয়াটা কঠিন কিছু নয়, কঠিন হল প্রাণ দেয়ার মত বন্ধু খুঁজে পাওয়া।
সংবাদপত্র না পড়লে আপনি আনইনফর্মড, পড়লে আপনি মিসইনফর্মড।
যে সহজ আত্নবিশ্বাসের সঙ্গে আমি অন্য মানুষের ধর্মকে ভুল বলে উপলব্ধি করি, আমাকে সন্দেহ করতে শেখায় যে – আমারটাও হয়তো তাই।
কখনই অন্য কাউকে আপনার ‘প্রায়োরিটি’ হওয়ার সুযোগ দিবেন না, যতক্ষন আপনি তার ‘অপশন’ থাকবেন।
পরিস্কার বিবেক দুর্বল স্মৃতিশক্তির লক্ষন।
সবচেয়ে খারাপ ধরনের নিঃসঙ্গতা হচ্ছে – নিজের সঙ্গে নিজে স্বচ্ছন্দ না হওয়াতে।
আপনার কল্পনা যখন আউট অফ ফোকাস, শুধু চোখের উপর নির্ভর করে তখন লাভ হবে না।
কিছু লোক যেখানেই যায় আনন্দ বয়ে আনে, কিছু লোক যখনই যায় আনন্দ বয়ে আসে।
রাজনীতিবিদরা ডায়াপারের মত। এদেরকে নিয়মিত বদলাতে হয়। একই কারনে।
সবচেয়ে ভোঁতা পেন্সিলটাও সবচেয়ে ধাঁরালো স্মৃতি থেকে ভাল।
বৃত্ত হচ্ছে একটা গোল সরল রেখা যার মাঝখানে একটা ফুটো।
আদম শেষমেশ মানুষই ছিল – এতেই সব বোঝা যায়। সে আপেলের জন্য আপেল খেতে চায়নি – সে এটা চেয়েছিল একে নিষিদ্ধ করা হয়েছিল বলে। আর ঈশ্বরের ভুলটা এখানেই – সাপকে নিষিদ্ধ না করে; কারন সে তাহলে তখন সাপটাই খেত।
---------------------------------------------------------------------------------------------------------------------
মূলঃ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স ওরফে মার্ক টোয়েন
অনুবাদঃ মনমাঝি
সূত্রঃ গুগ্ল ও বিভিন্ন ওয়েবসাইট
মন্তব্য
এরকম সংগ্রহে কিছুটা ভূমিকা লেখা উচিত। কোথায় পেয়েছন এটা, নিজে অনুবাদ করেছেন নাকি অন্য কারো অনুবাদ, অনুবাদ করে থাকলে ইংরেজি লেখাটা কোথায় পেয়েছেন ইত্যাদি...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আপনি হয়তো ঠিকই বলেছেন। ভূমিকা লেখার কথা আমিও ভেবেছিলাম, পরে মনে হলো উদ্ধৃতিগুলো স্বয়ংপ্রকাশ আর মার্ক টোয়েনকেও নতুন করে কারো কাছে পরিচয় করিয়ে দেয়াটা হাস্যকর। ভূমিকা তাই বাহুল্য মনে করে আর লিখিনি। এখনো তার খুব একটা প্রয়োজন দেখছি না। কি আর লিখতাম, যা সবাই ইতিমধ্যে জানে না ?
