-

মন মাঝি এর ছবি
লিখেছেন মন মাঝি [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৯/০৮/২০১২ - ৪:৩৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

মন্তব্য

সাফি এর ছবি

ফাজিল কোহানকার দেঁতো হাসি

মন মাঝি এর ছবি

ঘুঘু কোহানকার! দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

দিগন্ত বাহার* এর ছবি

চ্রম মাইনাচ চ্রম রেগে টং

মন মাঝি এর ছবি

প্লাস আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

অতিথি লেখক এর ছবি

ফাজিল কোহানকার।। দেঁতো হাসি

আবছায়া

মন মাঝি এর ছবি

ঘুঘু কোহানকার! দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

সত্যপীর এর ছবি

হা হা হা হা হা! হাততালি

কিন্তু "ফাজিল কোহানকার" ঠিকই।

..................................................................
#Banshibir.

মন মাঝি এর ছবি

হা হা হা হা হা!! পীরবাবা সত্যপীর সত্যই বলেছেন, কিন্তু সত্যের বাকি অংশটুকুও স্বীকার করাতেই পীরত্বের যথার্থ মহিমা প্রকাশ পায় বলেই মনে করি, হা হা - চোখ টিপি

****************************************

সজল এর ছবি

ঘুঘু এবং ফাজিলের মধ্যকার ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক কিছু বাইর হইয়া আসতেছে।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

মন মাঝি এর ছবি

কি বাইর হইয়া আসতেছে? একজন ছদ্মবেশী ঘুঘু? চিন্না ফালাইছি কিন্তু, পিছলাইয়া লাভ নাই! হা হা চোখ টিপি

****************************************

প্রৌঢ় ভাবনা এর ছবি

হুহু, সমঝ গায়াথা লেফাফা দেখকে। ফাঁদও দেখলাম বটে।

মন মাঝি এর ছবি

আপনি অভিজ্ঞ সমঝদার ঘুঘু, আপনারে ছাইড়া দিলাম! দেঁতো হাসি

****************************************

সত্যপীর এর ছবি

হো হো হো

..................................................................
#Banshibir.

ধুসর জলছবি এর ছবি

হো হো হো

মন মাঝি এর ছবি

ধরা খায়া অত হাসি কিসের, এ্যাঁ?!
যাজ্ঞে, হাসির জন্যে তাও -- দেঁতো হাসি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

তারেক অণু এর ছবি

হা হা, কিল্ক করতাম না ! বুঝে গেছি!

মন মাঝি এর ছবি

ঠাকুর ঘরে কে রে-এ-এ ??? চোখ টিপি চোখ টিপি দেঁতো হাসি

****************************************

সুমাদ্রী এর ছবি

খাইছিরে ধরা খাইছে

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

মন মাঝি এর ছবি

সত্য কথা স্বীকার করার জন্য ধন্যবাদ ! দেঁতো হাসি :D আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

****************************************

রাব্বানী এর ছবি

এই পেজে ঢুকলে ভাইরাসের ভয় দেখা্য???

High Risk Website Blocked
Location: monmajhi.net84.net/Iframe_Onubibad_leadlink_1stpage.htm
Access has been blocked as the threat Mal/HTMLGen-A has been found on this website.
Return to the page you were previously viewing.

মন মাঝি এর ছবি

আমি তো এরকম কিছু পাচ্ছি না! আপনাকে কে (সফটওয়্যার) এই ভয় দেখাচ্ছে?!

****************************************

কৌস্তুভ এর ছবি

টেক্সট হাইড করার কায়দাটা বলেন

মন মাঝি এর ছবি

হা হা হা - বারবার ঘুঘু তুমি ধান খেয়ে যাও, কিন্তু ধরা খাওয়ার পর কায়দা শিখে কি হপে? ভার্চুয়াল বাঘে রক্তের স্বাদ পেলে কি হয় এবার বুঝেছেন?

