রবিনসন ক্রুশো এবং ম্যান ফ্রাইডে

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বুধ, ১১/০১/২০১২ - ৮:০৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

রবিনসন ক্রুশো শেষবারের মত তার হাতে ধরা তালিকায় চোখ বুলিয়ে নিল...

রবিনসন ক্রুশো শেষবারের মত তার হাতে ধরা তালিকায় চোখ বুলিয়ে নিল। তুমুল প্রতিযোগিতায় অডিশন পর্বটা ভালই জমেছিল। কিন্তু বারো জন অতি সাধারন সাক্ষাৎকারদাতার পর অবশেষে সে তার জন্য যোগ্যতম 'ম্যান ফ্রাইডে'-কে খুঁজে পেয়েছে।

অভিযোগ আসবেই জানা কথা। দূর্নীতি, স্বজনপ্রীতি, পাতানো পরীক্ষা - কত রকম কথাই উঠবে। কিন্তু সবই আসলে ভিত্তিহীণ। ক্রুশো একজন সমান-সুযোগ নিয়োগদাতা এবং সেজন্যে গর্বিতও বটে। সে এমনকি ঐ এক-হাতকাটা অভব্য ষণ্ডাটাকেও একটা সুযোগ দিয়েছিল।

নিজের ন্যায়বান সিদ্ধান্তে আত্নতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে ক্রুশো সফল প্রতিযোগীকে ডেকে পাঠালো ভেতরে।

"দারুন! ঐ অষ্টাদশ শতাব্দীর বুইড়া সেক্সিস্ট পুরুষবাদী ভাম ডিফোর খপ্পর থিকা ছাড়া পায়া বড় বাঁচা বাঁচছি!" ঠোঁটে শোভন হাসি ঝুলিয়ে নবাগতা ম্যান ফ্রাইডের দৃশ্যমান উপত্যকার অদৃশ্য গভীরতা মাপতে মাপতে ভাবল ক্রুশো।



মূলঃ ফিল গার্ডনার
ঈষৎ পরিবর্তিত ভাবান্তরঃ মনমাঝি



মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাবসম্প্রসারক আছেন কেউ?

মন মাঝি এর ছবি

.

****************************************

রিসালাত বারী এর ছবি

মাথারকুন্দিকদিয়াজানিগেলোগা অ্যাঁ

দ্রোহী এর ছবি

অ্যাঁ

মন মাঝি এর ছবি

হাসি

****************************************

চরম উদাস এর ছবি

বুঝাই দেন রেগে টং

মন মাঝি এর ছবি

আয় হায়, এ-কী অবস্থা ! আমি তো আরো ভাবতেছিলাম এক্কেবারে ফিলিপ্‌স বাত্তির মত ফকফকা গপ্প আর মশকারি হইসে !!

যাহোক, একটু হিন্ট দেই (আমি নিজে যট্টুক বুঝছি তার ভিত্তিতে আর্কি) - এই গল্পের মূল লেখক (গার্ডনার) অষ্টাদশ শতকের ইংরেজ ঔপন্যাসিক ড্যানিয়েল ডিফোর (="ডিফো") বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুশোর প্রধান চরিত্র আর তার জনহীন দ্বীপে ২৮ বছর আটক থাকা অবস্থায় একমাত্র সঙ্গী এক একদা-নরমাংসভোজী নেটিভ জংলী সাইডকিক 'ফ্রাইডে' তথা 'ম্যান ফ্রাইডে'-কে (লিঙ্কটা দেখুন) ব্যবহার করে একটা প্যারডি বা ঐ জাতীয় মশকারি-মার্কা গল্প লিখেছেন। এই দুই চরিত্রকে উনি একবিংশ শতকের মূল্যবোধের প্রেক্ষাপটে এনে ফেলেছেন। মূল গল্পে ক্রুশো ফ্রাইডেকে জনহীন দ্বীপে খুঁজে পেয়েছিলেন এবং শিখিয়ে-পড়িয়ে কিছুটা মানুষ করেছিলেন। এই লোকই দীর্ঘকাল তার নির্জনবাসে একমাত্র সঙ্গী ছিল। কিন্তু এই গল্পে ফিল গার্ডনার মনে হয় এই দুজনকে পরীক্ষামূলক এবং উদ্দেশ্যমূলকভাবে একবিংশ শতাব্দীতে এনে ফেলেছেন, অথবা একবিংশ শতাব্দীর একটা মূল্যবোধ তাদের উপর এপ্লাই করছেন। এখানে ক্রুশো 'ইকুয়েল অপরচুনিটি' চাকরির ইন্টার্ভিউয়ের (সমান-সুযোগ নিয়োগদান) মাধ্যমে তার দ্বীপান্তরে নির্জনবাসের জন্য একমাত্র সহকারী হিসেবে 'ম্যান ফ্রাইডের' পদে লোক নিয়োগের সুযোগ পাচ্ছেন। তো এই নির্জন দ্বীপবাসের জন্য 'ম্যান ফ্রাইডের' পদে ইকুয়েল অপরচুনিটি'র প্রয়োগ ও সুযোগ কি ফলাফল ডেকে আনতে পারে - সেটাই মনে হয় দেখা হচ্ছে এখানে। এক্ষেত্রে একদম শেষের লাইন ও প্যারাটা লক্ষনীয়, বিশেষ করে তার ৬ষ্ঠ, ২০তম, এবং ২৪তম শব্দগুলি।

তবে আমার মনে হয় এখানে ক্রুশো ও ফ্রাইডে ছাড়াও আরো কিছু বিষয় নিয়ে ঠাট্টা করা হয়েছে।

উপত্যকা

****************************************

চরম উদাস এর ছবি

কিছু কিছু বুঝছি এখন।
এরপর থেকে কিছু না বুঝলে আপনাকে গিয়ে বলবো বুঝাই দেন দেঁতো হাসি

মন মাঝি এর ছবি

ওরে বাবারে!

****************************************

তারাপ কোয়াস এর ছবি

খাইছে!


love the life you live. live the life you love.

জাবেদুল আকবর  এর ছবি

ইটা রাইখ্যা গেলাম...

রাইহান এর ছবি

নবাগতা ম্যান ফ্রাইডের.......

হা হা গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

বিশ্লেষণ পড়ার পর বুঝিতে পারলাম মনে হয়।

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

মেঘলা মানুষ এর ছবি

অনেক কালজয়ী (!) রচনাতে অনেক অদ্ভুত জিনিস ছিল। যেটা কোনভাবে ট্যাবলেট খাবার মত গিলে নিতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।