কোথায় পেয়েছি সেটা হয়তো লেখা উচিৎ ছিল। তবে পেয়েছি আসলে বিভিন্ন ওয়েবসাইট থেকে যার বেশির ভাগেরই url সেইভ করা হয়নি। ফলে, "সূত্রঃ ইন্টারনেট" -- এর চেয়ে খুব বেশি বোধহয় লেখা যেত না। টোয়েন সংক্রান্ত অনেক ওয়েবসাইটেই এরকম উদ্ধৃতির সঙ্কলন আছে যার প্রায় সবই কমবেশি একইরকম -- অল্প সামান্য পার্থক্য ছাড়া - কোনটা কোত্থেকে নিয়েছি এখন আর মনে নেই।
আর অনুবাদ ? এটাও কি আলাদা ভাবে বলে দিতে হবে ? নিজে না করলে কি এখানে দিতাম ? অনুবাদটুকুও যদি নিজের না হয় তাহলে তো এটা বিশুদ্ধ কুম্ভীলকবৃত্তি হয় যায়, তাই না ? শিরোনামে যেহেতু টোয়েনের বচনামৃত বলা আছে , এবং টোয়েন যেহেতু বিশ্ববরেন্য অ-বাংলাভাষী মার্কিন লেখক ছিলেন, সেহেতু ভিতরের লেখাটা অবধারিত ভাবেই অনুবাদ, আর 'লিখেছেনের' পরে যেহেতু 'মন মাঝি' আছে এবং পরে কোথাও অন্য কোন অনুবাদকের নাম নেই, সেহেতু আমি ধরে নিয়েছি এটা 'মন মাঝি'রই করা অনুবাদ বাই ডিফল্ট সেটাই বোঝা যায় এবং আলাদা করে আর বোঝানোর দরকার নেই। যাই হোক এটা যোগ করে দিব।
পড়ার জন্য ধন্যবাদ।
****************************************
আমার মন্তব্যটি কোনো অভিযোগ ছিল না, পরামর্শ ছিল বলতে পারেন। এই কথাটি বলে বুঝিয়ে দিতে ভালো লাগছে না।
পাঠকের মন্তব্যকে আপনি যেভাবে নিয়েছেন সেটি দেখে আমার একটি নাম মনে পড়েছে। সেই নামটি এখানে নিচ্ছি না। তবে আমি নিশ্চিত অধিকাংশ সচলই সেটা বুঝতে পারছেন, আশা করছি আপনিও পারছেন। আমার মন্তব্যে আপনি আহত হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি।
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
বিশ্বাস করুন, আপনার মন্তব্যটি আমি মোটেই খারাপ ভাবে নেইনি। পরামর্শ হিসেবেই নিয়েছি (এবং সেটা গ্রহণও করেছি যদ্দুর সম্ভব!)। আমার মনে হয় আরেকটু মনোযোগ দিয়ে আমার প্রতিমন্তব্যটি পড়লে আপনি লক্ষ্য করতেন যে, আমি কেবল আমি যেসব জিনিষ করিনি অথচ করা উচিত ছিল বলে আপনি বলেছেন, সেসব আমি কেন করিনি তার ব্যাখ্যাটুকুই কেবল যুক্তি সহকারে দেয়ার চেষ্টা করেছি মাত্র। তার থেকে একটা কথাও বেশি বলিনি !!
আপনার প্রতি-প্রতিমন্তব্য পড়ে আমার মন্তব্যটা তবু আরেকবার পড়লাম। ২য় পড়ায় মনে হচ্ছে অনিচ্ছাকৃত হলেও, ভিন্ন ও অনুদ্দিষ্ট কোন ইন্টারপ্রিটেশনে এখানে হাল্কা একটা কস্টিক 'টোন' বা 'রেশ' হয়তো আমার মন্তব্যে অনুভূত হলেও হতে পারে। বিশেষ করে ৩য় অনুচ্ছেদে। আপনি যদি এমন কিছু অনুভব করে আহত বোধ করে থাকেন - বলাই বাহুল্য, সেজন্যে আমি সবিশেষ এবং আন্তরিক ভাবে ক্ষমাপ্রার্থী। এটা আমার উদ্দেশ্য ছিল না।
আমি বুঝতে পারছি না ভাই। অনেস্ট ! এটা কি গালাগালি জাতীয় কিছু ? সেরকম কিছু হলে আপনি ইতস্তত না করে নিশ্চিন্ত মনে সেটা বলে ফেলতে পারেন। বিশেষ করে 'অধিকাংশ সচল'ই যখন সেটা বুঝতে পারছেন, তখন আমিই বা বাদ যাব কেন ?! লেখক হিসেবে আমি এটা আমার প্রাপ্য মনে করে বিনাবাক্যব্যয়ে হজম করে ফেলব। প্রমিজ।
ও হ্যাঁ, আপনি আহত বোধ করে থাকলে আবারো দুঃখ প্রকাশ করছি।
****************************************
কিছু কিছু কথা খুবই মজার।
খুব মজা লাগল পড়ে। মার্ক টোয়নের হিউমারের তুলনা নেই।
আমার মনে আছে এক ঘটনার কথা। মার্ক টোয়েন তখন ট্রেনে করে দৈনিক যাতায়াত করেন কর্মোপলক্ষ্যে। কিন্তু ট্রেন কেন জানি গত কয়েকদিন ধরে খুব স্লো চলছে। মার্ক রেগেমেগে একদিন হাফ টিকিট কিনে ট্রেনে চড়েছেন। টিকিট চেকার এসে টিকিট চেক করে হতভম্ব! মার্কের সফেদ শশ্রু-কেশরাজীর দিকে তাকাতে তাকাতে টিকিট চেকার মহোদয় জিজ্ঞেস করলেন মার্ককেঃ ইয়ে স্যার, আপনি মনে হয় টিকিট কাটতে ভুল করেছেন। আপনি হাফ টিকিট কিনেছেন। উত্তরে মার্ক বললেন, টিকিট ঠিকই কিনেছিলাম। কিন্তু তোমাদের ট্রেন এত ধীরে চলছে যে বয়েস বেড়ে আমার এই অবস্থা হয়েছে!!
