-

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: রবি, ০৫/০৮/২০১২ - ৩:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য

পুতুল এর ছবি

মাঝে মাঝে আমারও এমন লাগে। কাজে যাওয়ার আগে বউয়ের কাজের তালিকা দেখার ভয়ে অথবা কয়েক সপ্তাহের জমে থাকা বাড়ির কাজ বাকী থাকায় বউয়ের রক্তচক্ষু দেখার ভয়ে। অনুবাদ ভাল হয়েছে। আরো চাই।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

প্রৌঢ় ভাবনা এর ছবি

এইটুকুই! হাওয়াই মিঠাইয়ের মতো, মুখে দিতে না দিতেই গলে গেল।

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

উচ্ছলা এর ছবি

বরাবরের মতই ভাল লেগেছে ।

মন মাঝি এর ছবি

হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

আগের মতনই অসাধারণ।

মন মাঝি এর ছবি

আরে, আপনি কোত্থেকে? এদ্দিন কই ছিলেন?

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

অফিস, পরীক্ষা এগুলো নিয়ে বেশ ব্যস্ত ছিলাম। তাই একটু ঢুব মারতে হয়েছিল।
আপনার কি খবর?

তানিম এহসান এর ছবি

রাজাসাহেব আছেন কেমন? বহুদিন পর!

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

এই তো ভাই, আছি একরকম।
আপনি কেমন আছেন?

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

শুধু জানতাম না তারপর ওরগুলি কিভাবে সহ্য করব।

এই লাইনটা নিয়ে আরেকবার একটু ভাবুন। "ওরগুলি" শব্দটা একেবারেই কনফিউজিং। দুটো প্যরাগ্রাফের মাঝখানে একটার বদলে তিনটা করে স্পেস হয়ে গেছে। এটা একটু কমান, পড়তে তাহলে আরাম হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মন মাঝি এর ছবি

ঠিকই বলেছেন। উভয় ক্ষেত্রেই।

"ওরগুলি" আসলে আক্ষরিক অনুবাদের ফল। এর অর্থ হবে আসলে "ওর চোখগুলি"। অধিকাংশ ক্ষেত্রেই আক্ষরিকতা এড়ানোর চেষ্টা করলেও এক্ষেত্রে করিনি, কারন ইংরেজিতে অনেক সময় আগের বাক্যের সাথে সম্পর্কিত করে শর্টকাট মারার একটা রীতি আছে - যা কিনা আমার খুব পছন্দ। বাংলায় যে এটা খুব প্রচলিত বা মানানসই না, সেটা খানিকটা খেয়াল হলেও গুরুত্ব দেইনি। ভুলই হয়েছে মনে হয়। ঠিক করে দিচ্ছি।

ও হ্যাঁ, শেষ লাইনের বা তার আগের বিল্ড-আপের প্রচ্ছন্ন ইঙ্গিতটুকু পরিষ্কার হয়েছে তো - যে তার বান্ধবী আসলে মারা গেছে?

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ।

****************************************

তানিম এহসান এর ছবি

আপনার অনুবাদাণুগল্প ভালো পাই।

মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

তারেক অণু এর ছবি
মন মাঝি এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

কৌস্তুভ এর ছবি

কন কী, বান্ধবীকে ওই অবস্থায় খুন করেছেন?

মন মাঝি এর ছবি

শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌! আপনার জানে ভয়ডর নাই? বাঘে একবার রক্তের স্বাদ পাইলে কি হয় জানেন না?! রেগে টং

****************************************

কৌস্তুভ এর ছবি

হ্যাঁ। বনবিভাগ এসে গুলি করে ঘুম পাড়িয়ে বাঘটারে চালান দেয়।

মন মাঝি এর ছবি

(ঘেঁয়াও) ধইরা ঠুয়া দিয়া দিমু...

****************************************

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।