****************************************

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মন মাঝি এর ছবি

****************************************

তিথীডোর এর ছবি

খাইছে

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

মন মাঝি এর ছবি

দেঁতো হাসি

****************************************

অতিথি লেখক এর ছবি

এইখানে ডিজিটাল ফাঁদস্কোপির মাধ্যমে ভারচুয়াল ঘুঘু সনাক্ত করা হয়।
আপনার ঘুঘু সত্তার খোঁজ পেতে আজই যোগাযোগ করুন মহাঘুঘু মন মাঝির সাথে।

- প্রচারণায়
----------নতুন ঘুঘু আইডি প্রাপ্ত
----------------এক জোনাকি

মন মাঝি এর ছবি

তার আগে মহাঘুঘুর পিআর স্পেশালিস্ট এক জোনাকির ফি দিয়ে যান!

****************************************

যুমার এর ছবি

অ্যাঁ

মন মাঝি এর ছবি

****************************************

 আইলসা এর ছবি

ধুর মিয়া। মজা করেন। এইডা কিছু হইলো। রোজা রমজান মাসে এইসব ছল ছাতুরি। ঠাঠা পড়বো কইয়া দিলাম।
অবশ্য একবেলা দুনিয়ার সেরা ইফতারি টাইপ কিছু একটা খাইয়া দিলে- দোষ কাটান যাইবো। পীরবাবা কি বলেন?

মন মাঝি এর ছবি

****************************************

অরফিয়াস এর ছবি

ঘুঘু দেখলাম, ঘুঘুর ফাঁদও দেখলাম !! খাইছে

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

মন মাঝি এর ছবি

****************************************

ত্রিমাত্রিক কবি এর ছবি

ধরা খাইছি। ভালৈছে। এইটা একটা এপ্রিল ফুল পোস্ট হতে পারত দেঁতো হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

মন মাঝি এর ছবি

****************************************

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ইইইইইই... বুচ্ছিইইইইইইইই... উত্তম জাঝা!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

মন মাঝি এর ছবি

শয়তানী হাসি

****************************************

কল্যাণ এর ছবি

অসাধারণ গুরু গুরু

টুপি পরানোর এইসব পিলান কই পান অ্যাঁ !!!!

_______________
আমার নামের মধ্যে ১৩

মন মাঝি এর ছবি

****************************************

কল্যাণ এর ছবি

হ, তয় আমার ফিডারের তরলের রঙ লাল নাইলে সোনালী নাইলে এক্কেরে কিলিয়ার চোখ টিপি

_______________
আমার নামের মধ্যে ১৩

মন মাঝি এর ছবি

হঐ মিআ, আমাড় শাটে ড়ঙবাযি ণা? হিক্‌!

****************************************

কড়িকাঠুরে এর ছবি

ঘুঘু ডাকে ঘুঘুরে... দেঁতো হাসি

মন মাঝি এর ছবি

****************************************

পথিক পরাণ এর ছবি

আমিতো কেবল ঐ তরুণদ্বয়ের পরিনতি জানতে চাইছিলাম!!!
আপনেরে আর বিশ্বাস কর্ব না। আপ্নি লুক খ্রাপ!!!

মন মাঝি এর ছবি

এইজন্যেই মহাজন ব্যক্তিরা বলে থাকেনঃ অন্যের পরিণতি জানার আগে নিজের পরিণতি জানো -- নো দাইসেলফ! শয়তানী হাসি

****************************************

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হা হা হা.........
ভালই দিলেন।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এই লেখাটা ছাপার মাধ্যমে বের করতে হলে কোন পন্থা অবলম্বন করতেন?


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

মন মাঝি এর ছবি

তারপর কি হল ???!!! কি ঘটলো ঐ দুই তরুণের ভাগ্যে ?? জানতে হল পৃষ্ঠা নং-১৩ তে দেখুন...

****************************************

নিলয় নন্দী এর ছবি

পয়লা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করলে পারতেন।
আপ্নি লুক খ্রাপ!!!
ইটা রাইখ্যা গেলাম...

রিয়েল ডেমোন এর ছবি

তালগাছটা আপনাকে দিলাম

ইমা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।