হালায় অমানুষ ছিল!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
আসলেই। টোয়েনের ভক্ত আমি সেই স্কুল জীবন থেকেই। তখনই টম সয়্যার আর হাক ফিনের বই দু'টো পড়েছিলাম মূল সাদার্ন (?) ইংরেজিতে - কিছুটা বুঝে, কিছুটা না বুঝে। সম্পূর্ন বুঝে না পড়লেও এর ভাষার অভিনবত্ব তখনই আমার মন কেড়ে নিয়েছিল। হিউমার, এ্যাডভেঞ্চার তো আছেই।
****************************************
মার্ক টোয়েন গুরুদেব লোক।
আপনার অনুবাদ ভালই লাগল, দুয়েকটা জায়গায় একটু অস্বস্তি হল। যেমন, "হাসির আক্রমনের বিরুদ্ধে সব প্রতিরক্ষাই ব্যর্থ" এটা মূল বাক্যটার সাথে ঠিক যেন জমছে না।
অ.স. এর সাথে সহমত।
কিছু কিছু জায়গায় যে 'একটু অস্বস্তি' আছে, আড়ষ্ঠতা আছে, ঠিক যেন 'জমছে' না - সেটা আমিও জানি !
ইচ্ছে ছিল, কিন্তু তাড়াহুড়োর মাথায় আর ঠিক করা হয়নি।
****************************************
ঘ্যাচাং
****************************************
অসাধারন কিছু বাক্য...
' স্বাস্থ্য ঠিক রাখার একমাত্র পথ হচ্ছে আপনি যা খেতে চান না তা খেতে হবে... এবং যা করতে চান না তা করতে হবে।'
'রাজনীতিবিদরা ডায়াপারের মত। এদেরকে নিয়মিত বদলাতে হয়। একই কারনে।'
'সাহস হচ্ছে ভয়কে প্রতিরোধ করা, ভয়কে জয় করা, ভয়শুন্যতা নয়।'
'সংবাদপত্র না পড়লে আপনি আনইনফর্মড, পড়লে আপনি মিসইনফর্মড।'
চরম সত্য কিছু উক্তি...পরিস্থিতি আসলে ১০০ বছরেও বদলায়নি...মার্ক টোয়েন কে প্রনাম...
নীল সমুদ্র
দারুণ।
এর চেয়ে সত্যি কথা আছে নাকি?
নেইতো। তবে এর চেয়েও বড় সত্যি কথা হলো, ডায়াপার সময়মত না বদলালে যা হয় -- রাজনীতিবিদ সময়মত না বদলালেও তাই হয়।
****************************************
ওস্তাদজীতে নমঃ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালো লাগলো...
মজা পেলাম। আমার কিন্তু আপনার অণুগল্প ভালো লাগে বেশি।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
মনোমত অনুগল্প পেলে আবারো হবে হয়তো। পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।
****************************************
গুরু গুরু
______________________________________
পথই আমার পথের আড়াল
মার্ক টোয়েন বস লুক
টোয়েন বসের বস !
****************************************
সে বড় ভালো লোক ছিলো !
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
হ্যাঁ, কঠিন কথা। কিন্তু সত্য।
****************************************
ভাল লেগেছে। ধন্যবাদ
দারুণ !!!----- অণু
নতুন মন্তব্য করুন